সেদিন সন্ধ্যেবেলা, কোন এক নদীর কুল ঘেঁষে বয়ে চলা জীর্ণশীর্ণ পথে একাকী আনমনে হেঁটে চলছিলাম। মৃদু বাতাসে মনেপ্রাণে এক অজানা অনুভূতি দোলা দিয়ে যাচ্ছিল। পরক্ষণেই কুল-কিনারাবিহীণ ভাবনার এক মহাসমুদ্রে হাবুডুবু খেতে সাদরে আমন্ত্রণ জানালো আমার 'তথাকথিত' ভাবুক মন। আমিও সায় দিয়ে ছুট দিলাম। কী ভাববো? কাকে নিয়ে ভাববো? চারিদিকে 'আধুনিক ভ্রান্তির' মহা উৎসব বয়ে চলেছে। এক 'ফিতনার' অবসান ঘটছেতো আরেক 'ফিতনা' ছেয়ে যাচ্ছে পুরো সমাজে। কেউবা চেষ্টা-চরিত্র চালাচ্ছে ভ্রান্তি নিরশনে। আবার কেউ 'দাদাবাবু'দের টাকায় আস্ত মুরগীর রান চিবুচ্ছে আর ভাবছে, কোন্ মাকরুহ আর মুস্তাহাব দিয়ে নবভ্রান্তির সুত্রপাত ঘটানো যায় আর অবুঝ মুসলিম উম্মাহকে সে বেড়াজালে ঘুরপাক খাইয়ে চুপটি মেরে ঘরের কোণে আবদ্ধ রাখা যায়। একে অপরকে অযথা তর্ক-বিবাদে লিপ্ত রেখে যৌবনের মহামূল্যবান সময়টুকু হাতছাড়া করিয়ে তাদের পঙ্গুত্ব বরণ করানো যায়। আমাদের বিচক্ষণতা আর নির্বুদ্ধিতার অভাবে বুদ্ধিভিত্তিক ও মনস্তাত্ত্বিক এ লড়াইয়ে তারা সফলও হচ্ছে। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা পরিনত হচ্ছে 'মডারেট' মুসলিমে। আর প্রকৃত মুসলিম মুজাহিদদের ট্যাগভুক্ত করছে 'খারেজী আর সন্ত্রাস'-এর মত জঘন্য কিছু শব্দে। আর কথিত কিছু শায়েখরা মানবতার দোহাই দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে 'ইন্টারফেইথ' তথা আন্তঃধর্মীয় সম্প্রীতির মতো ঘৃণ্য মতবাদ। যেখানে সুস্পষ্ট বলা হয় প্রত্যেকের ধর্মই সঠিক কারো ধর্মের মাঝে কোন ভেদাভেদ নেই। (নাউজুবিল্লাহ)
ওফফ... 'ভাবনার' বিষয় নির্ধারণ করতে করতেই কতকিছু নিয়ে ভাবা হয়ে গেলো। ঘুনে ধরা এই সমাজের বাস্তবতা নিয়ে ভাবতে ভাবতে এখন খানিক ক্লান্ত প্রায়। আজ আর পারছিনা ভাবনার অতল সাগরে ক্লান্ত শরীরে হাবুডুবু খেতে। তবে খুব শিগগিরই আবারো ফিরে আসবো নতুন কিছু ভাবতে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
ওফফ... 'ভাবনার' বিষয় নির্ধারণ করতে করতেই কতকিছু নিয়ে ভাবা হয়ে গেলো। ঘুনে ধরা এই সমাজের বাস্তবতা নিয়ে ভাবতে ভাবতে এখন খানিক ক্লান্ত প্রায়। আজ আর পারছিনা ভাবনার অতল সাগরে ক্লান্ত শরীরে হাবুডুবু খেতে। তবে খুব শিগগিরই আবারো ফিরে আসবো নতুন কিছু ভাবতে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
Comment