খলীফা উমর ইবনে আব্দুল আজিজ রহঃ নিজের আশাগুলো এভাবে ব্যক্ত করেন। আমার একটা আগ্রহী হৃদয় আছে, সে আব্দুল মালিকের মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তাকে বিয়ে করেছি। নেতৃত্বের প্রতি আগ্রহী ছিল, তা আমি পেয়েছি, সে খলীফা হতে চেয়েছিল, আমি খলীফাও হয়েছি। এখন সে জান্নাতের আশা করে ইনশা আল্লাহ আমি জান্নাত লাভ করব।
উচ্চাকাঙ্খী হওয়ার বিষয়টা আমরা হাদিসে এভাবে পেয়ে থাকি।!
রাসূল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম বলেন,
اذا سالتموا الله فاسألوا الفردوس. فإنه اوسة الجنة وأعلي الحنة. فوقه عرش الرحمن. ومنه تفجر أنهار الجنة .
তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করো, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। কারণ এটি সবশ্রেষ্ট ও সর্বমানের জান্নাত। আমি তার উপরে অাল্লাহর আরশ দেখেছি। তা থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়।
আমরা কতই না হীনমন্যতায় ভুগি। কতই না ছোট হয় আমাদের আশা-অাকাঙ্খাগুলো!
অথচ বিশ্বনবী আমাদের শিখিয়ে দিচ্ছেন তোমরা উচ্চাকাঙ্খী হও। দুনিয়া ও আখেরাতের সর্বোত্তমটাই আশা করো।
অন্য এক হাদিসে এরশাদ করেন,
إن الله يحب معالي الأمور و إشرافها ويكره سفاسفها
নিশ্চয় আল্লাহ কাজের সর্বোচ্চ ও সর্বোত্তমটি পছন্দ করেন। এবং নিম্ম কাজ অপছন্দ করেন।
যাদের জীবনে কোন আশা-আকাঙ্খা নেয়, তাদের জীবনটাই ব্যর্ত(ব্যর্থ), উমর ইবনে আব্দুল আজিজের কত চমৎকার আশাই না ছিল। নিজের অন্তরে আশা ও স্বপ্ন লালন করুন। এবং তার জন্য ধীরগতিতে ও সুপরিকল্পিতভাবে পথ চলুন, ইনশা আল্লাহ, সফল হবেন।
পরিশেষে বলি, পরনির্ভর ও আশাহীন লোকদের দিকে একটু দৃষ্টি দিন, তাদের জীবনের শুরু থেকে শেষে আপনি যদি দৃষ্টি দেন, তাহলে দেখতে পাবেন তারা দুয়েকটা সন্তান জন্ম দেয়া ব্যতিত দুনিয়া ও আখিরাতে কোন মহৎ কাজ সম্পন্ন করতে পারে নি। তাদের জিবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের প্রতি একটু দৃষ্টি দিন।
যেন নিজেকে বেলা ফুরাবার আগে সুন্দর ও সমৃদ্ধ করতে পারেন।
উচ্চাকাঙ্খী হওয়ার বিষয়টা আমরা হাদিসে এভাবে পেয়ে থাকি।!
রাসূল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম বলেন,
اذا سالتموا الله فاسألوا الفردوس. فإنه اوسة الجنة وأعلي الحنة. فوقه عرش الرحمن. ومنه تفجر أنهار الجنة .
তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করো, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো। কারণ এটি সবশ্রেষ্ট ও সর্বমানের জান্নাত। আমি তার উপরে অাল্লাহর আরশ দেখেছি। তা থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়।
আমরা কতই না হীনমন্যতায় ভুগি। কতই না ছোট হয় আমাদের আশা-অাকাঙ্খাগুলো!
অথচ বিশ্বনবী আমাদের শিখিয়ে দিচ্ছেন তোমরা উচ্চাকাঙ্খী হও। দুনিয়া ও আখেরাতের সর্বোত্তমটাই আশা করো।
অন্য এক হাদিসে এরশাদ করেন,
إن الله يحب معالي الأمور و إشرافها ويكره سفاسفها
নিশ্চয় আল্লাহ কাজের সর্বোচ্চ ও সর্বোত্তমটি পছন্দ করেন। এবং নিম্ম কাজ অপছন্দ করেন।
যাদের জীবনে কোন আশা-আকাঙ্খা নেয়, তাদের জীবনটাই ব্যর্ত(ব্যর্থ), উমর ইবনে আব্দুল আজিজের কত চমৎকার আশাই না ছিল। নিজের অন্তরে আশা ও স্বপ্ন লালন করুন। এবং তার জন্য ধীরগতিতে ও সুপরিকল্পিতভাবে পথ চলুন, ইনশা আল্লাহ, সফল হবেন।
পরিশেষে বলি, পরনির্ভর ও আশাহীন লোকদের দিকে একটু দৃষ্টি দিন, তাদের জীবনের শুরু থেকে শেষে আপনি যদি দৃষ্টি দেন, তাহলে দেখতে পাবেন তারা দুয়েকটা সন্তান জন্ম দেয়া ব্যতিত দুনিয়া ও আখিরাতে কোন মহৎ কাজ সম্পন্ন করতে পারে নি। তাদের জিবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের প্রতি একটু দৃষ্টি দিন।
যেন নিজেকে বেলা ফুরাবার আগে সুন্দর ও সমৃদ্ধ করতে পারেন।
Comment