Announcement

Collapse
No announcement yet.

অধিকাংশ না অল্পসংখ্যক; আপনি কাদের অনুসরণ করছেন?┇Shaikh Tamim Al Adnani (Transcript)

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • অধিকাংশ না অল্পসংখ্যক; আপনি কাদের অনুসরণ করছেন?┇Shaikh Tamim Al Adnani (Transcript)

    অধিকাংশ না অল্পসংখ্যক; আপনি কাদের অনুসরণ করছেন?
    ┇ Shaikh Tamim Al Adnani ┇

    ﺑِﺴْــــــــــــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ ️


    প্রিয় উপস্থিতি!
    বর্তমানে প্রায়ই এমন কিছু কথা বলতে শোনা যায় যে: ওমুক স্থানে প্রতি বছরই বহু লোকের সমাগম হয়, ওমুক মাহফিলে প্রত্যেকবারই লক্ষ লক্ষ লোক জড়ো হয়; যেহেতু ওখানে এত অধিক সংখ্যক লোকের সমাগম ঘটে তাই তারা হক্ব দল; তাদের মাঝে যদি কোন সমস্যা থাকতো তাহলে তো এত লোকের সমাগম হতো না। অর্থাৎ অধিক লোকের সমাগমকেই বর্তমানে হকের পরিচয় মনে করা হচ্ছে। আর এজন্যই দেখা যাচ্ছে, কারা সর্ববৃহৎ জনসমাবেশ করতে পারে, কারা ব্যাপক লোক সমাগম ঘটাতে পারে, এটারই এক প্রতিযোগিতা চলছে।

    হে মুসলিম ভাই ও বোনেরা!

    একটি ছোট্ট ঘটনা আলোচনার পরই আমরা জেনে নিব পবিত্র কুরআন এই ব্যাপারে কী বলে।

    একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বাজারের মধ্যে এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি শুনতে পেলেন সেই ব্যক্তি দোয়া করছে, ‘‘হে আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন। হে আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকদের মধ্যে গণ্য করে নিন।’’
    হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘‘তুমি এই দুয়া কোথা থেকে শিখেছো?’ উত্তরে সে ব্যক্তি বললো, ‘আল্লাহর কুরআন থেকে।’’

    আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন:
    ﻭﻗﻠﻴﻞ ﻣﻦ ﻋﺒﺎﺩﻱ ﺍﻟﺸﻜﻮﺭ
    ‘আর আমার বান্দাদের মধ্য থেকে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।’’

    এমন উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কাঁদতে লাগলেন। আর নিজেকে উপদেশ দিতে লাগলেন, ‘‘হে ওমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী।’’ এরপর তিনিও এই দোয়া করতে লাগলেন, ‘‘হে আল্লাহ! আমাকেও আপনার অল্প সংখ্যক লোকের মধ্যে গণ্য করে নিন।’’

    কিন্তু আজকের অবস্থা হচ্ছে কোন ব্যক্তিকে যখন কোন পাপ কাজ ছেড়ে দিতে বলা হয়—তখন সে বলে, ‘‘এই কাজ তো অধিকাংশ লোকই করছে, এটা তো শুধু আমি একা করছি না।’’ কাউকে কোন ভ্রান্ত মতবাদ পরিহার করতে বলা হলে সে বলে, ‘‘অনেক লোকই তো এই চিন্তা-চেতনায় বিশ্বাসী, আমি তো আর একা এই পথে চলছি না।’’

    অধিকাংশ লোক কী করছে! অধিকাংশ মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে়!—এই অধিকাংশের পিছু পিছুই যারা অনুগামী তাদের বলছি, আপনি অধিকাংশ লিখে পবিত্র কুরআনে অনুসন্ধান করুন। দেখুন, মহান আল্লাহ্ তাআলা কী বলেছেন!

