কিছু শব্দের শুদ্ধ প্রয়োগঃ পর্ব ১
টা/টি/টো
কোনো কিছুর একত্ব বুঝানোর জন্য এগুলো ব্যবহার হয় ৷
আজকাল এসব “নির্দেশক অব্যয়” এর যথেচ্ছ ব্যবহার অনেকের লেখায়ই দেখা যায় ৷
কারণ,এসবের শুদ্ধ প্রয়োগ তারা জানেন না ৷
কাজেই এগুলো ব্যবহারের আগে আমাদের জানা দরকারঃ
“টা” ব্যবহার হয় সাধারণত সময় বা সংখ্যার ক্ষেত্রে ৷
যেমনঃ একটা সময় ছিল,যখন পাঁচটা অচেনা লোকও সহোদর ভাইয়ের মতো চলতে পারত ৷
তদ্রুপ দশটা বই,বেলা এগারটা,যুগটা ইত্যাদি ৷
“টি” সাধারণত স্নেহ-মমতা ও কোমলতা বুঝাতে ব্যবহার হয় ৷
যেমনঃ লোকটি খুব ভদ্র! মানুষটি বড় বদান্য!
“টো” একমাত্র দুয়ের সঙ্গেই ব্যবহার হয় ৷
যেমনঃ দুটো কিতাব নিয়ে এসো!
“টা” মনোভাবের রূক্ষতা,কর্কশতা এবং মন্দতা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় ৷
যেমনঃ ছেলেটা চরম বেয়াদব! মেয়েটা ভারি নির্লজ্জ ইত্যাদি ৷
[জ্ঞাতব্যঃ এসব অব্যয় কখনো শব্দ থেকে পৃথক বসে না ৷
সংশ্লিষ্ট শব্দের সঙ্গে মিলিয়ে লিখতে হয় ৷]
টা/টি/টো
কোনো কিছুর একত্ব বুঝানোর জন্য এগুলো ব্যবহার হয় ৷
আজকাল এসব “নির্দেশক অব্যয়” এর যথেচ্ছ ব্যবহার অনেকের লেখায়ই দেখা যায় ৷
কারণ,এসবের শুদ্ধ প্রয়োগ তারা জানেন না ৷
কাজেই এগুলো ব্যবহারের আগে আমাদের জানা দরকারঃ
“টা” ব্যবহার হয় সাধারণত সময় বা সংখ্যার ক্ষেত্রে ৷
যেমনঃ একটা সময় ছিল,যখন পাঁচটা অচেনা লোকও সহোদর ভাইয়ের মতো চলতে পারত ৷
তদ্রুপ দশটা বই,বেলা এগারটা,যুগটা ইত্যাদি ৷
“টি” সাধারণত স্নেহ-মমতা ও কোমলতা বুঝাতে ব্যবহার হয় ৷
যেমনঃ লোকটি খুব ভদ্র! মানুষটি বড় বদান্য!
“টো” একমাত্র দুয়ের সঙ্গেই ব্যবহার হয় ৷
যেমনঃ দুটো কিতাব নিয়ে এসো!
“টা” মনোভাবের রূক্ষতা,কর্কশতা এবং মন্দতা প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় ৷
যেমনঃ ছেলেটা চরম বেয়াদব! মেয়েটা ভারি নির্লজ্জ ইত্যাদি ৷
[জ্ঞাতব্যঃ এসব অব্যয় কখনো শব্দ থেকে পৃথক বসে না ৷
সংশ্লিষ্ট শব্দের সঙ্গে মিলিয়ে লিখতে হয় ৷]
Comment