কিছু কেসস্টাডি
১
সাতক্ষীরার কুকরালির বাসিন্দা শেখ আবেদ আলী (৬৫) মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে ১৩ বছর কারাগারে ছিলেন। ২০১৮ সালের ৭ অক্টোবর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তাঁর মৃত্যু হয়। অথচ ওই দিন বিকেলেই আবেদ আলীর খালাসের রায়ের কপি কারাগারে পৌঁছেছিল।
পুলিশের অভিযোগ ছিল, আবেদ আলী ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়ির দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত। ওই মামলায় ২০০৬ সালে আবেদ আলীসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এই রায়ের পর আপিল করলে ২০১১ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে আবেদ আলীকে খালাস দেন। এরপর লম্বা সময় ধরে চলা রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে ২০১৮ সালের ১১ এপ্রিল ওই খালাসের রায়ই বহাল থাকে।
আবেদ আলীর দুর্ভাগ্য, সময়মতো রায়ের কপি জেলা কারাগারে না পৌঁছানোয় তাঁকে ছয় মাসের বেশি সময় কনডেম সেলে কাটাতে হয়েছিল। এরপর জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তায় পরিবার যখন সেই রায়ের কপি নিয়ে খুলনা মেডিকেল কলেজের প্রিজন সেলে যান, ততক্ষণে তিনি ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে যান। মৃত আবেদ আলীর এতটুকুই পাওয়া, তাঁর কবরকে কুকরালির বাসিন্দারা খুনির কবর বলছেন না। আম্বিয়া খাতুন খুনির স্ত্রী উপাধি পাওয়া থেকে রেহাই পেয়েছেন।
২
২০২০ সালের ৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে বের হয়ে খোঁজ হয় এক কিশোরী। পরে ৬ আগস্ট নারায়ণগঞ্জ থানায় কিশোরীর বাবা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার রকিব, আবদুল্লাহ ও খলিল নামের তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, কিশোরীকে তাঁরা অপহরণের পর গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যায় ফেলে দিয়েছেন।
অথচ ঘটনার ৫১ দিন পর ওই কিশোরীকে পাওয়া যায়। সে অন্য এক ছেলেকে বিয়ে করে একই শহরে ভাড়া বাসায় বসবাস করছিল। তাহলে ওই তিনজন কাকে খুন করলেন? আর ১৬৪ ধারার জবানবন্দিরই–বা কী হবে?
৩
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমের একটি শিরোনাম ছিল, ‘অবশেষে ২৫ বছর পর মুক্তি পেলেন তিনি’। এই তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগরের বাবুল মিয়া। ১৮ বছর বয়সে গ্রেপ্তার বাবুল মিয়া ডাকাতির এক মামলায় বিনা বিচারে ২৫ বছর কারাগারে ছিলেন। অথচ ওই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ কারাদণ্ড হতো ১০ বছরের।
‘ছেলে ডাকাত’, এমন অভিধা মাথায় নিয়েই ১৯৯৫ সালে বাবুল মিয়ার বাবা বিমানবাহিনীর সদস্য আনোয়ার হোসেন ও মা নিলুফা বেগম সড়ক দুর্ঘটনায় মারা যান। ঘটনার পরিণতি দেখার আগেই অনেকে বাবুল মিয়াকে ডাকাত বলতে দ্বিধা করেননি।
৪
২০১৯ সালের ২৩ এপ্রিল চট্টগ্রামের হালিশহরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করে পুলিশ। এরপর ২৫ এপ্রিল জীবন চক্রবর্তী ও দুর্জয় আচার্য নামের দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ দাবি করে, পুড়িয়ে ফেলা লাশটি দিলীপ রায় নামের এক কিশোরের। গাঁজা সেবন নিয়ে বিরোধের জেরে জীবন, দুর্জয়সহ কয়েকজন দিলীপকে হত্যা করেন। জীবন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
অথচ ২০১৯ সালের ২ মে পুলিশ জীবিত দিলীপকে খুঁজে পায়। তাহলে জীবন ও দুর্জয় কার খুনি? আর দিলীপ যে নিহত হয়েছেন, সেই খবরেরই–বা কী হবে?
