Announcement

Collapse
No announcement yet.

পরগাছাই তাহলে গাছের চেয়ে শক্তিশালী!?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • পরগাছাই তাহলে গাছের চেয়ে শক্তিশালী!?

    পরগাছাই তাহলে গাছের চেয়ে শক্তিশালী?

    চলুন মূল ঘটনা দিয়ে শুরু করা যাক।একটা এলাকায় কয়েকটা খ্রিস্টান পরিবারের বসবাস। সেখানে তাদের একটা গির্জা আছে। মিশন নামে সবার কাছে পরিচিত। গতরাতে কে বা কারা তাদের মিশন থেকে একটা" মটর " ছুরি করেছে।রাত পেরুতে না পেরুতেই থানা থেকে সকালে প্রশাসনের লোক হাজির! সামান্য একটা মটর!? তার জন্য কি না থানা থেকে লোক চলে এসেছে!? তাও আবার সাধারণ কনস্টেবল হলে কথা ছিল। কিন্তু একেবারে উপরের পর্যায়ের লোক। ওসি আর দারোগা!
    শুধু এতটুকুতে ক্ষান্ত থাকলে তো কোন কথা ছিল না।পুলিশ এলাকায় এসে অকথ্য ভাষায় স্থানীয় মুসলিমদের গালি-গালাজ করেছে।এমন গালি-গালাজ, অন্তত এই রমজানে কোন কুরুচিপূর্ণ ব্যক্তির দ্বারাও সম্ভব নয়।তাছাড়া অন্তত ১৫ জন যুবককে জেলে ঢোকানোর (গ্রেফতার করার) হুমকি দিয়ে গিয়েছে।এলাকার সাধারণ মুসলিমদের আরও হুমকি-ধমকি দিয়ে গিয়েছে।

    ★★এদেশের ৯১% মুসলিমের বসবাস। ৯% অন্য সকল উপজাতি ও অন্যান্য সম্প্রদায়। যেখানে মুসলিমদেরই সংখ্যা গরিষ্ঠতা সেখানে যদি মুসলিমদের উপর ব্যাপক কোন বিপর্যয়ও চলে তাহলেও পুলিশকে খুজে পেতে বেগ পেতে হয়।যদিও বা পাওয়া যায় তখন তাদের থেকে সেবা পেতে হলে আরও কত কি ফরমালিটি মেইনন্টেইন করতে হয় তার কোন ইয়াত্তা নেই।আর সেখানে ক্ষুদ্র একটা সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে আমাদের টাকায় পালিত প্রশাসন অনেক ব্যাকুল থাকে।তাহলে কি পরগাছারাই বেশি শক্তিশালী.........?

    বিঃদ্র: এটা কিন্তু নিশ্চিত নয় যে,কোন মুসলিম এটা করেছে।আর যে বা যারা চুরির কাজটা করেছে অবশ্যই তারা শাস্তি পাওয়ার উপযুক্ত। অবশ্যই তাদের কাজ ইসলাম সমর্থন করে না।
    Last edited by মুহাম্মাদ সাহেল; 04-17-2023, 03:36 PM.

  • #2
    পরগাছা
    পরগাছা বলতে বোঝায়- যে গাছ অপর গাছে জন্মায় ও তাকেই আশ্রয় করে বেঁচে থাকে। পরগাছার ইংরেজি প্রতিশব্দ Mistletoe এবং আরেকটি প্রতিশব্দ Parasite; যা para এবং sitos এই দুটি গ্রীক শব্দ হতে উদ্ভূত। Para অর্থ নিকটে বা পাশে এবং sitos অর্থ পুষ্টি। উৎপত্তিগতদিক এবং ব্যবহারগত দিক থেকে যে উদ্ভিদ অন্য উদ্ভিদের দেহে বসবাস করে এবং বসবাসকারী উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে থাকে, তাকে পরগাছা বলা যায়। পরগাছা যে উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে তাকে পােষক (host) বলা হয়। পরগাছা এবং রাক্ষুসে জীব এক নয়। রাক্ষুসে জীব সাধারণত অন্য জীবকে খেয়ে ফেলে। অনেক সময় রাক্ষুসে জীব তার চেয়ে বড় জীবকেও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু পরগাছা সব সময়ই তার পােষক অপেক্ষা ছােট ও দুর্বল হয়ে থাকে। পরগাছা কখনােই তার পোষককে খেয়ে ফেলে না; বরং পােষকের থেকে পানি এবং প্রয়োজনীয় খাদ্য উপাদান শােষণ করে জীবিকা নির্বাহ করে থাকে ও পােষকের দেহে বসবাস করে থাকে। পরগাছা (Mistletoe) আংশিক পরজীবী Loranthaceae গোত্রের স্ব-পুষ্পক গুল্ম, যা পোষক উদ্ভিদের উপর পরিবর্তিত মূলের সাহায্যে জন্মে। পরগাছা উদ্ভিদ পোষক গাছের গায়ে লেগে থাকে এবং ওই গাছ থেকে পানি ও বেঁচে থাকার জন্য অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে। পাখিরা এদের বীজের অঙ্কুরোদগমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাঁঠাল, আম ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ফলের গাছ এবং শাল, সেগুন, গামারি ইত্যাদি বনজ গাছ পরগাছার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।



    জীবনচক্র
    পরগাছা উদ্ভিদ পোষক গাছ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে এবং পোষকদের নানা ক্ষতি করে থাকে, যেমন: পোষক গাছের সতেজতা ও বৃদ্ধির হার কমে যায়, দুর্বল ফল ও বীজ উৎপন্ন হয়, আগা শুকিয়ে ওঠে, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় ও অনেক সময় অকালে মারা যায়।



    পরিবেশগত গুরুত্ব
    পরগাছাকে সাধারণত ক্ষতিকর উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। কারণঃ এটি গাছের ক্ষতি করে এবং অনেক সময় গাছকে মেরে ফেলে। কিন্তু অনেক প্রাণি পরগাছাকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। অনেক পরগাছা আকর্ষণীয় ফুল ও ফল উৎপন্ন করে। বীজসহ ফল পাখিরা খায়, কিন্তু বীজ হজম না হওয়ায় তা মলের সাথে বের হয়ে আসে। এ বীজ গাছের ডালে পতিত হয়ে অঙ্কুরিত হয় এবং বাড়তে থাকে। বর্ষাকালে পরগাছার বীজ বিস্তার লাভ করে।
    বাংলা উইকিপিডিয়া থেকে সংগৃহীত।



    যে গাছে পরগাছা থাকে, সেই গাছে চড়তে মানা।



    পরগাছার আক্রমণে
    গাছ অকালে মারা যায়। প্রথমদিকে বাইরে থেকে দেখে বুঝাই যায় না যে, এই গাছটি মারা গেছে; কিন্তু যখন গাছে চড়া হয় তখন বুঝা যায়। আর তখন মনে মনে বলতে থাকে- ইয়া মা'বূদ! মেঁ কাহা চড় গিয়া! এ তো মেরা জান হী লে লেগা!

    হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।

    Comment

    Working...
    X