তারা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে
ইহুদিরা কোনোদিন মুসলমানদের সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পারবে না। এরা এতটাই ভীতু যে সামনে এসে তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধের সাহসও কোনোদিন করবে না। এরা হলো ভীতু ও কাপুরুষ সম্প্রদায়। আল্লাহ তা’আলা তাদেরকে চিরস্থায়ীভাবে লাঞ্চিত ও লা’নত প্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
لَنۡ یَّضُرُّوۡكُمۡ اِلَّاۤ اَذًی ؕ وَ اِنۡ یُّقَاتِلُوۡكُمۡ یُوَلُّوۡكُمُ الۡاَدۡبَارَ ۟ ثُمَّ لَا یُنۡصَرُوۡنَ. ضُرِبَتۡ عَلَیۡهِمُ الذِّلَّۃُ اَیۡنَ مَا ثُقِفُوۡۤا اِلَّا بِحَبۡلٍ مِّنَ اللّٰهِ وَ حَبۡلٍ مِّنَ النَّاسِ وَ بَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَ ضُرِبَتۡ عَلَیۡهِمُ الۡمَسۡكَنَۃُ ؕ ذٰلِكَ بِاَنَّهُمۡ كَانُوۡا یَكۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰهِ وَ یَقۡتُلُوۡنَ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوۡا وَّ كَانُوۡا یَعۡتَدُوۡن.
অর্থ: সামান্য কষ্ট দেওয়া ব্যতীত তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তবে তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক, সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত, তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত এবং তাদের উপর পতিত হয়েছে দারিদ্রের কশাঘাত। এটা এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করত এবং নাবীগণকে অন্যায়ভাবে হত্যা করত, এটা এজন্য যে, তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করত। (সুরা আলে ইমরান, আয়াত নং- ১১১ ও ১১২)
আজকে এই আয়াতগুলো নিয়ে চিন্তা করছিলাম যে, আল্লাহ তা’আলার বাণী চির সত্য। তা কোনোদিন মিথ্যা হতে পারে না। বর্তমান যুগের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে এই আয়াতের অর্থগুলো সূর্যের আলোর ন্যায় সত্য ও উদ্ভাসিত দেখতে পাবো। আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ইহুদি জায়োনিস্টরা কীভাবে হামাসের নিরস্ত্র জোয়ানদের সামনে পরাভূত ও পরাজিত হচ্ছে। নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। ভিডিওগুলো দেখলে অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর। বর্তমানে প্রায় এক বছর হতে চলল। প্রথম দিকে তাদের অবস্থা দেখে মনে হচ্ছি, তারা অল্পকিছু দিনের মধ্যেই মুজাহিদদেরকে নাস্তানাবুদ করে দেবে। তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কিন্তু মহান আল্লাহ তা’আলার ফায়সালা ছিল ভিন্ন। তিনি স্বয়ং জায়োনিস্টদেরকেই মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। তারাই পলায়ন করে প্রষ্ঠপ্রদর্শন করছে। তারা মনে করেছিল, মুজাহিদদেরকে হত্যা করে দিলে মনে হয় যুদ্ধ থামে (থেমে) যাবে কিন্তু হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। আসলে বোকার দল এটা বুঝে না যে, মুজাহিদগণ শহীদ হলে যুদ্ধ থেমে যায় না বরং যেই জমিনে শহীদরে রক্ত প্রবাহিত হয় সেই জমিন মুসলমানদের নামে লিখা হয়ে যায়।
আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ এভাবেই আমাদেরকে বিজয় এবং কাফেরদেরকে পরাজিত করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ধৈর্য ও হিকমাতের সঙ্গে আল্লাহর রাস্তায় অবিচল থাকার তৌফিক দান করুন।
نصر من الله وفتح قريب
Comment