উগ্র হিন্দুত্ববাদী এবং ইসলামের অন্য শত্রুরা মিথ্যা প্রচারণা চালিয়েছে যে, কিছু মুসলিম, কিছু ইসলামি প্রতিষ্ঠান এবং দল নাকি কোভিড-১৯ ছড়িয়ে দেয়ার জন্য দায়ী। কারণ তারা (মুসলিমগণ) বছরের শুরুর দিকে কিছু জনসমাবেশ আয়োজন করেছিল। কিছু নামধারী মুসলিম সেলেব্রিটি, যারা সুযোগ পেলেই রক্ষণশীল মুসলিমদের এক হাত নেয়, সাথে নিজেদের পরিচিতি বাড়ায়, প্রচারণা চালায়, তারাও এই কাদা ছোঁড়াছুঁড়িতে যোগ দিয়েছে, মুসলিমদের দিকে আঙ্গুল তাক করে, "আমি আগেই বলেছিলাম......" জাতীয় কথা ছুঁড়ে দিচ্ছে। অথচ তাদের এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন!
কোভিড-১৯ এবং এর সংক্রমণ হার এর ব্যাপারে সংবাদ মাধ্যমগুলো যা বলছে, সেদিকে তাকানো যাক। তর্কের খাতিরে ধরে নেই, তাদের সব কথাই ঠিক। কোন নির্দিষ্ট গোষ্ঠীর ব্যাপারে এই কথা বলা কতটা যুক্তিসংগত যে আপ্নাদের মধ্যে এত জন কোভিড আক্রান্ত হয়েছে তার কারণ আপনারা জন সমাবেশ করেছেন? এমন দাবী তো পুরোটাই অনুমান করে করা! কেন? সবার আগে আমাদের দেখতে হবে, জনসংখ্যার মোট কত শতাংশ কোভিডে আক্রান্ত। এমন কোন টেস্ট কোথাও করা হয়নি, না আমেরিকা, যুক্তরাজ্যে, ইন্ডিয়াতে তো নয়ই। জনসংখ্যার মোট কত শতাংশ কোভিডে আক্রান্ত তা না জেনেই কোন এক গোষ্ঠীর মধ্যে সংক্রমণ হার বেশি বা কম হয়েছে, এ কথা আপনি বলতে পারেন না। হাসপাতালে ভর্তি হবার হার তুলনা করেও তা বলার উপায় নেই। সাধারণ মানুষদের মাঝে কতজন হাসপাতালে আছে, অভিযুক্ত গোষ্ঠির মধ্য থেকে কতজন আর অন্যান্যদের মধ্য থেকেই বা কতজন? এই সংখ্যাগুলো কারোরই জানা নেই। যারা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক, আদর্শিক এবং ধর্মীয় শত্রুদের বিরুদ্ধে বিষোদগার করছে তারা বড়জোড় নিরেট মূর্খ সুযোগসন্ধানী আর কমের পক্ষে অসৎ, মিথ্যা অপপ্রচারকারী।
লজ্জা হওয়া উচিৎ সেইসব মুসলিমদের, যারা তাদের ভাই বোনদের ওপর না জেনে না বুঝেই অপবাদ আরোপ করছে। আমি ভাবছি, যদি কোন বর্ণবাদী মিডিয়া, "কোন এক নির্দিষ্ট বর্ণের মানুষেরা কোভিডে আক্রান্ত হচ্ছে বেশি" এমন কোন খবর প্রচার করতো, তখন কি এসব সেলেব্রিটি, অতিদরদী ইমামগণও তাদের সাথে তাল মেলাতো? মনে হচ্ছে, তাদের সামাজিক বিচার-আচার এবং স্ট্যাটাস এর প্রতিই তাদের ওয়ালা বা ভালোবাসা বেশি, হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকার মযলুম মুসলিমদের প্রতি যা নেহায়েৎই কম।
.
উস্তাদ ড্যানিয়েল হাক্বিক্বাতজু
কোভিড-১৯ এবং এর সংক্রমণ হার এর ব্যাপারে সংবাদ মাধ্যমগুলো যা বলছে, সেদিকে তাকানো যাক। তর্কের খাতিরে ধরে নেই, তাদের সব কথাই ঠিক। কোন নির্দিষ্ট গোষ্ঠীর ব্যাপারে এই কথা বলা কতটা যুক্তিসংগত যে আপ্নাদের মধ্যে এত জন কোভিড আক্রান্ত হয়েছে তার কারণ আপনারা জন সমাবেশ করেছেন? এমন দাবী তো পুরোটাই অনুমান করে করা! কেন? সবার আগে আমাদের দেখতে হবে, জনসংখ্যার মোট কত শতাংশ কোভিডে আক্রান্ত। এমন কোন টেস্ট কোথাও করা হয়নি, না আমেরিকা, যুক্তরাজ্যে, ইন্ডিয়াতে তো নয়ই। জনসংখ্যার মোট কত শতাংশ কোভিডে আক্রান্ত তা না জেনেই কোন এক গোষ্ঠীর মধ্যে সংক্রমণ হার বেশি বা কম হয়েছে, এ কথা আপনি বলতে পারেন না। হাসপাতালে ভর্তি হবার হার তুলনা করেও তা বলার উপায় নেই। সাধারণ মানুষদের মাঝে কতজন হাসপাতালে আছে, অভিযুক্ত গোষ্ঠির মধ্য থেকে কতজন আর অন্যান্যদের মধ্য থেকেই বা কতজন? এই সংখ্যাগুলো কারোরই জানা নেই। যারা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক, আদর্শিক এবং ধর্মীয় শত্রুদের বিরুদ্ধে বিষোদগার করছে তারা বড়জোড় নিরেট মূর্খ সুযোগসন্ধানী আর কমের পক্ষে অসৎ, মিথ্যা অপপ্রচারকারী।
লজ্জা হওয়া উচিৎ সেইসব মুসলিমদের, যারা তাদের ভাই বোনদের ওপর না জেনে না বুঝেই অপবাদ আরোপ করছে। আমি ভাবছি, যদি কোন বর্ণবাদী মিডিয়া, "কোন এক নির্দিষ্ট বর্ণের মানুষেরা কোভিডে আক্রান্ত হচ্ছে বেশি" এমন কোন খবর প্রচার করতো, তখন কি এসব সেলেব্রিটি, অতিদরদী ইমামগণও তাদের সাথে তাল মেলাতো? মনে হচ্ছে, তাদের সামাজিক বিচার-আচার এবং স্ট্যাটাস এর প্রতিই তাদের ওয়ালা বা ভালোবাসা বেশি, হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকার মযলুম মুসলিমদের প্রতি যা নেহায়েৎই কম।
.
উস্তাদ ড্যানিয়েল হাক্বিক্বাতজু
Comment