Announcement

Collapse
No announcement yet.

কবিতা | মুহাজিরদের প্রতি |

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কবিতা | মুহাজিরদের প্রতি |

    বন্ধুর ঘরে সকাল-সন্ধ্যার যাতায়াত
    সাক্ষ্য দেয় প্রকৃত বন্ধুত্বের,
    একদা নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে দুপুরে
    চুপিচুপি বন্ধু হাজির হয় বন্ধুর বাড়ি
    এসে গেছে কাঙ্খিত সে সময়
    মিলেছে আজ শিরকের স্থান থেকে হিজরতের অনুমতি।

    বন্ধু খুশিতে কাঁদে অঝোরে,
    দ্রুত সম্পন্ন করে ফেলে হিজরতের আয়োজন
    আল্লাহর নবীর সহচরী, বিপদসঙ্কুল সফরের সঙ্গী,
    এমন মর্যাদা যে আবু বকরের জন্যই ছিল বাকী!

    উমরের যামানায় লোকেরা আলোচনা করছিলো,
    তারা বারবার আবু বকরকে উমরের নীচেই রাখছিলো,
    এমন কথাবার্তা পৌঁছে গেলে উমরের কানে
    বললেন তিনি অসন্তুষ্ট হয়ে,
    'উমরের সমস্ত খান্দানের জিন্দেগীর চেয়ে
    শ্রেষ্ঠ যে আবু বকরের সে একটি রাত-ই! '

    কন্যা আসমা নিজ কোমরবন্ধনী ছিড়ে বেঁধে দিলেন খাবারের পুটলী,
    ছেলে আব্দুল্লাহ সন্তর্পণে সন্ধ্যাকালে গুহায় ভেড়াত বকরীগুলি,
    যে গুহায় তিন দিন, তিন রাত ছিলেন শ্রেষ্ঠ নবীজী।
    তোমাদের চেয়ে উত্তম পরিবার আর কেইবা হতে পারে?
    শত-হাজার সালাম তোমাদের,
    হে আবু বকর পরিবার!
    তোমরাই হলে রাসূলুল্লাহর জন্য প্রথম আনসার!

    গুহা থেকে বাইরে শত্রুদের পা দেখা যায়!
    আবু বকর উদ্বিগ্ন ও অশান্ত হলেন রাসূলের চিন্তায়।
    অভয় দিয়ে বললেন রাসূলুল্লাহ, 'ভয় পেয়ো না,
    আমাদের সাথে রয়েছেন আল্লাহ। '

    হ্যাঁ। আল্লাহ! তিনিই তো আমাদের শ্রেষ্ঠ সঙ্গী।
    অতএব, প্রশান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক-
    কিয়ামত পর্যন্ত আগত সকল মুহাজিরদের প্রতি।
    Last edited by Abu Zor Gifari; 02-19-2019, 12:36 PM.
    আল্লাহ আমাকে মাফ করুন ও ক্ষমা করে দিন।
    হয়তো শরীয়াহ নয়ত শাহাদাহ।

  • #2
    গদ্যকবিতা লেখার জন্য আলাদা করে ধন্যবাদ।ফোরামে দীর্ঘদিনেও কারো গদ্যকবিতা চোখে পড়েনি।
    জাযাকুমুল্লাহু খাইরান।
    অব্যাহত রাখুন ইনশাআল্লাহ।

    Comment


    • #3
      আপনার কবিতাটা ভালো লেগেছে।
      গদ্যকবিতায় অন্ত্যমিলেরর প্রতি আরেকটু নির্লোভ থেকে বাক্যকাঠামো,শব্দের বুনোট,ও ঋজু ছন্দের প্রতি(হোক তা অমিত্রাক্ষর) প্রতি মনোযোগ দিলে মনে হয় আরো সুন্দর হবে।শুভেচ্ছা ও শুভকামনা রইল।

      Comment


      • #4
        শুকরিয়া। ভাই উপকারী কমেন্ট করেছেন। দুয়া চাই যাতে কন্টিনিউ লিখতে পারি।
        আল্লাহ আমাকে মাফ করুন ও ক্ষমা করে দিন।
        হয়তো শরীয়াহ নয়ত শাহাদাহ।

        Comment


        • #5
          অতএব, প্রশান্তিনিরাপত্তা অবতীর্ণ হোক-
          কিয়ামত পর্যন্ত আগত সকল মুহাজিরদের প্রতি।


          [সম্পূর্ণ পোস্ট কোট করা নিয়ম বহির্ভূত - মোডারেটর]
          Last edited by Rakibul Hassan; 09-22-2024, 09:16 AM.

          Comment

          Working...
          X