Announcement

Collapse
No announcement yet.

আরও এক মল্লযুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্যঃ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আরও এক মল্লযুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্যঃ

    আরও এক মল্লযুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য।

    মল্লযুদ্ধ দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এটা আবার কেমন উপমা? কী বলব আমি? খবরটা আগে পড়ুন। তারপর আপনি বিচার করুন। গ্রামের মোড়লরা মিলে বিনোদনের জন্য যেমন দামাল ছেলেদের নিয়ে কুস্তি খেলার আয়োজন করে। ঠিক আমাদের আরব রাষ্ট্রগুলোর বস তাদের মধ্যে একটা খেলার আয়োজন করতে যাচ্ছে। যেই খবিসদের খেলায় বলি হবে শুধু আমাদের নিরীহ ভাই-বোন।

    ইয়েমেন হতে দক্ষিণ ইয়েমেনকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিলো STC বাহিনী

    সংযুক্ত আরব আমিরাত সমর্থিত STC বাহিনী দক্ষিণ ইয়েমেনকে আনুষ্ঠানিকভাবে দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে তারা নিজেদের নিয়ন্ত্রণ ও স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে।

    এসটিসি জানায়, এই অন্তর্বর্তী সময়কালে দক্ষিণ ইয়েমেনের জন্য পৃথক প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। এর পর জনগণের মতামতের ভিত্তিতে উত্তর ইয়েমেন থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

    সংস্থাটির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈষম্য, নিরাপত্তাহীনতা ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই দক্ষিণ ইয়েমেনের জনগণ আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। আসন্ন গণভোটের মাধ্যমে জনগণের সেই ইচ্ছার আইনি স্বীকৃতি নেওয়াই তাদের লক্ষ্য।

    সোর্স: Clash Report

    উল্লেখ্য যে সৌদি আরবের ও ইয়েমেনে হামলার খবর ইতিমধ্যে মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। তাহলে বিশ্ববাসী আবারও ব্যস্ত হয়ে যাচ্ছে যুদ্ধের নিউজ দেখতে ও উপভোগ করতে। আর ওদিকে জায়নবাদীরা নিরবে সেরে ফেলবে তাদের আগ্রাসী কর্মগুলো।

    বিঃদ্রঃ এসটিছি(Southern Transitional Council)হলো দক্ষিন ইয়েমেনের একটি সশস্ত্র বাহিনী। এদেরকে আরব আমিরাত সামরিক প্রশিক্ষন ও যাবতীয় আর্থিক সহযোগিতা করে থাকে। এডেন উপসাগরের বিশাল এক অঞ্চল যারা নিয়ন্ত্রন করবে। জানিনা বিষয়টা সবাই কোন দৃষ্টিতে দেখবে! তবে আমার মনে হয় অভিশপ্ত জায়নবাদী ইহুদীরা আরও একধাপ এগিয়ে যাচ্ছে।

    ("সোমালিল্যান্ড ইস্যু ও ব্যক্তিগত বিশ্লেষন" লেখাটা পড়লে বিষয়টা সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ)


  • #2
    ইয়েমানকে ভেঙ্গে দিয়ে কোন রাষ্ট্র ই সফল হবে না। ইজরায়েল ও আমিরাতের উপার্জনের বাজারে পরিণত হবে। মুজাহিদরাও চাই না ইয়ামান ভেঙ্গে যাক। যেকোনো মূল্যে ইয়ামানের ভাঙ্গন ঠেকাতে হবে।

    Comment

    Working...
    X