তুফান আল আকসার প্রভাব শুধু এখন ফিলিস্তিনেই রয়নি। সেটা এখন ছড়িয়ে যাচ্ছে পশ্চিমে। আমেরিকায় ফিলিস্তিনি এক ছেলে ওয়াদিয়া আল ফাইউমকে ছুরি দিয়ে ২৬টি কোপ দিয়ে হত্যা করা হয়েছে এই বলে, 'তোদের মুসলিমদেরকে মরতে হবে।'
তার মাকে ১২টি কোপ দেয়া হলেও তিনি বেঁচে গেছেন।
চিত্রঃ ওয়াদিয়া আল ফাইউম
এই ঘটনার পর শাইখ আনওয়ার আল আওলাকির কথা মনে পড়লো যিনি তার এক বক্তব্যে জানিয়েছিলেন, এই পশ্চিম একদিন মুসলিমদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হবে!
ধীরে ধীরে এই জিনিসগুলোর সম্মিলন ঘটছে! সম্প্রতি বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা ও কানাডায় যাওয়ার হিড়িক পড়েছে। IELTS করে ছাত্ররা লাখ লাখ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসা নিয়ে পশ্চিমে পাড়ি জমাচ্ছে উন্নত লাইফের আাশায়।
যারা যাচ্ছেন তাদের হয়তো এসব ক্যালকুলেশন করার টাইম নাই।
কিন্তু জেনে রাখা উচিত, ভারত একটা সময় ভারতীয় মুসলিমদের জন্য এতটাই অনুকূল ছিলো অনেক আলেম বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আজ ভারত মুসলিমদের জন্য এক পরীক্ষাগারের নাম।
পশ্চিমে ইসলামফোবিয়া যে হারে ছড়ানো হচ্ছে, অচিরেই মুসলিমদের জন্য পশ্চিম বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলেই আমার ধারণা। আল্লাহু আলাম
তার মাকে ১২টি কোপ দেয়া হলেও তিনি বেঁচে গেছেন।
চিত্রঃ ওয়াদিয়া আল ফাইউম
এই ঘটনার পর শাইখ আনওয়ার আল আওলাকির কথা মনে পড়লো যিনি তার এক বক্তব্যে জানিয়েছিলেন, এই পশ্চিম একদিন মুসলিমদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হবে!
ধীরে ধীরে এই জিনিসগুলোর সম্মিলন ঘটছে! সম্প্রতি বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা ও কানাডায় যাওয়ার হিড়িক পড়েছে। IELTS করে ছাত্ররা লাখ লাখ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসা নিয়ে পশ্চিমে পাড়ি জমাচ্ছে উন্নত লাইফের আাশায়।
যারা যাচ্ছেন তাদের হয়তো এসব ক্যালকুলেশন করার টাইম নাই।
কিন্তু জেনে রাখা উচিত, ভারত একটা সময় ভারতীয় মুসলিমদের জন্য এতটাই অনুকূল ছিলো অনেক আলেম বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আজ ভারত মুসলিমদের জন্য এক পরীক্ষাগারের নাম।
পশ্চিমে ইসলামফোবিয়া যে হারে ছড়ানো হচ্ছে, অচিরেই মুসলিমদের জন্য পশ্চিম বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলেই আমার ধারণা। আল্লাহু আলাম
Comment