আপনাকে প্রচন্ড (প্রচণ্ড) কষ্ট দিয়ে, আপনার সাথে বেইনসাফী করে যদি কেউ বাহ্যিক ভাবে সুখে থাকে, খারাপ লাগে আপনার। রাগ হয়, অভিমান হয়। কিন্তু করার থাকেনা তখন কিছুই।
- এসব কথাও শোনা লাগে উল্টো নিজেরই। বোঝানো যায়না কাউকে, এ কষ্ট কারও সুখে থাকা নিয়ে নয়, বরং নিজের সাথে হওয়া প্রতারণার।
দোর্দন্ড প্রতাপে জালিম জেয়ে(জয়ে) বেড়ায় সগর্বে, মাথা নিচু করে থাকে মাজলুম এক কোনায়।
কোরআনের ছোট্ট একটি সান্তনার বাণী-
অভিশাপ দিবেন না। বলবেন না কোন কটু বাক্য। নিশ্চিত জানুন "যখন আল্লাহ ফয়সালা করেন" কথাটির উজন(ওজন) এত বেশি, কোন পাহাড়ের চূড়ায় রেখে দিলে, তা থরবর(থরথর) করে কেপে(কেঁপে) উঠতো।
"কারো সুখ সহ্য হয়না কেন তোমার"
- এসব কথাও শোনা লাগে উল্টো নিজেরই। বোঝানো যায়না কাউকে, এ কষ্ট কারও সুখে থাকা নিয়ে নয়, বরং নিজের সাথে হওয়া প্রতারণার।
চোখ বন্ধ করে বিশ্বাস করার পর যখন কেউ বিশ্বাসের সব দেউয়ার (দেওয়াল) ভেঙে দেউ (দেয়), প্রতারক মানুষটি হাসতে থাকে তখনো। সে ভাবে জিতে গেলো সে, হেরে গিয়েছি ভাবতে থাকেন তখন আপনিও।
দোর্দন্ড প্রতাপে জালিম জেয়ে(জয়ে) বেড়ায় সগর্বে, মাথা নিচু করে থাকে মাজলুম এক কোনায়।
কোরআনের ছোট্ট একটি সান্তনার বাণী-
وَ اصۡبِرۡ حَتّٰی یَحۡكُمَ اللّٰهُ
"আপনি ধৈর্য ধারণ করুন যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা করেন" - সুরা ইউনুস : ১০৯
অভিশাপ দিবেন না। বলবেন না কোন কটু বাক্য। নিশ্চিত জানুন "যখন আল্লাহ ফয়সালা করেন" কথাটির উজন(ওজন) এত বেশি, কোন পাহাড়ের চূড়ায় রেখে দিলে, তা থরবর(থরথর) করে কেপে(কেঁপে) উঠতো।
অপেক্ষা সেদিনের, যেদিন " আল্লাহ ফয়সালা করবেন"।
হার জিতের দিন যেদিন, অপেক্ষা সেদিনের।
হার জিতের দিন যেদিন, অপেক্ষা সেদিনের।
Comment