"নিরাপত্তা ও ইন্টেলিজেন্স বিষয়ক কোর্স থেকে নেয়া ক্লাস নোট" নামক একটি পিডিএফ-এর ৭ নং পৃষ্ঠায় আছে:
ইসলামী মাদ্রাসাগুলোর মূল হচ্ছে আরবী ভাষা। আর এটাই স্বাভাবিক; কেননা, কুরআন ও হাদীস তো আমাদের কাছে তালাবদ্ধ! যদি খুলতে চাই তবে চাবি লাগবে, আর এই চাবির নাম আরবী ভাষা শিক্ষা! আমাদের উচিত নয় কি আরবী ভাষা আয়ত্ব করা?
এই মুশকিলতায় কি আমাদের পানি ঢালা উচিত নয়?
আমরা যদি লক্ষ্য করি,
এক. حمد لله দুই. لله حمد তিন. الحمد لله চার. لله الحمد
এই চারটিতেই একই শব্দ রয়েছে, কিন্তু কখনও অগ্রবর্তী হয়েছে আবার কখনও পশ্চাৎবর্তী হয়েছে, এবং আলিফ-লাম আছে আবার নেই। বাংলায় অনুবাদ করলে অর্থগুলো প্রায় একই হবে, এবং আমরা এর অর্থগুলোও মোটামুটি বুঝবো, কিন্তু এই বুঝ হৃদয়কে নাড়া খুব কমই দিবে।
ফরজে আইন ইলম আয়ত্ব করতেও এই আরবী ভাষা শিক্ষা করা উচিত। আমাদের ঈমানী দায়িত্বও বটে!
----------
আমরা কি খেয়াল করিনি যে, একজন দায়িত্বশীল আলেমের শূণ্যতা আমাদেরকে পুরোপুরি অভিভাবক শূণ্য ও নিশ্চল করে দেয়? এর মানে কি দাঁড়ায়? দায়িত্ব নেওয়া ও দেওয়ার মত লোকের সংখ্যা নেই বললেই চলে! আমরা কি দায়িত্ব নেওয়ার মত যোগ্যতা অর্জন করব না? আমরা আর কত কাল অলসতা ও উদাসীনতার চাদর মুড়িয়ে ঘুমিয়ে থাকব? আমরা কি দায়িত্ব নিব না? আমরা কি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিব না? অথচ দায়িত্ব আমাদের মাথার উপরে সওয়ার!
দলের সদস্যের গুণাবলী:
১. মুসলমান
২. নূন্যতম শিক্ষা আছে : এতে সে দ্রুত ও সহজে সবকিছু বুঝতে ও ধারণা করতে পারবে। শিক্ষার ধরণ সেকুলার (স্কুল/কলেজ) কিংবা ইসলামী (মাদ্রাসা) হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি দুই ধরণের শিক্ষাই তার থাকে। কিন্তু তেমন কাউকে পাওয়া মুশকিল। এরকম কাউকে পেলে তার দিকে বাড়তি খেয়াল রাখতে হবে।
১. মুসলমান
২. নূন্যতম শিক্ষা আছে : এতে সে দ্রুত ও সহজে সবকিছু বুঝতে ও ধারণা করতে পারবে। শিক্ষার ধরণ সেকুলার (স্কুল/কলেজ) কিংবা ইসলামী (মাদ্রাসা) হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি দুই ধরণের শিক্ষাই তার থাকে। কিন্তু তেমন কাউকে পাওয়া মুশকিল। এরকম কাউকে পেলে তার দিকে বাড়তি খেয়াল রাখতে হবে।
কিন্তু তেমন কাউকে পাওয়া মুশকিল।
আমরা যদি লক্ষ্য করি,
এক. حمد لله দুই. لله حمد তিন. الحمد لله চার. لله الحمد
এই চারটিতেই একই শব্দ রয়েছে, কিন্তু কখনও অগ্রবর্তী হয়েছে আবার কখনও পশ্চাৎবর্তী হয়েছে, এবং আলিফ-লাম আছে আবার নেই। বাংলায় অনুবাদ করলে অর্থগুলো প্রায় একই হবে, এবং আমরা এর অর্থগুলোও মোটামুটি বুঝবো, কিন্তু এই বুঝ হৃদয়কে নাড়া খুব কমই দিবে।
আমরা বাংলা ভাষায় 'ভুল' শব্দটি পাইকারী ভাবে ব্যবহার করে থাকি কিন্তু আরবীতে... https://dawahilallah.com/showthread....B%26%232503%3B
----------
আমরা কি খেয়াল করিনি যে, একজন দায়িত্বশীল আলেমের শূণ্যতা আমাদেরকে পুরোপুরি অভিভাবক শূণ্য ও নিশ্চল করে দেয়? এর মানে কি দাঁড়ায়? দায়িত্ব নেওয়া ও দেওয়ার মত লোকের সংখ্যা নেই বললেই চলে! আমরা কি দায়িত্ব নেওয়ার মত যোগ্যতা অর্জন করব না? আমরা আর কত কাল অলসতা ও উদাসীনতার চাদর মুড়িয়ে ঘুমিয়ে থাকব? আমরা কি দায়িত্ব নিব না? আমরা কি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিব না? অথচ দায়িত্ব আমাদের মাথার উপরে সওয়ার!
Comment