বদলে যাওয়া
------------------
আমি বারবার বলি-এটা ছিল স্বপ্নের মতো
শ্রবণের ধারাশেষে মৃদুভেজা হাওয়া
নিজেকে হারিয়ে পথে হেঁটে অবিরত...
সহসা নিজেকে যেন ফের খুঁজে পাওয়া।
আমি বারবার বলি এটা ছিল কামনার অতীত
আশেকের লেবাসে তাঁর খুব কাছে যাওয়া...
"আমার এ উদ্যানে তুমি উড়ো হে শহীদ.."
অদেখা অজানা কত নিআমতে ছাওয়া।
এ ছিল চাতক পাখি-তৃষিত জীবন
কেটেছে হাজারো দিন খুঁজে ফিরে জল
এ ছিল মজনু এক কেঁদেছে ভীষন
নিজেও জানেনা কবে হয়েছে পাগল।
এ ছিল ঐশী আলো-মৃদু শিহরণ
হৃদয়ে জ্বেলে রাখা দ্রোহের অনল
এটুকুই আমি তার জেনেছি কেবল-
শাহাদাত ছিল তাঁর সবটুকু চাওয়া....
-আমি বারবার বলি এটা ছিল বদলে যাওয়া।
------------------
আমি বারবার বলি-এটা ছিল স্বপ্নের মতো
শ্রবণের ধারাশেষে মৃদুভেজা হাওয়া
নিজেকে হারিয়ে পথে হেঁটে অবিরত...
সহসা নিজেকে যেন ফের খুঁজে পাওয়া।
আমি বারবার বলি এটা ছিল কামনার অতীত
আশেকের লেবাসে তাঁর খুব কাছে যাওয়া...
"আমার এ উদ্যানে তুমি উড়ো হে শহীদ.."
অদেখা অজানা কত নিআমতে ছাওয়া।
এ ছিল চাতক পাখি-তৃষিত জীবন
কেটেছে হাজারো দিন খুঁজে ফিরে জল
এ ছিল মজনু এক কেঁদেছে ভীষন
নিজেও জানেনা কবে হয়েছে পাগল।
এ ছিল ঐশী আলো-মৃদু শিহরণ
হৃদয়ে জ্বেলে রাখা দ্রোহের অনল
এটুকুই আমি তার জেনেছি কেবল-
শাহাদাত ছিল তাঁর সবটুকু চাওয়া....
-আমি বারবার বলি এটা ছিল বদলে যাওয়া।
Comment