মুজাহিদিনদের মাঝে বিপদের ক্ষেত্রে যথাযথ শিষ্টাচার
শায়েখ হারেস আর নাজ্জারি রহঃ
যখন সংঘাত সৃষ্টি হয় তখন আমাদের কঠোরভাবে কিছু নিয়ম বা আচরণ অনুসরণ করা উচিত।
প্রথম আচরণটি হচ্ছে: আল্লাহর জন্য নিরপেক্ষ তা অবলম্বন করা এবং নিজেদের ব্যক্তিগত মতমতাকে আকড়ে না ধরা।
দ্বিতীয় আচরণটি হচ্ছে: মতভেদের সময় ভাষা ব্যবহারের উদারতা অর্থাৎ কোমল ভাষায় কথা বলতে হবে এবং চেহারা থাকতে হবে উজ্জ্বল।
তৃতীয় আচরণটি হচ্ছে: প্রতিপক্ষকে সে যা বলে ও করে সে ব্যাপারে সন্দেহাবসর সুযোগ দিতে হবে ও ইতিবাচক চিন্তার সুযোগ প্রদান করতে হবে হক এবং মিথ্যা উভয়টি সুস্পষ্ট কিন্তু কারো ভুল কিছু করার পিছনে অজুহাত থাকতে পারে সুতরাং সেই ব্যক্তিকে মূল্যায়নের পূর্বে অবশ্যই আমাদের তাকে সন্দেহ পোষণ ও আত্মপক্ষ সমর্থনে ঞ সুযোগ দিতে হবে।
চতুর্থ আচরণটি হচ্ছে: বিবাদের সময় তোমার কণ্ঠস্বর উঁচু কর না। আল্লাহু বলেন, "দম্ভ ভোরে চলোনা, তোমার কন্ঠ নিচু রাখো (সূরা লোকমান আয়াত ১৯)
পঞ্চম আচরণটি হচ্ছে: কোন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যকে স্বীকৃতি প্রদান করা। প্রতিপক্ষের সাথে দ্বিমত পোষণ করা সত্ত্বেও তার মতটির মূল্যায়ন করা।
Comment