৫
বাগেরহাটের বাদল ফরাজী ২০০৮ সালের ১৩ জুলাই ভারতে বেড়াতে গিয়ে গ্রেপ্তার হন। এরপর দিল্লির নিম্ন ও উচ্চ আদালত তাঁকে একটি হত্যা মামলায় দোষী প্রমাণিত করে যাবজ্জীবন দেন। বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ২০১৮ সালের ৬ জুলাই বাংলাদেশের কারাগারে আনা হয়।
দিল্লির অমর কলোনির এক বৃদ্ধ হত্যায় এই বাদল জড়িত ছিলেন না। ছিলেন ‘বাদল সিং’ নামের একজন। পরে প্রমাণিত হয়, প্রকৃত খুনিকে ধরতে গিয়ে বিএসএফ ভুলে বাংলাদেশের পর্যটক বাদল ফরাজিকে গ্রেপ্তার করে। আর ইংরেজি বা হিন্দি ভাষা জানা না থাকায়, তখন বাদল তাঁর কথা কাউকে বোঝাতেও পারেননি। এই ঘটনা পরিষ্কার হওয়ার আগে বাদলও ছিলেন খুনি।
৬
২০১৪ সালে রাজধানীর হাজারীবাগ থেকে আবু সাঈদ নামের এক কিশোরকে গুমের অভিযোগ ওঠে। পরে ২০১৯ সালের ৩০ আগস্ট তাকে জীবিত পাওয়া যায়। অথচ ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জনের দুজন আদালতে জবানবন্দিও দেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা সাঈদকে হত্যার পর লাশ বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ফেলে দিয়েছেন। কিন্তু সাঈদকে পাওয়ার পর এই জবানবন্দির মান নিয়ে কি প্রশ্ন ওঠেনি? অথচ এর আগপর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধী হিসেবেই আমরা ফলাও করেছি।
৭
২০১৭ সালের মে মাসে রাজধানীর কদমতলীতে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পুলিশ ওই লাশ আজমল হোসেন, ওরফে ইমরান নামের এক ব্যক্তির বলে শনাক্ত শেষে হত্যা মামলা করে। অথচ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের সেই আজমল গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। পুলিশ বলছে, ওই সময় করা মামলার সন্দেহভাজন ১১ আসামির পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন আজমলকে হত্যার স্বীকারোক্তিও দেন। আর মামলার ৫ নম্বর আসামি মজিবর ‘পলাতক’। এখন পুলিশ বলছে, তারা অনেকটাই নিশ্চিত আজমল নয়, খুন হয়েছেন ‘পলাতক’ মজিবরই। আর এমন স্বীকারোক্তির ঘটনার সঙ্গে আগের তদন্ত কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগও উঠেছে জোরালোভাবে। খালিচোখে এখানে একটা নামের ভুল মনে হলেও ঘটনার লেজ অনেক গভীরে। কারণ, পরিবারের কাছে নিখোঁজ মজিবর পুলিশের খাতায় খুনের পলাতক আসামি। গড়পড়তা সমাজের একটা অংশ মজিবরের ‘সর্বনাম’ খুনিই দিয়ে আসছে।
১
সাতক্ষীরার কুকরালির বাসিন্দা শেখ আবেদ আলী (৬৫) মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে ১৩ বছর কারাগারে ছিলেন। ২০১৮ সালের ৭ অক্টোবর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তাঁর মৃত্যু হয়। অথচ ওই দিন বিকেলেই আবেদ আলীর খালাসের রায়ের কপি কারাগারে পৌঁছেছিল।
পুলিশের অভিযোগ ছিল, আবেদ আলী ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়ির দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত। ওই মামলায় ২০০৬ সালে আবেদ আলীসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এই রায়ের পর আপিল করলে ২০১১ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে আবেদ আলীকে খালাস দেন। এরপর লম্বা সময় ধরে চলা রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে ২০১৮ সালের ১১ এপ্রিল ওই খালাসের রায়ই বহাল থাকে।
আবেদ আলীর দুর্ভাগ্য, সময়মতো রায়ের কপি জেলা কারাগারে না পৌঁছানোয় তাঁকে ছয় মাসের বেশি সময় কনডেম সেলে কাটাতে হয়েছিল। এরপর জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তায় পরিবার যখন সেই রায়ের কপি নিয়ে খুলনা মেডিকেল কলেজের প্রিজন সেলে যান, ততক্ষণে তিনি ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে যান। মৃত আবেদ আলীর এতটুকুই পাওয়া, তাঁর কবরকে কুকরালির বাসিন্দারা খুনির কবর বলছেন না। আম্বিয়া খাতুন খুনির স্ত্রী উপাধি পাওয়া থেকে রেহাই পেয়েছেন।
২
২০২০ সালের ৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে বের হয়ে খোঁজ হয় এক কিশোরী। পরে ৬ আগস্ট নারায়ণগঞ্জ থানায় কিশোরীর বাবা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার রকিব, আবদুল্লাহ ও খলিল নামের তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, কিশোরীকে তাঁরা অপহরণের পর গণধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যায় ফেলে দিয়েছেন।
অথচ ঘটনার ৫১ দিন পর ওই কিশোরীকে পাওয়া যায়। সে অন্য এক ছেলেকে বিয়ে করে একই শহরে ভাড়া বাসায় বসবাস করছিল। তাহলে ওই তিনজন কাকে খুন করলেন? আর ১৬৪ ধারার জবানবন্দিরই–বা কী হবে?
