Announcement

Collapse
No announcement yet.

স্বদেশের কথা বলছি! কবিতা।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • স্বদেশের কথা বলছি! কবিতা।



    স্বদেশের কথা বলছি!



    অশ্লীলতা, গান-বাজনায় কাটে কাহারো রাত,
    কেউ তো আবার সারাদিন খাঁটে যোগাতে তাহার ভাত!
    ক্ষমতার মোহে কাহারো আবার রঞ্জিত দু’হাত,
    টাকার জোরে পার পেয়ে যায়, থাক্ যত অপরাধ!
    এ কোন উপাখ্যান নয়, বলছি স্বদেশের কথা
    সত্য বললে যেথায় অনেকের শুরু হয় মাথাব্যাথা!
    যেখানে শাসক আর শাসিতের মাঝে শোষণের পরিচয়
    শোষিতে পারিলেই তাকে শাসক যেখানে কয়!


    হাসিনা এখন সকলের মুখে সেরা শাসকের নাম
    অল্প সময়ে দেখিয়েছে সে, আজব যত কাম!
    ১৩’তে যাদের মাথা ফাটালো, ঝরালো বুকের রক্ত
    ১৮’তে এসে তারাই নাকি হাসিনার প্রিয় ভক্ত!
    হাসিনা এখন ক্বওমী মাতা, জনতার আপনজন!
    তিন তিন বার পাশ করেছে, লুটে জনতার ধন!
    তাতে কী?! শাসিতের ধন শাসকের ঘরে!
    দেশ নাকি ভেসে গেল উন্নতির জোয়ারে!
    জোয়ারের তোড়ে ডুবে মরলো, সাঁতারে অজ্ঞ লোক
    বাঁচাতে তাদের কেউ এলো না, সকলে করলো ভোগ!
    কী জানি! কখন ভাটা পড়ে যায় দেশে!
    সময় নষ্ট করলে, উপায় কী হবে শেষে!?
    জোয়ারে ধনীর ধন বাড়লো, গরিব মরলো ডুবে!
    আর, শাসক শোনায় বীরদর্পে- ‘উন্নতি আরো হবে!’
    “ আমি আবেগী হতে পারি, তবে নই বাস্তবতায় বিমুখ,
    জানি কারাগার কেড়ে নিতে পারে মোর জীবনের সব সুখ।
    জেনে *বুঝেই আমি বেছে নিয়েছি শত কষ্টের এই পথ,
    যে পথ নিয়ে যাবে জান্নাতে, সে পথে অটল থাকার করেছি শপথ।”

  • #2
    মাশা-আল্লাহ!

    বারাকাল্লাহু ফী 'ইলমিক...
    বিবেক দিয়ে কোরআনকে নয়,
    কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

    Comment


    • #3
      আমাদের শিল্পী ভাইয়েরা,এই কবিতাটি গেয়ে ফোরামে দিলে অনেকেই উপকৃত হবে,ইনশাআল্লাহ।
      বিলাসিতা জিহাদের শুত্রু,শাইখ উসামা রাহ।

      Comment

      Working...
      X