কে আমি?
দিলে কোরআন, মাথায় টুপি, অসীম বীরত্বের অধিকারী,
সেই সে নবীর উম্মত আমি, তারই উত্তরসূরী।
আমিতো আবু বকর, ওসমান, আলী, ওমরের মতো বীর,
যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, নত করেননি শির।
আমিতো হলাম জিহাদের ময়দানে, খালিদ বিন ওয়ালিদ,
কেঁপে ছিলো দুশমন, যার দর্শনে, পালিয়ে ছিলো দিক-বেদিক।
আমিতো হলাম সালাহউদ্দিন, সুলতান মাহমুদ,
যুগে যুগে যারা, তাগুতের বিরুদ্ধে গড়েছিলেন প্রতিরোধ।
ইসলামের জন্যে যারা নিজের দেহ করেছিলেন ত্যাগ,
আমি তো সেই মুহাম্মদ ঘুরী, কুতুবউদ্দিন আইবেক।
যার আগমনে পালিয়ে ছিলো, দুশমন ব্যাঙ্গাচি,
আমিতো হলাম সেই সে বীর, বখতিয়ার খিলজী।
আমিতো হলাম, খান ভাসানী, সত্য কথার তীর,
আমিতো সেই, অকুতোভয় বীর তিতুমীর।
আমিতো হলাম কবি ফররুখ, বিদ্রোহী কাজী নজরুল,
যুগে যুগে যাঁরা, ধরিয়ে দিয়েছিলো, অযোগ্য নেতার ভুল।
যার বলিষ্ঠ কন্ঠে, ভেঙ্গে ছিলো দুশমনের দুষ্টু ফাঁদ,
আমিতো সেই কিংবদন্তি, আইনউদ্দিন আল আজাদ।
আমিতো সেই জাতি, যে বৃদ্ধ থেকে এক লাফে হয় জোয়ান,
জিহাদের ডাকে, বজ্র বেগে, নিজেকে করেছেন বলিয়ান।
ইতিহাসের পাতায় চেয়ে দেখো, কে সবচেয়ে দামি!
স্বর্ণাক্ষরে লেখা আছে, সিংহের জাতি আমি।
সবখানেই আমি বীর, চির উন্নত শির, দেখাও মোরে কীসের ভয়!
জন্মেছি যেদিন, আরে মরেছিও সেদিন, নেই সংশয় আমার, নেই কোনো ক্ষয়।
হক কথা বলি, আমি হক কথা বলে ছিদ্র করি মুনাফিকের হৃদ,
আমি পরাক্রমশালী, সর্বশক্তিমান আল্লাহর সৈনিক।
এক আল্লাহ ছাড়া, কোনো কালে, কাউকে করিনি ভয়,
শ্রেষ্ঠ জাতি মুসলিম আমি, এটাই আমার পরিচয়।
দিলে কোরআন, মাথায় টুপি, অসীম বীরত্বের অধিকারী,
সেই সে নবীর উম্মত আমি, তারই উত্তরসূরী।
আমিতো আবু বকর, ওসমান, আলী, ওমরের মতো বীর,
যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন, নত করেননি শির।
আমিতো হলাম জিহাদের ময়দানে, খালিদ বিন ওয়ালিদ,
কেঁপে ছিলো দুশমন, যার দর্শনে, পালিয়ে ছিলো দিক-বেদিক।
আমিতো হলাম সালাহউদ্দিন, সুলতান মাহমুদ,
যুগে যুগে যারা, তাগুতের বিরুদ্ধে গড়েছিলেন প্রতিরোধ।
ইসলামের জন্যে যারা নিজের দেহ করেছিলেন ত্যাগ,
আমি তো সেই মুহাম্মদ ঘুরী, কুতুবউদ্দিন আইবেক।
যার আগমনে পালিয়ে ছিলো, দুশমন ব্যাঙ্গাচি,
আমিতো হলাম সেই সে বীর, বখতিয়ার খিলজী।
আমিতো হলাম, খান ভাসানী, সত্য কথার তীর,
আমিতো সেই, অকুতোভয় বীর তিতুমীর।
আমিতো হলাম কবি ফররুখ, বিদ্রোহী কাজী নজরুল,
যুগে যুগে যাঁরা, ধরিয়ে দিয়েছিলো, অযোগ্য নেতার ভুল।
যার বলিষ্ঠ কন্ঠে, ভেঙ্গে ছিলো দুশমনের দুষ্টু ফাঁদ,
আমিতো সেই কিংবদন্তি, আইনউদ্দিন আল আজাদ।
আমিতো সেই জাতি, যে বৃদ্ধ থেকে এক লাফে হয় জোয়ান,
জিহাদের ডাকে, বজ্র বেগে, নিজেকে করেছেন বলিয়ান।
ইতিহাসের পাতায় চেয়ে দেখো, কে সবচেয়ে দামি!
স্বর্ণাক্ষরে লেখা আছে, সিংহের জাতি আমি।
সবখানেই আমি বীর, চির উন্নত শির, দেখাও মোরে কীসের ভয়!
জন্মেছি যেদিন, আরে মরেছিও সেদিন, নেই সংশয় আমার, নেই কোনো ক্ষয়।
হক কথা বলি, আমি হক কথা বলে ছিদ্র করি মুনাফিকের হৃদ,
আমি পরাক্রমশালী, সর্বশক্তিমান আল্লাহর সৈনিক।
এক আল্লাহ ছাড়া, কোনো কালে, কাউকে করিনি ভয়,
শ্রেষ্ঠ জাতি মুসলিম আমি, এটাই আমার পরিচয়।
Comment