Announcement

Collapse
No announcement yet.

বিব্রতকর মৃত্যু

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বিব্রতকর মৃত্যু

    প্রতিদিন নানা মাধ্যমে মৃত্যুর খবর পাই আমরা। তারপরেও সম্ভবত মৃত্যুকেই আমরা সবচেয়ে বেশি ভুলে থাকি। "প্রতিটি জীবনের মৃত্যু হবেই" এই সত্য নিয়ে কারো মাঝে বিতর্ক নেই। মৃত্যু যখন-তখন হতে পারে এটাও সকলেই মানি কিন্তু তাও মৃত্যুকেই সবচেয়ে বেশি ভুলে থাকি আমরা। ভুলে থাকি বলেই হয়তো মানুষরা অনেক নিষিদ্ধ কাজ করতেও বিন্দুমাত্র ভয় পাই না।

    যেমন ধরা যাক নির্দিষ্ট কিছু ধরনের অপরাধের কথাই বলি:

    (১) যেই স্ত্রী পরকীয়া করছে, তার পুরুষ-সঙ্গীর মৃত্যু হতে পারে তার একান্ত সান্নিধ্যে থাকা অবস্থাতেই। কি বিপদেই না পড়বে তখন সেই মহিলা তার পুরুষ-সঙ্গীর লাশ নিয়ে!

    (২) একইভাবে যেই husband official ট্যুরের নাম করে girl-friend নিয়ে কোথাও অবস্থান করছে, তার girl-frined টয়লেটে পিছলে মাথার আঘাতে মারা যেতে পারে। ব্যাস, উনি এবার পড়বে মহা বিপদে girl-friend-এর লাশ নিয়ে। হোটেল কর্তৃপক্ষও ছাড়বে না। তারপর সে হয়তো খুনের আসামীও হয়ে যেতে পারে!

    (৩) একই বিপদে পড়তে পারে সেই সকল কিশোর/কিশোরী ও তরুণ/তরুণীরাও যারা বন্ধুর বাসা খালি পেলেই boy friend/girl friend নিয়ে একান্তে সময় কাটাতে উপস্থিত হয়। উক্ত বাসায় থাকা অবস্থায় উভয়ের কোনো একজনের মৃত্যু হলে নিজ বাসায় আসতে দেয়া বন্ধুটিও পড়বে মহা বিপদে। বন্ধুর অনৈতিক কাজে সাহায্য করতে গিয়ে যৌথ খুনি হয়ে যেতে পারে সেও!

    (৪) ঐ সকল লোকেরা যারা কিনা গোপনে পতিতাদের কাছে যায়, সেও মরতে পারে পতিতালয়েই। কি অবস্থাটাই না হবে, যখন তার স্বজন মৃতদেহ সংগ্রহ করবে পতিতালয় থেকে!

    (৫) পর্ণগ্রাফি দেখতে দেখতে মৃত্যু, এটা একবার ভেবে দেখেন। পরিবারের সদস্যরা আবিষ্কার করবে যে, তার প্রিয়জনের মৃত্যু হয়েছে কিন্তু তার কম্পিউটারে/মোবাইলে/ট্যাবে পর্ণগ্রাফি প্রদর্শিত হচ্ছিলো! কিংবা কর্মক্ষেত্রে মনিটরটা হয়তো একটু আড়াল করা আছে, কেউ দেখতে পায় না। কাজের ফাঁকে একটু পর্ণগ্রাফি। এমন সময় যদি চেয়ারে বসেই মারা যায়। তার কলিগগণ দেখবে যে, সে অফিসে বসে পর্ণগ্রাফি দেখতে দেখতে মারা গেছে!

    যদিও নির্দিষ্ট এক ক্যাটেগরির অপরাধের কথাই লিখলাম, আসলে যে কোনো অবস্থাতেই মৃত্যু হতে পারে। ওদিকে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
    "প্রত্যেকটি মানুষ সেই একই অবস্থায় পুনরুত্থিত হবে যেই অবস্থায় তার মৃত্যু হয়।" এবং তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন যে, "মৃত্যু আমাদের খুবই নিকটবর্তী।"


    সংগৃহিত
    আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
    জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
    বিইযনিল্লাহ!

  • #2
    হে আল্লাহ! এমন মৃত্যু থেকে আপনি আমাদের হেফাজত করেন ৷
    আপনার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন ৷
    গোপন-প্রকাশ্য সব গোনাহ থেকে দূরে রাখেন ৷ আমিন
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

    Comment


    • #3
      হে আল্লাহ্ আমাদের এমন মৃত্যু থেকে হেফাযত করুন,আমাদের সারা জিবনের সাধনা চাওয়া শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন,বুকের তাজা রক্ত ঢেলে আপনার খুশি করতে চাই, ও আল্লাহ্ আমাদেরকে কবুল করুন, রক্তমাখা শরিরে আপনার কাছে যেতে চাই,আল্লাহ্ আমাদেরকে কবুল করুন, আল্লাহ্ তা‘আলা আমাদের সবাইকে কবুল করুন। আমীন

      Comment


      • #4
        Originally posted by ABDULLAH BIN ADAM BD View Post
        হে আল্লাহ! এমন মৃত্যু থেকে আপনি আমাদের হেফাজত করেন ৷
        আপনার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন ৷
        গোপন-প্রকাশ্য সব গোনাহ থেকে দূরে রাখেন ৷ আমিন
        আমীন!!! ছুম্মা আমীন!

        Comment


        • #5
          হে আল্লাহ তোমার কাছে এমন মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি ৷
          তুমি আমাদেরকে এমন দাও যে মৃত্যু তোমার কাছে পছন্দনীয় ৷
          তুমি আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করো, ইয়া রাব্বাল আলামীন ৷
          আমি জঙ্গি, আমি নির্ভীক ৷
          আমি এক আল্লাহর সৈনিক ৷

          Comment


          • #6
            ইয়া আল্লাহ! আমাদেরকে খাতেমা বিল-খাইর নসীব করুন, আমীন।
            نحن الذين بايعوا محمدا، على الجهاد ما بقينا أبدا

            Comment


            • #7
              Originally posted by ABDULLAH BIN ADAM BD View Post
              হে আল্লাহ! এমন মৃত্যু থেকে আপনি আমাদের হেফাজত করেন ৷
              আপনার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন ৷
              গোপন-প্রকাশ্য সব গোনাহ থেকে দূরে রাখেন ৷ আমিন
              আমিন,,ছুম্মাহ। আমিন।
              ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

              Comment


              • #8
                ইয়া গাফুরুর রাহীম! আপনার সন্তুষ্টি নিয়ে আপনার সাথে মুলাকাত করার তাওফিক দান করুন। আমীন
                ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

                Comment


                • #9
                  Originally posted by Afif Abrar View Post
                  ইয়া আল্লাহ! আমাদেরকে খাতেমা বিল-খাইর নসীব করুন, আমীন।
                  আল্লাহুম্মা আমীন, ইয়া রব্বাল আলামীন
                  আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
                  জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
                  বিইযনিল্লাহ!

                  Comment

                  Working...
                  X