একটি কবিতা
আহবান
আব্দুল্লাহ মামুন
আহবান
আব্দুল্লাহ মামুন
ওহে মুসলিম নওজোয়ান
ইমানী শক্তিতে হও বলিয়ান,
আর কত দুনিয়ার পিছুটান
চারদিক থেকে আসছে আহবান।
খালিদের তরবারি সঙ্গী করে
ময়দানে তুমি ঝাপিয়ে পড়
ইসলামের ইতিহাস আবার ফিরিয়ে আনো
কি লাভ হবে তাতে তুমি তো জানো
তবু কেন তুমি পিছিয়ে থাক।
ওহে মুসলিম যুবক তুমি আবার জাগো,
মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস
আবার ফিরিয়ে আনো।
তাগুতের ঐ কারাগার তুমি ভেঙ্গে ফেলো
মুসলিম বন্দীদের উদ্ধার করো।
আর কতকাল বল সইবে অবমাননা
সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস কি
তুমি জানো না!
তবু এত সংশয় কেন বল না,
কোরআনের শাসন পৃথিবীতে আনতে আবার
জিহাদের ময়দানে ছুটে চলো না।
Comment