জীবন হাতে গোণা কয়েকটি নিঃশ্বাস। কিছু সময়ের সমষ্টি। তিনশ কোটি সেকেন্ড মাত্র। তাও যার বাঁচবার তাওফিক হবে নব্বই বছর । কত সেকেন্ড চলেগেছে- কিছু খবর রাখছি? বরফ গলার মতো জীবনও গলছে। কোনো শীতিলতা কি ছড়াচ্ছে...? মোম জ্বলে শেষ হবার মতো জীবনও শেষ হচ্ছে। কোনো আলো কি ছড়াতে পারছে…?
কোনো পিনজিরা এমন তৈরি হয় নি। হবেও না। যা জীবনকে আটকে রাখবে। সময় কে ধরে থাকবে। না—টিকটিক ঘড়ির কাটা চলতেই থাকবে। যতখানি কাজে লাগাব ততখানিই কাজে লাগবে। কাজে আসবে। আর অবহেলায়, অবলীলায় যা চলে যাবে তো যাবেই। ফাঁকা গোল্লা। মুনাফাবিহীন পুঁজিধস। আর কখনো সংগ্রহ করবার সুযোগ নেই। ক্ষণীকের সুযোগও নেই।
লাভজনক বিনিয়োগ কত পার্সেন্ট করছি। আর অলাভজনক কত পার্সেন্ট। হিসেবটা নিয়মিতই রাখা দরকার। খাবার-ঘুম, গল্প-গোজব, আরো যত ব্যাক্তিগত জরুরত কত সময়ই না নিয়ে নিচ্ছে। দ্বীন-উম্মাত, পরকাল-জান্নাত, আর যত মূল্যবান খিদমাত কতটুকুই সময় পাচ্ছে। আলসেমি, গাফলতি তো অনেক হয়েছে। এবার কিছু করা উচিত। জীবনটা গুছানো প্রয়োজন। অকাজে সময় ব্যায় একদমই নয়। প্রতিটা সময় ও কাজের পরিকল্পনা চাই।
লক্ষহীন জীবন গন্তব্যহীন সফর। লক্ষহীন কেউ এই জগতে সফল হতে পারে নি। যারাই সফল হয়েছেন সুপরিকল্পিত লক্ষপানে সবটুকু পুঁজি খাটিয়েই সফলতা পেয়েছেন। অর্থের পুঁজি নয়, জীবনের পুঁজি। সময়।
তাই আসুন সত্যি-সত্যি যদি কিছু করতে চাই- জীবনটা সাজাই। গুছাই। লক্ষ ঠিক করি। পরিকল্পনাহীনতা, এলোমেলোময়তা ছাড়ি। ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচুম্বন করবে। করবেই করবে।
আখের, আল্লাহর কাছে দরখাস্ত, ‘মালিক বাকি জীবন তোমার হয়ে কাটাবার তাওফিক দাও। খিলাফাশূন্য দ্বীন আর নিরিহ উম্মাহর কল্যাণে ফিদা হবার সুযোগ দাও। শেষ বেলায় শাহাদাতের পিয়ালা পান করিয়ে তোমার কাছে ডেকে নিও। আমীন।’
কোনো পিনজিরা এমন তৈরি হয় নি। হবেও না। যা জীবনকে আটকে রাখবে। সময় কে ধরে থাকবে। না—টিকটিক ঘড়ির কাটা চলতেই থাকবে। যতখানি কাজে লাগাব ততখানিই কাজে লাগবে। কাজে আসবে। আর অবহেলায়, অবলীলায় যা চলে যাবে তো যাবেই। ফাঁকা গোল্লা। মুনাফাবিহীন পুঁজিধস। আর কখনো সংগ্রহ করবার সুযোগ নেই। ক্ষণীকের সুযোগও নেই।
লাভজনক বিনিয়োগ কত পার্সেন্ট করছি। আর অলাভজনক কত পার্সেন্ট। হিসেবটা নিয়মিতই রাখা দরকার। খাবার-ঘুম, গল্প-গোজব, আরো যত ব্যাক্তিগত জরুরত কত সময়ই না নিয়ে নিচ্ছে। দ্বীন-উম্মাত, পরকাল-জান্নাত, আর যত মূল্যবান খিদমাত কতটুকুই সময় পাচ্ছে। আলসেমি, গাফলতি তো অনেক হয়েছে। এবার কিছু করা উচিত। জীবনটা গুছানো প্রয়োজন। অকাজে সময় ব্যায় একদমই নয়। প্রতিটা সময় ও কাজের পরিকল্পনা চাই।
লক্ষহীন জীবন গন্তব্যহীন সফর। লক্ষহীন কেউ এই জগতে সফল হতে পারে নি। যারাই সফল হয়েছেন সুপরিকল্পিত লক্ষপানে সবটুকু পুঁজি খাটিয়েই সফলতা পেয়েছেন। অর্থের পুঁজি নয়, জীবনের পুঁজি। সময়।
তাই আসুন সত্যি-সত্যি যদি কিছু করতে চাই- জীবনটা সাজাই। গুছাই। লক্ষ ঠিক করি। পরিকল্পনাহীনতা, এলোমেলোময়তা ছাড়ি। ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচুম্বন করবে। করবেই করবে।
আখের, আল্লাহর কাছে দরখাস্ত, ‘মালিক বাকি জীবন তোমার হয়ে কাটাবার তাওফিক দাও। খিলাফাশূন্য দ্বীন আর নিরিহ উম্মাহর কল্যাণে ফিদা হবার সুযোগ দাও। শেষ বেলায় শাহাদাতের পিয়ালা পান করিয়ে তোমার কাছে ডেকে নিও। আমীন।’
Comment