Announcement

Collapse
No announcement yet.

আসামের পরিস্থিতির কারণ কি শুধুমাত্র ভারত ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আসামের পরিস্থিতির কারণ কি শুধুমাত্র ভারত ?

    بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    إِنَّ الْحَمْدَ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ مَالِكِ يَوْمِ الدِّيْنِ وَ الصَّلَاةَ وَ السَّلَامَ عَلٰى رَسُوْلِ اللهِ وَ عَلٰى آلِهٖ وَ أَصْحَابِهٖ وَ أَزْوَاجِهٖ وَ ذُرِّيَّاتِهٖ وَ أَهْلِ بَيْتِهٖ أَجْمَعِيْنَ، أَمَّا بَعْدَ


    اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ

    মুহতারাম ভাইয়েরা- যখন আমার নিম্নোক্ত আর্টিকেলটি এই ফোরামে Publish হয়, তখন মুহতারাম Ibrahim Al Hindi ভাই কমেন্টে বলেছিলেন: “বিষয়টি নিয়ে আরো গবেষণার প্রয়োজন মনে করছি৷”
    মুহতারাম Ibrahim Al Hindi ভাইয়ের কমেন্টকে আমলে নিয়ে Google Map-এ চিত্র এক এর মানচিত্রটি দেখছিলাম৷

    চিত্র এক
    আর খেয়াল করছিলাম, বর্তমানে বাহ্যিক ভাবে কূটনৈতিক দিক থেকে,
    ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে চীনের সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে ভুটানের সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে নেপালের সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে মায়ানমারের সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে শ্রীলংকার সম্পর্ক ভাল যাচ্ছে না৷
    ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভাল যাচ্ছে না৷

    ভারতের সাথে চীনের সম্পর্ক ভাল যাচ্ছে না ফলে পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলংকা ও বাংলাদেশের সম্পর্কও ভাল যাচ্ছে না, কেননা এখন পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলংকা ও বাংলাদেশ চীন অভিমুখী!

    ভারতের চারপাশে কেউ নেই৷ পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলংকা, বাংলাদেশ ও চীন তো নেই-ই, এর উপর জম্মু ও কাশ্মীরে আছে যুদ্ধ পরিস্থিতি এবং লাদাখ, সিক্কিম ও অরুনাচল নিয়ে আছে চীনের সাথে বিরোধ৷ আবার জম্মু ও কাশ্মীরের ইস্যুকেও বলা যায় চীনের সাথে বিরোধ, কেননা জম্মু ও কাশ্মীরের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, আর পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক আছে৷ তো আমরা বলতেই পারি ভারতের চারপাশে চীন৷

    চিত্র দুই

    চীনের অন্যতম একটি উদ্দেশ্য হল বাংলাদেশের সমদ্র বন্দর ব্যবহার করা, আর এটা করতে হবে আবার চীন থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম এসে৷ কিন্তু রাক্ষুসে চীন কি এতটুকুতেই সন্তুষ্ট থাকবে? আমার মনে হয় না যে তারা সন্তুষ্ট থাকবে!

    চিত্র তিন


    চিত্র চার
    আমরা যদি চীনের মানচিত্রের দিকে তাকাই তবে স্পষ্ট দেখতে পাবো, চীনের বড় একটি অংশ সবুজ নয়, এর উপর আমরা জানি যে তাদের দেশে প্রচুর কারখানা রয়েছে, যা থেকে অনেক কার্বন নির্গত হয়৷
    China is the world's largest contributing country to CO2 emissions—a trend that has steadily risen over the years—now producing 10.06 billion metric tons of CO2. The biggest culprit of CO2 emissions for these countries is electricity, notably, burning coal.২৮ আগস্ট, ২০২১
    - Google
    তাই তারা তাদের কারখানাগুলো বাংলাদেশ ও মায়ানমারসহ অন্যান্য দেশে স্থানান্তর করতে চায়৷ আমি চিত্র পাঁচে বাংলাদেশ, মায়ানমার ও ভারতের (সিক্কিম, শিলিগুড়ি, দারজিলিং, মেঘালয়, অসম, নাগাল্যান্ড,মণিপুর, ত্রিপুরা, মিজোরাম) একসাথে দেখিয়েছি এই জন্য যে, চীন বাংলাদেশের সমুদ্র ও কারখানার জন্য মাটি ব্যবহার করতে মায়ানমার হয়ে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করেই সন্তুষ্ট থাকবে না৷ তাদের এই অংশটুকু চাই-ই চাই৷


    চিত্র পাঁচ

    ভারতের চারপাশে চীন, আর সাথে সাথেই স্মরণ হয়ে গেল একাধিক বক্তার মুখে শোনা সেই কথা, “হিন্দুস্থান চীনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হবে৷” কীভাবে ক্ষতিগ্রস্থ হবে? এই প্রশ্নটি মাথায় নিয়ে মানচিত্রটি আবার দেখছিলাম৷ লাদাখ, সিক্কিম ও অরুনাচল নিয়ে সার্চ করলাম৷ কিন্তু নজর গেল (চিত্র ছয়) ডিব্রুগড়, যোবহাট, আসাম, গুয়াহাটি ... হয়ে বাংলাদেশে প্রবেশ করা নদীটির দিকে৷