৩
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমের একটি শিরোনাম ছিল, ‘অবশেষে ২৫ বছর পর মুক্তি পেলেন তিনি’। এই তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগরের বাবুল মিয়া। ১৮ বছর বয়সে গ্রেপ্তার বাবুল মিয়া ডাকাতির এক মামলায় বিনা বিচারে ২৫ বছর কারাগারে ছিলেন। অথচ ওই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ কারাদণ্ড হতো ১০ বছরের।
‘ছেলে ডাকাত’, এমন অভিধা মাথায় নিয়েই ১৯৯৫ সালে বাবুল মিয়ার বাবা বিমানবাহিনীর সদস্য আনোয়ার হোসেন ও মা নিলুফা বেগম সড়ক দুর্ঘটনায় মারা যান। ঘটনার পরিণতি দেখার আগেই অনেকে বাবুল মিয়াকে ডাকাত বলতে দ্বিধা করেননি।
৪
২০১৯ সালের ২৩ এপ্রিল চট্টগ্রামের হালিশহরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করে পুলিশ। এরপর ২৫ এপ্রিল জীবন চক্রবর্তী ও দুর্জয় আচার্য নামের দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ দাবি করে, পুড়িয়ে ফেলা লাশটি দিলীপ রায় নামের এক কিশোরের। গাঁজা সেবন নিয়ে বিরোধের জেরে জীবন, দুর্জয়সহ কয়েকজন দিলীপকে হত্যা করেন। জীবন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
অথচ ২০১৯ সালের ২ মে পুলিশ জীবিত দিলীপকে খুঁজে পায়। তাহলে জীবন ও দুর্জয় কার খুনি? আর দিলীপ যে নিহত হয়েছেন, সেই খবরেরই–বা কী হবে?
৫
বাগেরহাটের বাদল ফরাজী ২০০৮ সালের ১৩ জুলাই ভারতে বেড়াতে গিয়ে গ্রেপ্তার হন। এরপর দিল্লির নিম্ন ও উচ্চ আদালত তাঁকে একটি হত্যা মামলায় দোষী প্রমাণিত করে যাবজ্জীবন দেন। বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ২০১৮ সালের ৬ জুলাই বাংলাদেশের কারাগারে আনা হয়।
দিল্লির অমর কলোনির এক বৃদ্ধ হত্যায় এই বাদল জড়িত ছিলেন না। ছিলেন ‘বাদল সিং’ নামের একজন। পরে প্রমাণিত হয়, প্রকৃত খুনিকে ধরতে গিয়ে বিএসএফ ভুলে বাংলাদেশের পর্যটক বাদল ফরাজিকে গ্রেপ্তার করে। আর ইংরেজি বা হিন্দি ভাষা জানা না থাকায়, তখন বাদল তাঁর কথা কাউকে বোঝাতেও পারেননি। এই ঘটনা পরিষ্কার হওয়ার আগে বাদলও ছিলেন খুনি।
৬
২০১৪ সালে রাজধানীর হাজারীবাগ থেকে আবু সাঈদ নামের এক কিশোরকে গুমের অভিযোগ ওঠে। পরে ২০১৯ সালের ৩০ আগস্ট তাকে জীবিত পাওয়া যায়। অথচ ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জনের দুজন আদালতে জবানবন্দিও দেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা সাঈদকে হত্যার পর লাশ বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ফেলে দিয়েছেন। কিন্তু সাঈদকে পাওয়ার পর এই জবানবন্দির মান নিয়ে কি প্রশ্ন ওঠেনি? অথচ এর আগপর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধী হিসেবেই আমরা ফলাও করেছি।
৭
২০১৭ সালের মে মাসে রাজধানীর কদমতলীতে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পুলিশ ওই লাশ আজমল হোসেন, ওরফে ইমরান নামের এক ব্যক্তির বলে শনাক্ত শেষে হত্যা মামলা করে। অথচ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের সেই আজমল গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। পুলিশ বলছে, ওই সময় করা মামলার সন্দেহভাজন ১১ আসামির পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন আজমলকে হত্যার স্বীকারোক্তিও দেন। আর মামলার ৫ নম্বর আসামি মজিবর ‘পলাতক’। এখন পুলিশ বলছে, তারা অনেকটাই নিশ্চিত আজমল নয়, খুন হয়েছেন ‘পলাতক’ মজিবরই। আর এমন স্বীকারোক্তির ঘটনার সঙ্গে আগের তদন্ত কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগও উঠেছে জোরালোভাবে। খালিচোখে এখানে একটা নামের ভুল মনে হলেও ঘটনার লেজ অনেক গভীরে। কারণ, পরিবারের কাছে নিখোঁজ মজিবর পুলিশের খাতায় খুনের পলাতক আসামি। গড়পড়তা সমাজের একটা অংশ মজিবরের ‘সর্বনাম’ খুনিই দিয়ে আসছে।
Comment