১) ফলাফল কী?
তিন দশকের বেশি সময় ধরে চলা চরমোনাইয়ের "ইসলামী রাজনীতির ফলাফল কী? ফলাফল কী জমিয়তের উপমহাদেশ জুড়ে থাকা কয়েক হালি ভার্শনের রাজনীতির? ফলাফল কী প্রায় ৮ দশকে ধরে চলে আসা জামায়তে ইসলামী ও ইখওয়ানের রাজনীতির? ফলাফল কী মহাচিন্তকদের চিন্তা ও তত্ত্ব-তাত্ত্বিকতার পাহাড়ের? ফলাফল কী এতো দশক ধরে চলে আসা "ঠান্ডা দাওয়াতের"? ফলাফল কী হেফাযতের লাখ লাখের? ফলাফল কী দশকের পর দশকে চলে আসা তাবলীগের? আর ষাটের দশক থেকে চলে আসা আক্বিদা "সহিহ" করার তারবিয়াহ-তাসফিয়ার মানহাজের? পঞ্চাশের দশক থেকে চলে আসা নুসরত খোঁজার মানহাজের? ফলাফল কী "অধিকাংশ উলামার অধিকাংশের কাছে গ্রহণযোগ্য পদ্ধতির"?
- রাষ্ট্রে ক্রমান্বয়ে ইসলামের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়া?
- সমাজে ক্রমাগত ইসলামী মূল্যবোধের বৃদ্ধি?
- আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকারের প্রসার?
- ইসলামবিরোধী সেন্টিমেন্ট এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক, রাষ্ট্রীয় শক্ত অবস্থান?
- আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবমাননার শাস্তি নিশ্চিত করা?
- সমাজে প্রকাশ্য গুনাহ, ব্যভিচার হ্রাস পাওয়া?
- ইসলামী হুকুম আহকাম ও শিয়ারের প্রতি বিদ্বেষ ও এগুলোর ভিত্তিতে হয়রানির বদলে সম্মান?
- পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধের শিক্ষা বৃদ্ধি পাওয়া?
- এক সেন্টিমিটার ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা?
- পৃথিবীর কোন একটি ভূমিতে নির্যাতিত মুসলিমদের কুরআনি পদ্ধতিতে নির্যাতন থামানোর চেষ্টা করতে পারা?
- মাদক ও অশ্লীলতার প্রসার বন্ধ করা?
- ইসলামী ভ্রাতৃত্ববোধ (আল ওয়ালা ওয়াল বারা) -এর ওপর আমল করা?
- মিশনারীদের দৌরাত্ম হ্রাস পাওয়া?
- ইসকনের জাতীয় মুশরিক সংগঠনের দৌরাত্ম হ্রাস পাওয়া?
- দেওয়ানবাগীর মতো মুরতাদ, দাজ্জালের দৌরাত্ম হ্রাস পাওয়া?
- শিয়া, কাদিয়ানি আর ইসমাইলিদের প্রভাব হ্রাস পাওয়া?
- সমাজে দাওয়াহর ক্ষেত্রে প্রসারিত হওয়া?
কী? ফলাফল কী?
এই প্রশ্নগুলোর ফলাফল উত্তরের আলোকে যেই স্ট্যান্ডার্ডে অধিকাংশের বিচার করা হবে, সেই একই স্ট্যান্ডার্ডে কি যারা অধিকাংশ না তাদেরও সাফল্যের বিচার করা হবে? নাকি অধিকাংশের ক্ষেত্রে মার্কিংয়ের মানহাজ এক রকম, আর 'অল্পসংখ্যক' হলে মার্কিং আরেকরকম?
আর যদি এসবের কোন এক প্রশ্নের জবাবে - "না এখানে হয়নি" কিন্তু ওখানে..." -কে উত্তর হিসেবে আনা হয় তাহলে সবগুলো প্রশ্নের উত্তরে এখানে হয়নি কিন্তু খুরসান, ইরাক, শাম, সোমাল, মাগ্বরিব, ওয়াযিরিস্তান ৯৬ থেকে ১৮ পর্যন্ত ধারা চলমান এবং আল্লাহর ইচ্ছায় সাফল্য - এই উত্তর কি আনা যাবে নাকি তখন সেটা আবেগী কথা হবে?
যাদের পুরো মানহাজও আবেগ আর বাস্তবতাবিচ্ছিন্ন রেটোরিকের ওপর দাঁড়িয়ে শুরু থেকে আজ পর্যন্ত তাদের বাস্তবতার দিকে আঙ্গুল তোলা যাবে? নাকি তখন সেটা ভদ্রতার প্রশ্ন হয়ে দাঁড়াবে?
২) রোডম্যাপ কী?
