বন্ধুর ঘরে সকাল-সন্ধ্যার যাতায়াত
সাক্ষ্য দেয় প্রকৃত বন্ধুত্বের,
একদা নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে দুপুরে
চুপিচুপি বন্ধু হাজির হয় বন্ধুর বাড়ি
এসে গেছে কাঙ্খিত সে সময়
মিলেছে আজ শিরকের স্থান থেকে হিজরতের অনুমতি।
বন্ধু খুশিতে কাঁদে অঝোরে,
দ্রুত সম্পন্ন করে ফেলে হিজরতের আয়োজন
আল্লাহর নবীর সহচরী, বিপদসঙ্কুল সফরের সঙ্গী,
এমন মর্যাদা যে আবু বকরের জন্যই ছিল বাকী!
উমরের যামানায় লোকেরা আলোচনা করছিলো,
তারা বারবার আবু বকরকে উমরের নীচেই রাখছিলো,
এমন কথাবার্তা পৌঁছে গেলে উমরের কানে
বললেন তিনি অসন্তুষ্ট হয়ে,
'উমরের সমস্ত খান্দানের জিন্দেগীর চেয়ে
শ্রেষ্ঠ যে আবু বকরের সে একটি রাত-ই! '
কন্যা আসমা নিজ কোমরবন্ধনী ছিড়ে বেঁধে দিলেন খাবারের পুটলী,
ছেলে আব্দুল্লাহ সন্তর্পণে সন্ধ্যাকালে গুহায় ভেড়াত বকরীগুলি,
যে গুহায় তিন দিন, তিন রাত ছিলেন শ্রেষ্ঠ নবীজী।
তোমাদের চেয়ে উত্তম পরিবার আর কেইবা হতে পারে?
শত-হাজার সালাম তোমাদের,
হে আবু বকর পরিবার!
তোমরাই হলে রাসূলুল্লাহর জন্য প্রথম আনসার!
গুহা থেকে বাইরে শত্রুদের পা দেখা যায়!
আবু বকর উদ্বিগ্ন ও অশান্ত হলেন রাসূলের চিন্তায়।
অভয় দিয়ে বললেন রাসূলুল্লাহ, 'ভয় পেয়ো না,
আমাদের সাথে রয়েছেন আল্লাহ। '
হ্যাঁ। আল্লাহ! তিনিই তো আমাদের শ্রেষ্ঠ সঙ্গী।
অতএব, প্রশান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক-
কিয়ামত পর্যন্ত আগত সকল মুহাজিরদের প্রতি।
সাক্ষ্য দেয় প্রকৃত বন্ধুত্বের,
একদা নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে দুপুরে
চুপিচুপি বন্ধু হাজির হয় বন্ধুর বাড়ি
এসে গেছে কাঙ্খিত সে সময়
মিলেছে আজ শিরকের স্থান থেকে হিজরতের অনুমতি।
বন্ধু খুশিতে কাঁদে অঝোরে,
দ্রুত সম্পন্ন করে ফেলে হিজরতের আয়োজন
আল্লাহর নবীর সহচরী, বিপদসঙ্কুল সফরের সঙ্গী,
এমন মর্যাদা যে আবু বকরের জন্যই ছিল বাকী!
উমরের যামানায় লোকেরা আলোচনা করছিলো,
তারা বারবার আবু বকরকে উমরের নীচেই রাখছিলো,
এমন কথাবার্তা পৌঁছে গেলে উমরের কানে
বললেন তিনি অসন্তুষ্ট হয়ে,
'উমরের সমস্ত খান্দানের জিন্দেগীর চেয়ে
শ্রেষ্ঠ যে আবু বকরের সে একটি রাত-ই! '
কন্যা আসমা নিজ কোমরবন্ধনী ছিড়ে বেঁধে দিলেন খাবারের পুটলী,
ছেলে আব্দুল্লাহ সন্তর্পণে সন্ধ্যাকালে গুহায় ভেড়াত বকরীগুলি,
যে গুহায় তিন দিন, তিন রাত ছিলেন শ্রেষ্ঠ নবীজী।
তোমাদের চেয়ে উত্তম পরিবার আর কেইবা হতে পারে?
শত-হাজার সালাম তোমাদের,
হে আবু বকর পরিবার!
তোমরাই হলে রাসূলুল্লাহর জন্য প্রথম আনসার!
গুহা থেকে বাইরে শত্রুদের পা দেখা যায়!
আবু বকর উদ্বিগ্ন ও অশান্ত হলেন রাসূলের চিন্তায়।
অভয় দিয়ে বললেন রাসূলুল্লাহ, 'ভয় পেয়ো না,
আমাদের সাথে রয়েছেন আল্লাহ। '
হ্যাঁ। আল্লাহ! তিনিই তো আমাদের শ্রেষ্ঠ সঙ্গী।
অতএব, প্রশান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক-
কিয়ামত পর্যন্ত আগত সকল মুহাজিরদের প্রতি।
Comment