মুহতারাম ভাই ! একটু ............।
আমাদের একজন মুসলিম ভাই কয়েকদিন পুর্বে আখেরাতের পথে যাত্রা করেছেন। ওনার ফুটফুটে চার/ পাঁচটি ছেলে মেয়ে রয়েছে। ওনার বিধবা স্ত্রী এই এতিম ও অসহায় সন্তানাদি স্বামীর করা পঞ্চাশ হাজারেরও বেশি ঋণের বোঝা নিয়ে মূষরে পড়ছেন।পরিবারটির মুরুব্বি বলতে এখন তেমন কেউ নেই। যারাও আছেন, তারা এরকম অচল। এঁদের এখন কি উপায় হবে আল্লাহই জানেন!। কেউ যদি গণতন্ত্র ও ব্র্যাক- আশা জাতীয় এন জি ও গুলোর ধ্বংসাত্মক সিস্টেমের বাস্তব উদাহরন দেখতে চান তাহলে এই পরিবারটিকে দেখুন।
হে আমার অদেখা ভাই ! আমি তার জানাজায় গিয়েছিলাম। তার অসহায়, নাবালক ছেলে মেয়ে ও স্ত্রীর বুকফাটা আর্তনাদ শুনেছিলাম। আমার ভাই! শুধু আমি নই, ওনার মেয়েগুলোর " বাবাগো ! আমাদেরে কোন সাগরে ভাসিয়ে চলে গেলে!। ও বাবা ! বাবা! তুমি আমাদেরে তোমার সাথে নিয়ে যাও!" আহাজারি শুনে পশু পাখিও বোধহয় কেঁদেছিল।
হে আমার অজানা বন্ধু! তুমি হয়তো মজাদার সব খানা খাচ্ছ! আরাম বিছানায় ঘুমাচ্ছ! পিতার আদর ও সোহাগ পেয়ে যাচ্ছ! তুমি কি তোমার ওঁই বিধবা জননী ও বাপহারা তোমার ভাইবোনদের কথা একটুও ভেবেছ! যারা এতদিন তরকারীর পরিবর্তে ক্ষেতের ঘাস সিদ্ধ করে খেত! আর এখন কি খাবে!? আমরা জানি এ রকম পরিবার গ্রাম বাংলায় বেশুমার।
হে আমার ভাই! আমিও কেঁদেছিলাম। হয়তোবা তুমিও কাঁদছ। তুমি হয়তো সাহায্য করতে পারছনা। তুমি কি এই অসহায় ও তাঁদের ঘরের একমাত্র কর্মক্ষম আখেরাতের পথযাত্রীর জন্য আল্লাহর কাছে একটুও দোয়া করবেনা!? এবং শত শত পরিবারে আহাজারি সৃষ্টিকারী এই ধ্বংসাত্মক জীবনব্যবস্থার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবেনা!? হায়! মুক্তির পয়গাম তিনি কবে আসবেন? সবাই যে তাঁরই প্রতিক্ষায়........
আমাদের একজন মুসলিম ভাই কয়েকদিন পুর্বে আখেরাতের পথে যাত্রা করেছেন। ওনার ফুটফুটে চার/ পাঁচটি ছেলে মেয়ে রয়েছে। ওনার বিধবা স্ত্রী এই এতিম ও অসহায় সন্তানাদি স্বামীর করা পঞ্চাশ হাজারেরও বেশি ঋণের বোঝা নিয়ে মূষরে পড়ছেন।পরিবারটির মুরুব্বি বলতে এখন তেমন কেউ নেই। যারাও আছেন, তারা এরকম অচল। এঁদের এখন কি উপায় হবে আল্লাহই জানেন!। কেউ যদি গণতন্ত্র ও ব্র্যাক- আশা জাতীয় এন জি ও গুলোর ধ্বংসাত্মক সিস্টেমের বাস্তব উদাহরন দেখতে চান তাহলে এই পরিবারটিকে দেখুন।
হে আমার অদেখা ভাই ! আমি তার জানাজায় গিয়েছিলাম। তার অসহায়, নাবালক ছেলে মেয়ে ও স্ত্রীর বুকফাটা আর্তনাদ শুনেছিলাম। আমার ভাই! শুধু আমি নই, ওনার মেয়েগুলোর " বাবাগো ! আমাদেরে কোন সাগরে ভাসিয়ে চলে গেলে!। ও বাবা ! বাবা! তুমি আমাদেরে তোমার সাথে নিয়ে যাও!" আহাজারি শুনে পশু পাখিও বোধহয় কেঁদেছিল।
হে আমার অজানা বন্ধু! তুমি হয়তো মজাদার সব খানা খাচ্ছ! আরাম বিছানায় ঘুমাচ্ছ! পিতার আদর ও সোহাগ পেয়ে যাচ্ছ! তুমি কি তোমার ওঁই বিধবা জননী ও বাপহারা তোমার ভাইবোনদের কথা একটুও ভেবেছ! যারা এতদিন তরকারীর পরিবর্তে ক্ষেতের ঘাস সিদ্ধ করে খেত! আর এখন কি খাবে!? আমরা জানি এ রকম পরিবার গ্রাম বাংলায় বেশুমার।
হে আমার ভাই! আমিও কেঁদেছিলাম। হয়তোবা তুমিও কাঁদছ। তুমি হয়তো সাহায্য করতে পারছনা। তুমি কি এই অসহায় ও তাঁদের ঘরের একমাত্র কর্মক্ষম আখেরাতের পথযাত্রীর জন্য আল্লাহর কাছে একটুও দোয়া করবেনা!? এবং শত শত পরিবারে আহাজারি সৃষ্টিকারী এই ধ্বংসাত্মক জীবনব্যবস্থার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবেনা!? হায়! মুক্তির পয়গাম তিনি কবে আসবেন? সবাই যে তাঁরই প্রতিক্ষায়........
Comment