প্রশ্নঃ যেকোন প্রয়োজন দেখা দিলে কি নামায পড়ে সাহায্য চাওয়া যায় যেমনঃআমি নেককার সন্তান লাভের জন্য যে কোন সময় দুই রাকাত দুই রাকাত করে নামায পড়ে আল্লাহর কাছে চাইতে পারবো ?নাকি শুধু বিপদে পড়লেই নামায পড়ে সাহায্য চাইতে হয়?
Announcement
Collapse
No announcement yet.
"সালাতুল হাজত নিয়ে প্রশ্ন"
Collapse
X
-
হাজত حاجة অর্থ প্রয়োজন। সলাতুল হাজাত অর্থ প্রয়োজন (পূরণের) নামায। যেকোনো প্রয়োজনেই তা পড়তে পারেন। তবে মৌখিক দুআও যথেষ্ট। এমন না হয় প্রথমে কেউ ছোট বিষয়েও সলাতুল হাজত পড়ল। কিছুদিন পর বড় প্রয়োজনে পড়লো না। তাই অবস্থা অনুযায়ী নিয়মিত আমল উত্তম। হাদীসে এসেছে, মধ্যম পন্থা অবলম্বন কর। নিশ্চয় তোমরা ক্লান্ত হও, আল্লাহ হন না। অর্থাৎ তোমরা আমল বন্ধ না করলে আল্লাহ সাওয়াব বন্ধ করেন না।
Comment
-
ছলাতুল হাজাত = صَلَاةُ الْحَاجَةِ
শাব্দিক অর্থ : প্রয়োজনের ছলাত
প্রয়োজন (পূরনের) ছলাত
حاجة শব্দের অর্থগুলো:
১/ প্রয়োজন
২/ চাহিদা
৩/ অভাব
৪/ দারিদ্র
৫/ লক্ষ্য
৬/ উদ্দেশ্য
৭/ বস্তু
৮/ জিনিস
ইত্যাদি
শাব্দিক অর্থ বিবেচনায় : যেকোন প্রয়োজনে ছলাতুল হাজাত পড়া যাবে।
একটি ঘটনা স্মরণ করি : এক সাহাবির জুতা ছিঁড়ে গিয়েছিল; তো তিনি আল্লাহ তা'লার কাছে এর সমাধান চান সলাতের মাধ্যমে। আল্লাহ তা'লা জুতা ঠিক করে দেন।
ছলাত এর মাধ্যমে চাওয়া উত্তম বৈ আর কি হতে পারে!?
কেননা, পবিত্র কালামে মাজীদের সূরা বাকারা এর ৪৫ নাম্বার আয়াতে এসেছে:
( وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ )
অর্থ: আর তোমরা ছলাত ও সবরের মাধ্যমে চাও।
বি:দ্র: আমি মুফতী নই।হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।
Comment
Comment