    █ আল্লাহ্ তাআলা বলেছেন,

    وَلٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
    ‘কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না।’’ [সূরা আন'আম-৩৭]
    وَلٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ
    ‘কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা আদায় করেনা।’’ [সূরা আল বাকারাহ-২৪৩]
    بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ
    ‘বরং তাদের অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না।’’ [সূরা আল বাকারাহ-১০০]

    এবার যদি শুধু অধিকাংশ লিখে অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন—

    ‘‘আর তোমাদের অধিকাংশ-ই অবাধ্য।’’
    ‘‘কিন্তু তাদের অধিকাংশই মূর্খ।’’
    ‘‘বরং তাদের অধিকাংশই সত্যকে জানেনা।’’
    ‘‘তাদের অধিকাংশই বুঝেনা।’’
    ‘‘অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না।’’

    █ পক্ষান্তরে এবার অল্পসংখ্যক লিখে অনুসন্ধান করুন দেখুন এই ব্যাপারে আল্লাহ তা'আলা কী বলছেন়—

    ‘আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।’’
    وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٌ
    ‘অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিল।’’ [সূরা হুদ-৪০]

    وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ وَقَلِيلٌ مِّنَ ٱلْءَاخِرِينَ
    ‘অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই তাঁরাই নৈকট্যশীল, তাঁরা অবস্থান করবে নেয়ামতপূর্ণ উদ্যানসমূহে একদল পূর্ববর্তীদের মধ্য থেকে আর অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।’’ [সূরা ওয়াকিয়াহ ১০-১৪]

    তাই, হে মুসলিম ভাই ও বোনেরা!
    আসুন আমরা অল্প সংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। বেশিরভাগ আর অধিকাংশের স্রোতে ভেসে না যাই। যেই ব্যবস্থায় অধিকাংশ লোকের খেয়াল-খুশিকে প্রাধান্য দেয়া হয়, কেবল বেশিরভাগ লোকের মতামতকে গ্রাহ্য করা হয়, সেই ভ্রান্ত ব্যবস্থাকে বর্জন করি।

    দেখুন মহান আল্লাহ্ তাঁর রাসূলকে সতর্ক করে বলেছেন:
    ‘‘আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দিবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানভিত্তিক কথাবার্তা বলে থাকে।’’

    আসুন আমরা প্রত্যেকেই একটু নিজের কথা ভাবি। অধিকাংশ না অল্পসংখ্যক! আমরা কাদের দলভুক্ত হচ্ছি! কাদের অনুগামী হয়ে জীবন-যাপন করছি!

    তাই, হে মুসলিম ভাই ও বোনেরা!
    যতই বাধা-বিপত্তি আসুক, সংখ্যায় কম হলেও আসুন আমরা সত্য পথের উপর অটল অবিচল থাকি। বস্তুতঃ আল্লাহর অনুগত কৃতজ্ঞ বান্দাগণ অল্পসংখ্যক হলেও তাঁরা একমাত্র সত্য-সঠিক পথে, তাঁরাই হেদায়েত প্রাপ্ত।

    আল্লাহ আমাদেরকে তাঁর অল্পসংখ্যক বান্দাদের দলে শামিল করুন। আমিন ইয়া রব্বাল আলামীন।
    ———————
    Last edited by Munshi Abdur Rahman; 10-12-2020, 12:04 PM.
    ‘...তোমাদের সন্তানের মাঝে সৃষ্টি করো জিহাদপ্রেম, তারুণ্যের তেজ ও দিগ্বিজয়ের দূরন্ত নেশা। মুসলমানের সমস্যা সম্পর্কে সজাগ থাকো…’’ - শাইখ আবদুল্লাহ্ আযযাম রহিমাহুল্লাহ্

  • #2
    আল্লাহ তা‘আলা আমাদেরকেও তাঁর অল্পসংখ্যক বান্দাদের দলে শামিল করুন। আমীন ইয়া রব্বাল আ‘লামীন।
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X