    চিত্র ছয়

    বিষয়টি নজরে আসতেই মনে হচ্ছিল সারি সারি মাল গাড়ী (ট্রাক) চীন থেকে এই নদীর তীরে এসে থামছে, আর নদীর বন্দর ও ঘাট ব্যবহার করে নৌযানে মাল তুলছে৷ মাল নিয়ে নদী পথে বাংলাদেশে প্রবেশ করছে, আর বাংলাদেশের নদী গুলোর দুই পাশে চীনাদের কারখানা৷ আর সেই কারখানাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরও কত কি!


    চিত্র সাত

    চিত্র আট কিন্তু এখানে তো পাহাড় আর পাহাড় ... , মনে প্রশ্ন জাগলো রাস্তা কি আছে সেখানে ?

    চিত্র আট

    হ্যাঁ, রাস্তা আছে, আসুন দেখি চিত্র নয়


    চিত্র নয়

    মাত্র একটা রাস্তা !!!
    হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।

  • #2
    এবার আসি যুক্তিতে, যদি চিত্র দশ এর লাল চিহ্নিত স্থানে রাস্তা (নাথুলা) হতে পারে, তবে হলুদ চিহ্নিত স্থানে রাস্তা হতে পারে না-কি? আর চীনের কাছে পাহাড় কেটে-ভেঙ্গে রাস্তা তৈরি করা পান্থা-ভাত, এমনটাই আমরা সবাই মনে করি!

    চিত্র দশ

    কিন্তু এখন প্রশ্ন আসে, ভারতের সিক্কিম, শিলিগুড়ি, দারজিলিং, মেঘালয়, অসম, নাগাল্যান্ড,মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি স্থানগুলো চীন কীভাবে দখল করবে?

    চিত্র এগারতে চিহ্নিত স্থানটিই সিক্কিম, শিলিগুড়ি, দারজিলিং, মেঘালয়, অসম, নাগাল্যান্ড,মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি স্থানগুলোকে মূল ভারতের সাথে যুক্ত করেছে, আর এই স্থানটি বাংলাদেশ ও নেপালের মাঝে, নেপাল ও বাংলাদেশের মাঝে এখানে বিশ মাইলের মত দূরত্ব৷ এই স্থানটি ভারতের হাত ছাড়া হলে ভারত উক্ত স্হানগুলোর নিয়ন্ত্রণ হারাবে৷ এমনিতেই তো নিয়ন্ত্রণ নেই আরও থাকবে না৷ এই হল এক নাম্বার৷

    চিত্র এগার

    আমরা যদি চিত্র বার দেখি তবে দেখতে পাবো শিলিগুড়ি, দারজিলিং ... বাংলাদেশের ছিল৷ চীন বাংলাদেশকে বলবে, তোমরা এই অঞ্চলগুলো দাবি করো, লড়াই করো আমরা তোমাদের সাথে আছি৷ এই হচ্ছে দুই নাম্বার।

    চিত্র বার

    আমরা হয়তো শোনেছি, চীন-তাইওয়ানে উত্তেজনা চলছেে। আর এই উত্তেজনায় আমেরিকা বলেছে তাইওয়ানের পক্ষ নিবে, যেহেতু ভারত আমেরিকা অভিমুখী সেহেতু ভারত চীন বিরোধী কাজ করবে, ফলে চীন এই ভিত্তিতে ভারতের সাথে লড়াই করে উক্ত স্থানগুলো দখলে নিবে। এই হচ্ছে তিন নম্বার।
    বুধবার পার্লামেন্টারি কমিটির কাছে চেং জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে তাইওয়ানে পূর্ণমাত্রায় আগ্রাসন চালানোর সামর্থ্য অর্জন করবে। তবে অনেক কিছু বিবেচনা করে বেইজিং সহজেই যুদ্ধ শুরু করতে চাইবে না। -Google

    --------------------





    উইঘুরের মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে কি কারণে ?
    রোহিঙ্গাদেরকে নির্যাতন কি কারণে ?
    বাংলাদেশে চীনা কম্পানিতে চাকুরী করলেওলারা কেন সলাত আদায় করতে পারে না ? কেন তারাবী আদায়কালে লাথি দেওয়া হয় ?
    আসামে নির্যাতন কি কারণে ?

    রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে, আসামীদেরকেও বের করে দেওয়ার কথা আসে কেন?

    হিন্দুস্তানীদের সাথে রোহিঙ্গাদের মত আচরণ করা হবে, ফিলিস্তিনিদের মত আচরণ করা হবে, এমন কথা কেন আসে ?

    কোথায় যেন এক মিল খুঁজে পাওয়া যায়!
    হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।

    Comment


    • #3
      ....................
      “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

      Comment


      • #4
        আল্লাহ আপনার মেধায় আরো বরকত দান করুন। আমীন
        ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

        Comment

        Working...
        X