কখনো কি ভেবে দেখা হয়েছে আমার চিন্তা চেতনার সাথে কাজের কোন মিল আছে কি না?! আমি ভাবি একরকম আর চলি একরকম এমন হচ্ছে নাতো?! বিশ্বাস করো আমার তোমার মত হাজারো প্রতিভাবান ছেলে নিজেদের প্রতিভার মূল্যায়ন করতে পারে না । শুধু এই কারণে যে, তারা নিজেদের পথ রচনা করে ঠিক কিন্তু পাথেয় সংগ্রহ করে না। যার দরুণ ভুলে যেতে হয় সেই স্বপ্ন দেখা, যার জন্য হয়েছিলো আমার তোমার সৃষ্টি। মুছে ফেলতে হয় হৃদয়ে আঁকা সেই প্রতিক্ষার দিনের প্রতিচ্ছবি। কিন্তু কেন?! আমি যখন আমার জন্য নির্বাচন করেছি কণ্টকময় পথ। বেছে নিয়েছি খোদার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। তবে কেন এ পথে আমার আগ বাড়তে অলসতা আর অজুহাতের পাহাড়?! আমি যখন মরেও বেঁচে থাকতে চাই তবে কেন আমি পিছপা হচ্ছি তাদের পদাঙ্ক অনুসরণ করা থেকে যারা মৃত্যুর আলিঙ্গন পেতে এ মাঠ থেকে সে মাঠ দৌঁড়িয়ে বেড়িয়েছেন আর দিন শেষে অমর হয়ে ফিরে গেছেন। আমি যখন বেছে নিয়েছি আমি সত্য প্রচারে নির্ভীক হবো। তবে কেন আমি ভুলে যাচ্ছি মানুষের রোষানলে আমার রবের ফারিযা ?!এমন হচ্ছে নাতো আমার পারিপার্শিকতা আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে দুরে ঠেলে দিচ্ছে!? বিষয়টি নিয়ে আমাদের ভাবা উচিত । আমরা কতটুকু সময় ব্যায় করছি আমাদের মহান উদ্দেশ্য এবং জীবনের লক্ষ্য পানে?!
Announcement
Collapse
No announcement yet.
বিষয়টা কি ভাববার নয়?!
Collapse
X
Comment