ইমাম মুসলিম রহ. সহীহ মুসলিমে হযরত ছাওবান (রাযিঃ) এর সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল (সাঃ) বলেন,
"আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, যেন তিনি তাদের মহামারীতে ধ্বংস না করেন, তাদের ওপর শত্রূ পক্ষের কাউকে চাপিয়ে না দেন, যে তাদের মূলোৎপাটিত করবে। আল্লাহ তা'আলা বলেন, হে মোহাম্মদ! আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। আমি তোমার উম্মতকে মহামারীতে ধ্বংস করব না। তাদের ওপর শত্রুপক্ষের কাউকে চাপিয়ে দেব না যদিও তারা সকলে একত্রিত হয়। তবে তারা একে অপরকে হত্যা করবে, একে অপরকে বন্দী করবে। (মুসলিম২৮৮৯)
"আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, যেন তিনি তাদের মহামারীতে ধ্বংস না করেন, তাদের ওপর শত্রূ পক্ষের কাউকে চাপিয়ে না দেন, যে তাদের মূলোৎপাটিত করবে। আল্লাহ তা'আলা বলেন, হে মোহাম্মদ! আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। আমি তোমার উম্মতকে মহামারীতে ধ্বংস করব না। তাদের ওপর শত্রুপক্ষের কাউকে চাপিয়ে দেব না যদিও তারা সকলে একত্রিত হয়। তবে তারা একে অপরকে হত্যা করবে, একে অপরকে বন্দী করবে। (মুসলিম২৮৮৯)