অটল থাকুন সীরাতে মুসতাকীমের উপরঃ-
আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম (রঃ) বলেনঃ যে ব্যক্তি দুনিয়াতে সীরাতে মুসতাকীম তথা আল্লাহর দ্বীনের উপর দৃঢ় ও মজবুত থাকবে, কিয়ামতের দিন জাহান্নামের উপর যেই সীরাত স্থাপন করা হবে এবং যা পার হওয়া ব্যতীত কারও পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তাতেও সে স্থীর ও দৃঢ়পদ থাকবে। দুনিয়াতে সীরাতে মুস্তাকীমের উপর দৃঢ়তা ও মজবুতী অনুপাতেই জাহান্নামের উপর স্থাপিত পুলে দৃঢ়তা মজবুতী হবে।
হে মুসলিম ভাই! দুনিয়াতে আল্লাহর সীরাতে (পথে) চলার গতি অনুপাতেই পুলসিরাতের উপর তোমার চলার গতি হবে। তুমি যদি এখানে দ্বীনের পথে দ্রুত অগ্রসর হও, পুলসিরাতেও তোমার গতি হবে দ্রুত, এখানে যদি তোমার গতি হয় মন্থর, পুলসীরাতেও তোমার গতি হবে দুর্বল।
দুনিয়াতে মানুষকে আল্লাহর সীরাতে মুস্তাকীম তথা সঠিক পথে চলতে যে জিনিষগুলো বাধা দেয়, তা হল, (১) شبهات শুবহাত (কুফর, শির্ক, বিদআত, নিফাকী ও দ্বীনের ব্যাপারে সংসয়-সন্দেহ) (২) شهوات শাহওয়াত (কুপ্রবৃত্তি, লালসা, অন্যায় যৌন কামনা ইত্যাদি)।
ইমাম ইবনুল কাইয়্যিম (রঃ) আরও বলেনঃ দুনিয়ার শুবুহাত ও শাহওয়াতগুলোই পুলসীরাতের কাঁটায় (বক্র মাথা বিশিষ্ট বড়শিতে) পরিণত হবে। দুনিয়াতে যে বেশী পরিমাণ শুবুহাত ও শাহওয়াতে লিপ্ত হবে কিয়ামতের দিন পুলসীরাতের কাঁটার আঘাতও তার শরীরে বেশী লাগবে। আর দুনিয়াতে যে শুবহাত ও শাহওয়াত থেকে দূরে থাকবে কিংবা তাতে কমই লিপ্ত হবে, তার শরীরে পুলসীরাতের কাঁটার আঘাতও কম লাগবে।
আল্লাহ তাআলা বলেনঃ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ তোমার প্রভু বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করবেন না।
(সূরা ফুসসিলাতঃ ৪৬)
Comment