Announcement

Collapse
No announcement yet.

ছোট একটা ভাবনা; যা ইসলামেরই আদেশ!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ছোট একটা ভাবনা; যা ইসলামেরই আদেশ!

    কেউ যখন তার আত্ন-পরিচয় (আত্মপরিচয়) ভুলে যায়, নিজেকে হারিয়ে ফেলে; তখন তাকে শত ধাক্কালেও সে জেগে উঠে না; উঠতে পারে না। যতক্ষণ না সে তার আত্ন-পরিচয়(আত্মপরিচয়) খুঁজে পায় বা কেউ খুঁজে পেতে সাহায্য করে।
    বর্তমানে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সে তার আত্ন-পরিচয়(আত্মপরিচয়) ভুলে পশ্চিমা কুফফারদের পরিচয় নিয়ে সন্তুষ্ট। কুফফারদের চলন-ভূষনকেই অনুসরণীয় মনে করছে। ওদের পিছু পিছু চলে যাতে(জাতে) উঠার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর কসম , আল্লাহতে বিশ্বাসী , নিজেকে মুসলিম দাবীকারী কোন ব্যাক্তি(ব্যক্তি) কখনই সফল হতে পারবে না, যাবত না সে তার জীবনকে ইসলামের রঙ্গে রাঙ্গায়িত করে।
    ইসলাম ও অন্যান্য ধর্মাদর্শ বা দর্শন সম্পূর্ণ দুই মেরুর দু’টা বিষয়। একটার সাথে আরেকটার সম্পর্ক কখনো-ই সম্ভব না। মিশ্রিতজম বলতে ইসলামে কিছু নেই! হয়ত এটা মানতে হবে অথবা ওটা। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। দুটোর সমন্বয় সাধন করে তৃতীয় কোন রুপ দাঁড় করানো সম্ভব না। দু'টোর পথ নির্দেশিকা ভিন্ন। গন্তব্য ভিন্ন।
    একজন মানুষ নিজের জীবনে যতটুকু ইসলামকে প্র্যাক্টিস করবে সে ততটুকুই সফল হবে-দুনিয়াতে এবং আখেরাতে। এর বিপরীতে কেউ যদি কুফফারদের রীতি-নীতিকে ফলো করে, এবং সে নিজেকে মুসলিম দাবী করে তাহলে সে কখনই সফল হতে পারবে না। কারন(কারণ) আগুন আর পানি কখনো এক হতে পারে না। হওয়া সম্ভব না। ইসলাম বলে অন্য সব মত-পথ ছেড়ে একমাত্র শুধুমাত্র ইসলামকেই ফলো করতে। তাই অন্য মত অন্য পথে চলে আবার নিজেকে মুসলিম দাবী করা পাগলের প্রলাপ বৈ কি ?
    আর কেউ যদি প্রচলিত টার্ম অনুযায়ী সফল হতে চায়, তাহলে তার জন্য উচিত হবে অন্যান্য মতাদর্শকেই সম্পূর্ণ ফলো করা !! কিছু এখান থেকে আর কিছু ওখান থেকে নিয়ে সে না পারবে এদিকে সফলতার মুখ দেখতে আর না পারবে ওদিকে !! অবশেষে সে হারাবে উভয়কুল(কূল)…
    আমাদের যাদেরকে আল্লাহ তায়ালা কিছুটা হলেও দ্বীনের বুঝ দিয়েছেন, এবং তাঁর পছন্দনীয় এক পথে লাগিয়ে রেখেছেন , আমাদের অনেকের মাঝেও কিছুটা সমস্যা আছে।(বিশেষ করে আমার মাঝে !) আমরাও সম্পূর্ণ ইসলামকে মানিনা;(মানি তো অবশ্যই। হয়তো সবক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি না বা ঈমানী দুর্বলতার কারণে মেনে চলতে পারি না।-মডারেটর) অনেক ক্ষেত্রেই আমরা আমাদের মনগড়া কাজ করে থাকি, বা করার চেষ্টায় থাকি। নফসের তাকাজা পূরণে সচেষ্ট হই। যদিও আমাদের এই মনগড়া বিষয়গুলো হার্ড না বরং সফট ! তবুও তো আমরা মনগড়া কাজ করে থাকি!! সম্পূর্ণ ইসলামকে ফলো করি না!!
    হায় আমরা যদি ইসলামকেই আমাদের একমাত্র পথ ও পন্থা বানাতে পারতাম ! জীবনের ছোট বড় প্রতিটি ক্ষেত্রে ইসলামকে গলায় ধারণ করতে পারতাম !!
    আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙগভাবে ইসলামে প্রবেশ কর” (সূরা বাকারাহ।)
    [মূল আয়াতে টেক্সট যুক্ত করে দিলে ভাল হয়।-মডারেটর]
    আমরা গড়তে চাই, ধ্বংস নয়; আমরা ঐক্যবদ্ধ হতে চাই, বিভক্তি নয়; আমরা সামনে এগিয়ে যেতে চাই, পিছনে নয়! শাইখুনা আবু মোহাম্মাদ আইমান হাফিঃ

  • #2
    মাশাআল্লাহ, খুব উপকারী কথা বলেছেন প্রিয় ভাই...জাযাকাল্লাহ
    আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তাওফিক দিন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X