Announcement

Collapse
No announcement yet.

প্রিয়দের জন্য কিছু কথা......

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • প্রিয়দের জন্য কিছু কথা......

    আমাদের ইতিহাস শুরু হয় একাত্তর থেকে বা বায়ান্ন থেকে।
    .
    এর আগে কোনমতে ভিডিও টেনে দেখার মত করে একটান দিয়ে পাল, মৌর্য শাসনের পর মুসলিমদের ৮০০ বছরকে একরত্তি বানিয়ে ফেলে চলে আসা হয় ব্রিটিশ বেনিয়াদের ২০০ বছরের অধ্যায়ে। এটাকেও "ও কিছু না" টাইপ একটা ভাব দিয়ে শাঁই করে টেনে এক ধাক্কায় শেষ করে ফেলা হয়।
    অথচ কেউ যদি জানতো! কেউ যদি জানতো আমরা কি অসম্ভব চেতনাদীপ্ত, কি দুর্দান্ত একটা ইতিহাস পেছনে ফেলে এসেছি! যদি কেউ জানতো কতোটা রক্তে ভেজা আমাদের ভূমি, কতোটা রক্তে রক্তাক্ত হয়েছে এই উপমহাদেশ!
    জানতো যদি কেউ কিভাবে ঘোড়া দিয়ে টেনে শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে!
    যদি জানতো মীর নেসার আলী ওরফে তিতুমীর রাহিমাহুল্লাহর বিরল ঈমান আর চেতনার গল্প, কি অসাধারণই না ছিল তাঁর অদম্য মার্চপাস্টের গল্পগুলো!
    জানতো যদি কিভাবে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর মাথাবিহীন ধড় এগিয়ে গিয়ে ধরাশায়ী করেছে এক মুশরিককে!
    জানতো যদি কতো দুর্দান্ত মাস্টারমাইন্ড ছিলেন আমাদের শায়খুল হিন্দ রাহিমাহুল্লাহ, যদি বুঝতো শায়খুল হিন্দ পদবীর ভার আর সম্মান কতো বেশি আর কতো উঁচু!
    যদি জানতো শায়খুল হিন্দের রেশমী রুমালের অসম্ভব মেধাবী প্ল্যানিং এর শেষটুকু হয়েছে কিরকম নির্মম ট্র্যাজেডিতে!
    যদি জানতো! যদি বুঝতো! যদি একটু আগ্রহ দেখাতো!
    যদি দেওবন্দ আবারো ফিরে যেতো তার দেওবন্দীতে, যদি হাশতেগানাহর বারুদ ঠাসা শব্দগুলোকে বুকের খাঁচায় পুরে নিয়ে আরো একবার জেগে উঠতে পারতো ক্বাসিম নানুতভী রাহিমাহুল্লাহর রুহানী সন্তানেরা! যদি আরেকটাবার, যদি স্রেফ একবার!
    হবে ইনশাআল্লাহ। আমরা হাল ছাড়ি না, ছেড়ে দেব না। হবে ইনশাআল্লাহ।
    আরো একবার শামেলী ফিরে আসবে।
    ফিরে আসবে আবার বালাকোট।
    আরো একবার আমরা রচিত করবো রেশমী রুমালের বিস্ময়কর উপাখ্যান।
    বিইযনিল্লাহ, বিইযনিল্লাহ, বিইযনিল্লাহিল 'আযীয!
    বিজয় আমাদের এবং স্রেফ আমাদের, শুধু আমাদেরই পদচুম্বন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল 'আযীয। এতে কোন সন্দেহ নেই, কোন সন্দেহ থাকতে পারে না।
    আসুন, জেনে নেই আমাদের ইতিহাস। আমাদেরকে জানতে দেওয়া হয় না আমাদেরই গৌরব আর বেদনার উপাখ্যানগুলো। কোই পরওয়া নেহি! আমরা জেনে নেবোই নেবো, আজ ইয়া কাল!
    -----------------
    সংগ্রহীত
    Last edited by Munshi Abdur Rahman; 06-05-2020, 08:07 PM.
    "এখন কথা হবে তরবারির ভাষায়, যতক্ষণ না মিথ্যার অবসান হয়"

  • #2
    আলহামদুলিল্লাহ ভাই খুবই উপকারী পোস্ট আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের কবুল করুন।
    فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ

    Comment


    • #3
      Originally posted by নুয়াইম বিন মুসআব View Post
      -----------------
      সংগ্রহীত

      জাযাকুমুল্লাহু আহসানুল জায, মডারেটর (Munshi Abdur Rahman) ভাই।
      নিচে সংগ্রিহিত লেখবো মনে নেই।
      ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
      আমিন।
      "এখন কথা হবে তরবারির ভাষায়, যতক্ষণ না মিথ্যার অবসান হয়"

      Comment


      • #4
        মাশা'আল্লাহ! আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস স্মরণ করিয়ে দিলেন প্রিয় ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করার তাওফীক দান করুন,আমীন।
        আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
        জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
        বিইযনিল্লাহ!

        Comment


        • #5
          মাশাআল্লাহ,,জাযাকাল্লাহ,,।
          প্রিয় ভাই খুব সুন্দর এং উপকারী পোষ্ট করেছেন।
          আল্লাহ কবুল করুন,আমিন।
          ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

          Comment


          • #6
            আল্লাহ তা‘আলা আমাদেরকে জানার, বোঝার ও অনুধাবন করার তাওফীক দিন, আমীন।
            نحن الذين بايعوا محمدا، على الجهاد ما بقينا أبدا

            Comment

            Working...
            X