কুফরি সংবিধান বাস্তবায়নের নিয়তে কর্মে গমন পুলিশদের ইবাদাতের কি'বা মূল্য হতে পারে??
ফজরের নামাজ জামাতে পড়ার পরে দোয়া কালাম পড়ে কুফরি সংবিধান বাস্তয়নের নিয়তে কর্মে গমন পুলিশদের ইবাদাতের কি'বা মূল্য হতে পারে??
বিষয়টি গুরুত্বপূর্ণ হলো আমল কবুল হওয়া বা না হওয়ার মূল ভিত্তি বিষয়ক অজ্ঞতা। আমরা মনে করি আমল করলেই তা আল্লাহ তায়ালা কবুল করে নিবেন। কিন্তু আসলে আমল কবুল হবে বা না হবে তার পুরোটাই নির্ভর করে ব্যক্তির ইমান থাকা বা না থাকার উপর।
আপনি কাফেরদেরকে দেখুন, তারা কি কোন ভালো কাজই কি করেনা? অবশ্যই তারা অনেক ভালো কাজ করে, সাহায্য সহোযোগিতা করে, অনেক সময়ই সত্য কথা বলে, অনেক কাফের আছে যারা মানুষের উপর জুলুম করেনা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আপনি কি কখনো বলবেন, কাফিররা [ইহুদি, খৃষ্টান, হিন্দু, বৌদ্ধ] যেই ইবাদাত করে তারা এর সওয়াব পাবে?
বলবেননা তাইতো? তাহলে যারা গনতন্ত্র আর সেকুলারিজম বাস্তনয়ানে মরণপণ লড়ে যাচ্ছে, জীবন বিলিয়ে দিচ্ছে তাদের ইবাদাত কীভাবে কবুল হচ্ছে??
এইজন্য মুজাহিদগন বলেন তাগুতী বাহিনিরা দলগত কাফের। অর্থাৎ দলগত কাফের তবে অনেকে ব্যক্তিগত মুসলিম থাকতেও পারে।
প্রসঙ্গক্রমে একটি কথা বলা উচিত মনে করছি।
মানুষ পৃথিবীতে চার প্রকার
১। ব্যক্তিগত মুসলিম
২। দলগত মুসলিম
৩। ব্যক্তিগত কাফের
৪। দলগত কাফের
তাগুতি শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে বাহিনীতে যোগ দেয়া আমার কতটুকুই বা শরীয়াহ সম্মত ছিলো সেই বিষয়গুলো কখনো খতিয়ে দেখার অনুভব বা প্রয়োজন মনে করিনি।
ব্যপারটি এরকম যে কোন ব্যক্তির কাছে একটুও খাদ্য নেই, খাদ্য জোগাড়ের কোন চিন্তা-ভাবনাও নেই, অথচ সে প্লেট-বাটী ইত্যাদি কিনতে ব্যাস্ত।
আরে ভাই খাবার সংগ্রহ করুন, তখন পাত্র না থাকলেও খেতে পারবেন [যদিও কষ্ট করতে হবে] কিন্তু যদি খাবারই না থাকে তাহলে দামি দামি বাসনকোসন থেকেইবা কী লাভ??
সহজ হিসাবটি অনেকে বুঝতে চাইনা।
Collected
Comment