এপথের বাস্তবতা এটাও যে, পরীক্ষা ও বালা-মুসীবত মানুষকে ক্লান্ত করে তুলবে, তাকে ভাবাতে শুরু করাবে আসলেই এই দুঃখ কষ্ট মেনে নিয়ে সে অগ্রসর হবে কি না। পরীক্ষার প্রকম্পন তাকে থমকে দাড়াতে বলবে।
.
কখনো হক্কের পথে চলতে গিয়ে কেবলমাত্র তার উপর আগত মুসীবতের কারণে কেউ কেউ আফসোসও করবে, এমনটাও অস্বাভাবিক নয়।
যেমনঃ মূসা (আ) এর কওম অনুযোগ করেছিল-
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
তারা বললঃ আপনি আমাদের নিকট (নবী রূপে) আগমনের পূর্বেও আমরা (ফির‘আউন কর্তৃক) নির্যাতিত হয়েছি এবং আপনার আগমনের পরও নির্যাতিত হচ্ছি।
(সূরা আরাফ ১২৯)
.
এক্ষেত্রে আমরা যেন তা ই স্মরণ করি এবং সেই ওয়াদার উপর আস্থা রাখি যা মূসা (আঃ) তার কষ্টে ক্লিষ্ট সম্প্রদায়কে সামনে পেশ করেছিলেন,
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ
মূসা তার সম্প্রদায়কে বললঃ তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন কর। এই পৃথিবীর সার্বভৌম মালিক আল্লাহ, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন, শুভ পরিণাম ও শেষ সাফল্য লাভ হয় আল্লাহভীরুদের জন্য। (সূরা আরাফ ১২৮)
✍️ Collected
.
কখনো হক্কের পথে চলতে গিয়ে কেবলমাত্র তার উপর আগত মুসীবতের কারণে কেউ কেউ আফসোসও করবে, এমনটাও অস্বাভাবিক নয়।
যেমনঃ মূসা (আ) এর কওম অনুযোগ করেছিল-
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
তারা বললঃ আপনি আমাদের নিকট (নবী রূপে) আগমনের পূর্বেও আমরা (ফির‘আউন কর্তৃক) নির্যাতিত হয়েছি এবং আপনার আগমনের পরও নির্যাতিত হচ্ছি।
(সূরা আরাফ ১২৯)
.
এক্ষেত্রে আমরা যেন তা ই স্মরণ করি এবং সেই ওয়াদার উপর আস্থা রাখি যা মূসা (আঃ) তার কষ্টে ক্লিষ্ট সম্প্রদায়কে সামনে পেশ করেছিলেন,
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ
মূসা তার সম্প্রদায়কে বললঃ তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন কর। এই পৃথিবীর সার্বভৌম মালিক আল্লাহ, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন, শুভ পরিণাম ও শেষ সাফল্য লাভ হয় আল্লাহভীরুদের জন্য। (সূরা আরাফ ১২৮)
✍️ Collected
Comment