পূর্বাহ্নে ফুটে উঠেছে দেখ সোনালী আভা নিয়ে
খেলাফতের রক্তিম সূর্য আলোর ধারা দিয়ে
মুছে যাবে যত অন্ধাকার পালাবে সব অনাচার
সোনালী যুগ ফিরে আসবে জানি এইনা শুভ দিনে।
দিকে দিকে ফুটবে জানি বকুল চম্পা মাধবী।
ফুলের ঘ্রানে সুশভীত প্রানে রঙিন হবে ধরনী।
রাসূল খুশী হবেন রাওজায় থেকে রাহমান খুশি হবেন আরশে
জমিন খুশিতে ফল ফলাবে বৃষ্টি নামবে অঝোরে
পিকপাপিয়াদের তাসবিহাতে মুখরিত হবে ধরনী
জান্নাতি আহ্বানে কলহিত হবে এ মহা চড়নি
সাথী হবে মোদের মাহদী ঈসা কেন হব মোরা দূর্ভাগা
তাদের সাথে কাঁধ মিলিয়ে লড়ে যাব আমরা সদা
থামবনা কভু এই শপথ মোদের যদক্ষন না পরাজিত হবে শিরিক
দাজ্জালকেও ছাড় দেব না এই রীতির নিরিখ
আমাদের সংকল্প গেঁথে দাও প্রভু লওহ কলম দিয়ে।
উজাড় করে দাও মোদের হৃদয় তোমার আলো দিয়ে
কভু তোলোনা তোমার এ দয়া যতদিন রোবে তোমার এ দুনিয়া
থাকবে যতদিন তোমার এ প্রিয়রা
আরাধনা করবে তারা শির নত করিয়া
উঠিয়ে যখন নিয়ে নিবে তুমি তোমার নির্ধারিত সময়ে
মোদেরকেও রেখ না তুমি সেই প্রেক্ষাপট সমরে
খেলাফতের রক্তিম সূর্য আলোর ধারা দিয়ে
মুছে যাবে যত অন্ধাকার পালাবে সব অনাচার
সোনালী যুগ ফিরে আসবে জানি এইনা শুভ দিনে।
দিকে দিকে ফুটবে জানি বকুল চম্পা মাধবী।
ফুলের ঘ্রানে সুশভীত প্রানে রঙিন হবে ধরনী।
রাসূল খুশী হবেন রাওজায় থেকে রাহমান খুশি হবেন আরশে
জমিন খুশিতে ফল ফলাবে বৃষ্টি নামবে অঝোরে
পিকপাপিয়াদের তাসবিহাতে মুখরিত হবে ধরনী
জান্নাতি আহ্বানে কলহিত হবে এ মহা চড়নি
সাথী হবে মোদের মাহদী ঈসা কেন হব মোরা দূর্ভাগা
তাদের সাথে কাঁধ মিলিয়ে লড়ে যাব আমরা সদা
থামবনা কভু এই শপথ মোদের যদক্ষন না পরাজিত হবে শিরিক
দাজ্জালকেও ছাড় দেব না এই রীতির নিরিখ
আমাদের সংকল্প গেঁথে দাও প্রভু লওহ কলম দিয়ে।
উজাড় করে দাও মোদের হৃদয় তোমার আলো দিয়ে
কভু তোলোনা তোমার এ দয়া যতদিন রোবে তোমার এ দুনিয়া
থাকবে যতদিন তোমার এ প্রিয়রা
আরাধনা করবে তারা শির নত করিয়া
উঠিয়ে যখন নিয়ে নিবে তুমি তোমার নির্ধারিত সময়ে
মোদেরকেও রেখ না তুমি সেই প্রেক্ষাপট সমরে
Comment