ঝড়ো রাত্রি দেখে ওরে, করিসনে ভয়,
আড়ালে রয়েছে তার রোদেলা প্রভাত!
আর কত প্রাণ যাবে শামে? সোমালিয়ায়? ইয়ামানে? সেই কবে থেকে জিহাদ চলছে, রক্ত ঝরছে তো ঝরছেই!
বিলাদুশ শামের ধ্বংসের তান্ডবলীলা বিপর্যস্ত করে দিয়েছে সেখানকার মুসলিম জনজীবনকে। ইয়ামানে যুদ্ধ আর অনাহার। সোমালিয়ায় যুদ্ধ আর দুর্ভিক্ষ। ওয়াজিরিস্তানে সেই বিশ বছর যাবত চলছে ধ্বংস। কিন্তু কবে বন্ধ হবে ধ্বংসলীলা, কবে আসবে শান্তি?
নিঃসন্দেহে একটি দম্পতির কাছে সন্তান হলো নিষ্পাপ ফেরেশতার ন্যায়। সন্তানের অভাব কি যাতনাময় তা প্রত্যেক বন্ধ্যা দম্পতি জানে।
কিন্তু চোখ জুড়ানো এই নিষ্পাপ শিশুটির আগমন কি সহজ ও মসৃজ ছিলো? তার মাকে জিজ্ঞেস কর। দশমাস দশদিনের কষ্টের ফিরিস্তি নাও! গা শিউরে ওঠবে না?
কিন্তু মা কখনো আদরের পুত্তুলির সুবাস পাওয়ার জন্য প্রসববেদনার ভয়ের পরোয়া করেনি।
একটি নিষ্পাপ শিশু যেমন একটি দম্পতির জন্য রহমত তেমনি ইসলামী শাসনব্যবস্থাও একটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত।কিন্তু কারো জন্মই মসৃণ নয়।
শিশুর জন্মের সময়ের প্রসববেদনার মতোই মুসলিম জাতিকে ইসলামী ইমারাহ পাওয়ার জন্য একটি প্রসববেদনা সহ্য করতে হয়।
আর এই প্রসববেদনা জিহাদ-মোজাহাদা-শাহাদাত-রক্ত-ধ্বংস এসকলের সমন্বয়েই গঠিত!!
Comment