বাংলাদেশে হেফাযতের রোডম্যাপ কী? জামায়তে ইসলামের রোডম্যাপ কী? চরমোনাইয়ের রোডম্যাপ কী? খেলাফতে মজলিশের রোডম্যাপ কী? আরো হালি হালি যেসব দল আছে যেগুলোকে সদস্যরা চেনে, এবং উম্মতের আশা আকাঙ্ক্ষার ধারক-বাহক মনে করে, কিন্তু দেশের মানুষ তাদের চেনা তো দূরে থাক তাদের নামও জানে না - তাদের রোডম্যাপ কী? আই মীন, ফটোসেশন, বিভিন্ন সনদ টনদের স্বীকৃতির অনুষ্ঠানে দোয়া করা, খাওয়াদাওয়া, হাতে গুণে কয়েকশো কিংবা কয়েকহাজার পড়ে, এমন কিছু নিউজ পোর্টালে আর ফেইসবুকে আইডিতে খুব তত্ত্বকথা আওড়ানো আর আবেগের চাষবাস করা ছাড়া রোডম্যাপ কী? ভেদে মারেফতের তাত্ত্বিক বিশ্লেষণ, আহলে হাদিস ফিতনা প্রতিরোধে মসজিদ কিংবা মারকাজ উৎপাটন, এতাআতপন্থি আর আলামীশূরাপন্থীদের পাল্টাপাল্টি তর্কবিতর্ক -মারামারি-পুলিশ ডাকাডাই আর 'মুখোশ উন্মোচন", বাস্তবতাবিচ্ছিন্ন তাত্ত্বিকতা অথবা দৈনন্দিন জীবনে ইসলাম চর্চার মোটিভেইশানাল ইসলামের বই ছাপানোর বাইরে রোডম্যাপ কি? ক্রমাগত নাস্তিকদের প্রভাব বাড়তে থাকা সমাজে বসে নাস্তিকদের বিরুদ্ধে বই লিখে আত্মতৃপ্তি আর ক’দিন? দ্বীনি ভাই, দ্বীনি আড্ডা, দ্বীনি ব্যাবসা প্রতিষ্ঠান নিয়ে আহ্লাদের আর ক’দিন? যে সহিহ আক্বিদা শিখে ইমান-কুফরের পার্থক্য করা যায় না, আল ওয়ালা ওয়াল বারা শেখা যায় না, কুফর আর শিরককে চেনা যায় না – সেই সহিহ আক্বিদার দাওয়াহ নিয়ে আর ক’দিন? রুটিন করে বন্ধ হয়ে যায় এমন স্কুল, আর প্রতিষ্ঠান খোলার বাইরে রোডম্যাপ কী?
হেফাযত আর জামাতের যেসব সমর্থকেরা (সদস্য না) গ্রেফতার হয় তাদের মুক্তির ব্যাপারে হাল ধরেছে কে? শাপলা চত্বরের শহিদের ব্যাপারে কী অবস্থা? কোন কোন সংগঠন সমর্থকদের পরিবারের দায়িত্ব নেয় তাদের লিস্টটা কোথায়?
গলাবাজি আর স্ট্যাটাসবাজি করে আর ক'দিন? ইন্টেলেকচুয়াল সেজে আর তত্ত্বকথা আওড়ে আর ক'দিন? সংস্কৃতি আর মিডিয়াসচেতনতার ভান করে আর ক’দিন? চারপাচ ভাষা আর পাচমিশালী পরিভাষা মিলিয়ে না খাওয়া যায়, না পরা যায়, না কোন কাজে লাগে এমন লেখালেখি করে নিজেনিজে গদগদ হয়ে আর ক'দিন? ইতিদাল-ইতিদাল ভাব নিয়ে নিজের আগে থেকে ঠিক করে রাখা উপসংহারকেই চাপিয়ে দেয়ার মুতাদিল হয়ে আর ক'দিন? ঠান্ডা দাওয়াত আর ক'দিন? আকাবীর বিক্রি করে আর ক'দিন? দেওবন্দ বন্ধক দিয়ে আর ক'দিন? আমলহীন ইলমের গর্ব নিয়ে আর ক'দিন? সাহস ছাড়া শরীর নিয়ে আর ক'দিন? অজুহাত দিয়ে আর ক'দিন? আরেকজনের দিকে আঙ্গুল তুলে আর ক'দিন?
কাদায় গড়াগড়ি দিতে দিতে শূচির সবক দেয়া আর মাটিতে সোজা হয়ে শুয়ে আকাশে থুথু ছোড়ার বাইরে রোডম্যাপ কী? আল্লাহর সামনে আকাবীর আর অধিকাংশকে উকিল হিসেবে ধার্য করার বাইরে আর রোডম্যাপ কী?
ফলাফলের প্রশ্ন তুলে মানহাজ নিয়ে প্রশ্ন করার ধাপ্পাবাজি আর ক’দিন? কতোদিন আর আদেশ পালনের কারণে গোলামকে দোষারোপ? নাম-জানা, আর ডোমেইন হোস্টিং এর খরচ দেয়া লোকেদের একজন কোনদিন সাহস করে প্রশ্ন করবেন?
“আল্লাহ তুমি হুকুম দিলা, কিন্তু এই হুকুম পালন এতো কঠিন করলা ক্যান? আল্লাহ তুমি ফরয করলা কিন্তু ফরয পালনে বিজয় আসেনা ক্যান? এখনি আসে না ক্যান?”
‘এবং মানুষের মধ্যে কেউ কেউ সংশয়ের সাথে আল্লাহর ইবাদাত করে। সে যদি কল্যাণপ্রাপ্ত হয়, তবে এতে সে প্রশান্তি লাভ করে, কিন্তু যদি কোনো বিপর্যয় তার উপর আপতিত হয়, সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। ইহকাল ও পরকাল উভয় স্থানেই সে ক্ষতিগ্রস্ত হয়। এটাই সুস্পষ্ট ক্ষতি।’ সুরা আল-হাজ (২২) : ১১
collected
Comment