আমি নিষ্ঠুর বলেই আমি তোমার রক্তমাখা শরীরের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেই।
আমি নিষ্ঠুর বলেই তোমার আর্তনাদ শুনে কানে আঙ্গুল দিয়ে সরে যাই।
আমি নিষ্ঠুর বলেই তোমার আহাজারি আর গগণ বিদারী আর্তনাদে বিরক্ত হই।
আমি নিষ্ঠুর বলেই পিতার লাশ সামনে রেখে তোমার করুণ আর্তনাদ আমার ভাবনায় ছেদ ফেলতে পারে না।
আমি নিষ্ঠুর বলেই, তোমার সামনে, তোমার ছোট্ট ভাইয়ের, মৃত মায়ের দুধ খাওয়ার ব্যর্থ চেষ্টার চিৎকারে, বাকরুদ্ধ নিথর হলেও, আমি আমার মত নির্দয় হয়ে সামনে চলে যাই।
আমি নিষ্ঠুর বলেই তো, যখন তুমি তোমার ছোট্ট ভাইটির মুখে, কিছু খাবার দেওয়ার উদ্দেশ্যে, ডাস্টবিনে সামান্য খাবার নিয়ে, কুকুরের সাথে কামড়াকামড়ি করে, ব্যর্থ হয়ে ফিরে এসে আমার কাছে আব্দার করো। তখন আমি তোমার থেকে দূরে সরার জন্য, তোমার দিকে দশ টাকা ছুঁড়ে দৌঁড়ে পালাই।
* আমি নিষ্ঠুর বলেই তো, যখন তুমি মৃত মায়ের নিথর দেহ আর বাবার লাশ রেখে। ছোট্ট ঐ শিশুটিকে কোন মত কোলে নিয়ে, বাঁচানোর শেষ চেষ্টার তাগিদে বিশাল ঐ খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তাবুগুলোতে যাও। তোমার মত অন্য কেউ হয়তো তোমায় আশ্রয় দিবে ঐ শিশুটির পানে চেয়ে এই ভেবে।* ঠিক তখনি আমি বিলাসিতার চাদর* গায়ে মুড়ি দিয়ে, কমপক্ষে ইঙ্গো মার্কিন পণ্য কিনে মুসলিম খেঁকো ঐ হায়েনাদের সাহায্য করি। তোমার ঐ ছোট্ট ভাইটির দিকে বুলেট ছুড়তে। সাহায্য করি* তোমাদের আশ্রয় দিতে চাওয়া শরণার্থী শিবিরের মানুষগুলোকে বোম্বিং করে ধুলোর সাথে মিশিয়ে দিতে।* যাতে তোমার ছোট্ট ভাই সহ তারা* কোনদিন ঐ কংকালসার শরীর নিয়ে আমাদের মানবতার প্রভুদের বিরুদ্ধে* রাইফেল হাতে ঘুড়ে না দাঁড়ায় তোমাদের প্রাণ রক্ষা* করতে।
সত্যিই আমি অনেক বড় নিষ্ঠুর! আমার মত নিষ্ঠুরের দৃষ্টান্ত পাওয়া বড়ই দুষ্কর!!
আমি নিষ্ঠুর বলেই তোমার আর্তনাদ শুনে কানে আঙ্গুল দিয়ে সরে যাই।
আমি নিষ্ঠুর বলেই তোমার আহাজারি আর গগণ বিদারী আর্তনাদে বিরক্ত হই।
আমি নিষ্ঠুর বলেই পিতার লাশ সামনে রেখে তোমার করুণ আর্তনাদ আমার ভাবনায় ছেদ ফেলতে পারে না।
আমি নিষ্ঠুর বলেই, তোমার সামনে, তোমার ছোট্ট ভাইয়ের, মৃত মায়ের দুধ খাওয়ার ব্যর্থ চেষ্টার চিৎকারে, বাকরুদ্ধ নিথর হলেও, আমি আমার মত নির্দয় হয়ে সামনে চলে যাই।
আমি নিষ্ঠুর বলেই তো, যখন তুমি তোমার ছোট্ট ভাইটির মুখে, কিছু খাবার দেওয়ার উদ্দেশ্যে, ডাস্টবিনে সামান্য খাবার নিয়ে, কুকুরের সাথে কামড়াকামড়ি করে, ব্যর্থ হয়ে ফিরে এসে আমার কাছে আব্দার করো। তখন আমি তোমার থেকে দূরে সরার জন্য, তোমার দিকে দশ টাকা ছুঁড়ে দৌঁড়ে পালাই।
* আমি নিষ্ঠুর বলেই তো, যখন তুমি মৃত মায়ের নিথর দেহ আর বাবার লাশ রেখে। ছোট্ট ঐ শিশুটিকে কোন মত কোলে নিয়ে, বাঁচানোর শেষ চেষ্টার তাগিদে বিশাল ঐ খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তাবুগুলোতে যাও। তোমার মত অন্য কেউ হয়তো তোমায় আশ্রয় দিবে ঐ শিশুটির পানে চেয়ে এই ভেবে।* ঠিক তখনি আমি বিলাসিতার চাদর* গায়ে মুড়ি দিয়ে, কমপক্ষে ইঙ্গো মার্কিন পণ্য কিনে মুসলিম খেঁকো ঐ হায়েনাদের সাহায্য করি। তোমার ঐ ছোট্ট ভাইটির দিকে বুলেট ছুড়তে। সাহায্য করি* তোমাদের আশ্রয় দিতে চাওয়া শরণার্থী শিবিরের মানুষগুলোকে বোম্বিং করে ধুলোর সাথে মিশিয়ে দিতে।* যাতে তোমার ছোট্ট ভাই সহ তারা* কোনদিন ঐ কংকালসার শরীর নিয়ে আমাদের মানবতার প্রভুদের বিরুদ্ধে* রাইফেল হাতে ঘুড়ে না দাঁড়ায় তোমাদের প্রাণ রক্ষা* করতে।
সত্যিই আমি অনেক বড় নিষ্ঠুর! আমার মত নিষ্ঠুরের দৃষ্টান্ত পাওয়া বড়ই দুষ্কর!!
Comment