আমি রাষ্ট্রদ্রোহী!
আবু উসাইমিন
যে রাষ্ট্রে চলে কুফুরী বিধান, কুরআনের দাম নাহি
আমি তো বলি কুরআনের কথা, আমি সে রাষ্ট্রদ্রোহী!
যেখানে ছড়ায় ‘সত্যগুজব!’ মিথ্যাটা হলো সহি!
আমি তো গাহি সত্যের গান, আমি সে রাষ্ট্রদ্রোহী!
আমি রাষ্ট্রদ্রোহী যে রাষ্ট্রে দূর্নীতি চলে সদা,
রাস্তাঘাঁটে জনতার কাছে পুলিশও খুঁজে চাঁদা!
‘রাষ্ট্রদ্রোহী’ বলে আমায় যারা দেয় অপবাদ,
শুনেছি আমার সত্য কথায়, বাড়ে তাদের আঘাত!
আমি নাকি চাই কুরআন দিয়ে মিটাতে বাদ-বিবাদ!
আমি নাকি চাই সন্ত্রাস দমনে করতে আল-জিহাদ।
কুরআনের কথা বলাটাই মূলত আমাদের অপরাধ!
পারবো না ভাই ছাড়তে এপথ, দাও শত অপবাদ!
কী করি বলো?! এ অপরাধ কভু শোধরাবো নাহি!
বলুক মোরে বিদ্রোহী ওরা, বলুক রাষ্ট্রদ্রোহী!
Comment