১ : (সূরা মা'ইদার ৫৪ নম্বর আয়াত অবলম্বনে।)
শোন হে মুমিন জাতি!
দ্বীন ছেড়ে যদি তোমরা কখনো হও বাতিলের সাথী,
আল্লা' তখন এমন একটি জাতি পাঠাবেন ভবে,
যাদের দ্বারাই আবার ধরায় এ দ্বীন কায়েম হবে।
আল্লা' তাদের ভালোবাসবেন, দিবেন শক্তি-বল।
তারাও বাসবে আল্লা'কে ভালো, তারাই হবে সফল।
মুমিনের প্রতি হবে তারা যেন স্নিগ্ধ ফুলের মত।
কাফেরের প্রতি হবে তারা যেন তরবারি উদ্যত!
আল্লা'র পথে করবে জিহাদ, যত বাধা হোক তবু।
নিন্দুকদের নিন্দার ভয় করবে না তারা কভু।
এ যে আল্লা'র করুণা অপার, যাকে চান দেন তিনি।
তিনি প্রাচুর্য দানকারী আর তিনিই অসীম জ্ঞানী।
২ : (সূরা নিসার ৭৫ নম্বর আয়াত অবলম্বনে।)
তোমাদের কী যে হলো!
আল্লা'র পথে করছো না কেন জিহাদ তোমরা বলো!
কত অসহায় নর-নারী আর নিষ্পাপ শিশু কত,
কেঁদে কেঁদে তারা করে ফরিয়াদ, বলে যায় অবিরত,
প্রভু গো! সইতে পারছি না আর এ জুলুম অবিচার।
জালিমের এই ভূমি থেকে কর আমাদের উদ্ধার।
এবং তোমার পক্ষ থেকেই আজ আমাদের তরে,
বন্ধু এবং সাহায্যকারী দাও নিযুক্ত করে!
শোন হে মুমিন জাতি!
দ্বীন ছেড়ে যদি তোমরা কখনো হও বাতিলের সাথী,
আল্লা' তখন এমন একটি জাতি পাঠাবেন ভবে,
যাদের দ্বারাই আবার ধরায় এ দ্বীন কায়েম হবে।
আল্লা' তাদের ভালোবাসবেন, দিবেন শক্তি-বল।
তারাও বাসবে আল্লা'কে ভালো, তারাই হবে সফল।
মুমিনের প্রতি হবে তারা যেন স্নিগ্ধ ফুলের মত।
কাফেরের প্রতি হবে তারা যেন তরবারি উদ্যত!
আল্লা'র পথে করবে জিহাদ, যত বাধা হোক তবু।
নিন্দুকদের নিন্দার ভয় করবে না তারা কভু।
এ যে আল্লা'র করুণা অপার, যাকে চান দেন তিনি।
তিনি প্রাচুর্য দানকারী আর তিনিই অসীম জ্ঞানী।
২ : (সূরা নিসার ৭৫ নম্বর আয়াত অবলম্বনে।)
তোমাদের কী যে হলো!
আল্লা'র পথে করছো না কেন জিহাদ তোমরা বলো!
কত অসহায় নর-নারী আর নিষ্পাপ শিশু কত,
কেঁদে কেঁদে তারা করে ফরিয়াদ, বলে যায় অবিরত,
প্রভু গো! সইতে পারছি না আর এ জুলুম অবিচার।
জালিমের এই ভূমি থেকে কর আমাদের উদ্ধার।
এবং তোমার পক্ষ থেকেই আজ আমাদের তরে,
বন্ধু এবং সাহায্যকারী দাও নিযুক্ত করে!
Comment