تقبل الله منا ومنكم
প্রথমেই সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
কয়েকটা পিকচারঃ
আল কুরআন এবং আল হাদীস
এক নজরে ঈদের দিনের সুন্নত সমূহ ঃ-
(১) খুব ভোরে ঘুম থেকে উঠা,
(২) গোসল করা,
(৩) মিস্ওয়াক করা,
(৪) সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক
পরিধান করা,
(৫) আতর ব্যবহার করা,
(৬) নামাযের পূর্বে সদকাতুল ফিতর
আদায় করা,
(৭) ঈদুল ফিত্র নামাযের পূর্বে কিছু
মিষ্টান্ন খাওয়া
(৮) তিন, পাঁচ বা বেজোড় সংখ্যক
খেজুর, খুরমা খাওয়া,
(৯) মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামায পড়া,
(১০) ঈদগাহে হেঁটে যাওয়া,
(১১) এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা,
(১২) সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য যাওয়া,
(১৩) ঈদের নামায, ঈদগাহে গিয়ে পড়া, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে ঈদের নামায পড়া,
(১৩) ঈদুল ফিতরের দিন নিম্ন আওয়াজে ও ঈদুল আযহার দিন উচ্চ আওয়াজে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া।
(১৪) শরীয়তের সীমার মধ্যে থেকে খুশি প্রকাশ করা ইত্যাদি ঈদের সুন্নত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে সুন্দর পোশাক পরে ঈদের নামাযের জন্য বের হতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হুল্লাহ নামক এক সেট পোশাক ছিল। তিনি সেটি পরে দুই ঈদ এবং জুমার সালাত আদায় করতে যেতেন। হুল্লাহ হচ্ছে-এক জাতীয় কাপড় দিয়ে তৈরী দুই অংশবিশিষ্ট এক সেট পোশাক।
তিনি ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার আগে খেজুর খেতেন। খেজুরগুলো বেজোড় সংখ্যায় খেতেন। ইমাম বুখারী (৯৫৩) আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না। তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়ে হেঁটে ঈদের নামাযে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের নামায থেকে ফিরে আসতেন।
ইবনে মাজাহ (১২৯৫) ইবনে উমর থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
পায়ে হেঁটে ঈদের নামাযে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের নামায থেকে ফিরে আসতেন।
মহান আল্লাহ্তায়ালা সকল ভাই- বোনকে ঈদের দিনের সুন্নত আদায় করার তৌফিক দান করুন। আমীন।
*******হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।******
প্রথমেই সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
কয়েকটা পিকচারঃ
আল কুরআন এবং আল হাদীস
এক নজরে ঈদের দিনের সুন্নত সমূহ ঃ-
(১) খুব ভোরে ঘুম থেকে উঠা,
(২) গোসল করা,
(৩) মিস্ওয়াক করা,
(৪) সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক
পরিধান করা,
(৫) আতর ব্যবহার করা,
(৬) নামাযের পূর্বে সদকাতুল ফিতর
আদায় করা,
(৭) ঈদুল ফিত্র নামাযের পূর্বে কিছু
মিষ্টান্ন খাওয়া
(৮) তিন, পাঁচ বা বেজোড় সংখ্যক
খেজুর, খুরমা খাওয়া,
(৯) মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামায পড়া,
(১০) ঈদগাহে হেঁটে যাওয়া,
(১১) এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা,
(১২) সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য যাওয়া,
(১৩) ঈদের নামায, ঈদগাহে গিয়ে পড়া, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে ঈদের নামায পড়া,
(১৩) ঈদুল ফিতরের দিন নিম্ন আওয়াজে ও ঈদুল আযহার দিন উচ্চ আওয়াজে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া।
(১৪) শরীয়তের সীমার মধ্যে থেকে খুশি প্রকাশ করা ইত্যাদি ঈদের সুন্নত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে সুন্দর পোশাক পরে ঈদের নামাযের জন্য বের হতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হুল্লাহ নামক এক সেট পোশাক ছিল। তিনি সেটি পরে দুই ঈদ এবং জুমার সালাত আদায় করতে যেতেন। হুল্লাহ হচ্ছে-এক জাতীয় কাপড় দিয়ে তৈরী দুই অংশবিশিষ্ট এক সেট পোশাক।
তিনি ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার আগে খেজুর খেতেন। খেজুরগুলো বেজোড় সংখ্যায় খেতেন। ইমাম বুখারী (৯৫৩) আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না। তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়ে হেঁটে ঈদের নামাযে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের নামায থেকে ফিরে আসতেন।
ইবনে মাজাহ (১২৯৫) ইবনে উমর থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
পায়ে হেঁটে ঈদের নামাযে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের নামায থেকে ফিরে আসতেন।
মহান আল্লাহ্তায়ালা সকল ভাই- বোনকে ঈদের দিনের সুন্নত আদায় করার তৌফিক দান করুন। আমীন।
*******হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।******
Comment