আমাদের ইলম থেকে যদি আমরাই মাহরুম হই তাহলে জাতি কিভাবে আমাদের ইলম থেকে উপকৃত হবে?
✍️একটা বিষয় লক্ষ করে দেখলাম দাওয়াইলাল্লাহতে যত ভালো পোষ্টই দেওয়া হোক না কেন চারপাঁচ দিনে ভিও হয় ১০০/১৫০। এতে করে দেখা যায় একজন লেখকের আগ্রহ হারিয়ে যায়। কেননা পড়ার উদ্দেশ্য একটা লিখা দিয়ে সেটা যদি মানুষকে পড়াতে না পারে তাহলে লেখকের নিকট বিষয়টা খারাপ লাগে।
দেখা যায় একেকটা লিখা লিখতে অনেক সময় যায়, অনেক বই দেখতে হয়। এছাড়া অনেক ভাই আছেন যারা ফেইসবুক চালান না, তাই লেখাগুলো ফেইসবুকে পোষ্ট না করে এখানে করতে হয়, কিন্তু এখানে যদি সেভাবে না পড়া হয় তখন কেমন লাগে!
এজন্য একটা পরামর্শ দিলাম, তা হলো প্রত্যেক তায়েফা কিংবা মাজমুয়া থেকে কোন ভাইকে দায়িত্ব দেওয়া দরকার যেন তিনি প্রতিদিন দাওয়া সাইট ভিজিট করবেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ পোষ্ট সমুহ অন্য ভাইদের মাঝে বিতরন করবেন। এতে করে ইলমটা সব সাধারণ সাথীদের মাঝে সঠিক ভাবে বিতরন হবে। এবং সাথীদের দ্বারা সেই ইলম সাধারন মানুষের নিকটও পৌছাবে ইনশাআল্লাহ।
এটা শুধু দাওয়া সাইটেই নয় বরং সব সাইটের ব্যাপারেই এমন উদ্যেগ নেওয়া প্রয়োজন। যাতে আলেম ও লেখক ভাইদের কষ্টটা পরিপূর্ণ কাজে লাগে।
সাথী ভাইদের মধ্যে যিনি নিজে আগ্রহী হয়ে এই দায়িত্ব নিবেন উনাকেই দায়িত্ব দেওয়া দরকার।
✍️একটা বিষয় লক্ষ করে দেখলাম দাওয়াইলাল্লাহতে যত ভালো পোষ্টই দেওয়া হোক না কেন চারপাঁচ দিনে ভিও হয় ১০০/১৫০। এতে করে দেখা যায় একজন লেখকের আগ্রহ হারিয়ে যায়। কেননা পড়ার উদ্দেশ্য একটা লিখা দিয়ে সেটা যদি মানুষকে পড়াতে না পারে তাহলে লেখকের নিকট বিষয়টা খারাপ লাগে।
দেখা যায় একেকটা লিখা লিখতে অনেক সময় যায়, অনেক বই দেখতে হয়। এছাড়া অনেক ভাই আছেন যারা ফেইসবুক চালান না, তাই লেখাগুলো ফেইসবুকে পোষ্ট না করে এখানে করতে হয়, কিন্তু এখানে যদি সেভাবে না পড়া হয় তখন কেমন লাগে!
এজন্য একটা পরামর্শ দিলাম, তা হলো প্রত্যেক তায়েফা কিংবা মাজমুয়া থেকে কোন ভাইকে দায়িত্ব দেওয়া দরকার যেন তিনি প্রতিদিন দাওয়া সাইট ভিজিট করবেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ পোষ্ট সমুহ অন্য ভাইদের মাঝে বিতরন করবেন। এতে করে ইলমটা সব সাধারণ সাথীদের মাঝে সঠিক ভাবে বিতরন হবে। এবং সাথীদের দ্বারা সেই ইলম সাধারন মানুষের নিকটও পৌছাবে ইনশাআল্লাহ।
এটা শুধু দাওয়া সাইটেই নয় বরং সব সাইটের ব্যাপারেই এমন উদ্যেগ নেওয়া প্রয়োজন। যাতে আলেম ও লেখক ভাইদের কষ্টটা পরিপূর্ণ কাজে লাগে।
সাথী ভাইদের মধ্যে যিনি নিজে আগ্রহী হয়ে এই দায়িত্ব নিবেন উনাকেই দায়িত্ব দেওয়া দরকার।
Comment