পতাকা আমার!
তমি উড্ডীন হও এই আকাশে আমার!!
চেয়ে দ্যাখো তোমাকে স্বাগত জানাতে
খোরাসান থেকে ইদলিব-
সর্বত্রই আজ উদ্বেলিত বিদ্রোহের বেসামাল ঢেউ।
এ জোয়ার আছড়ে পড়েছে এসে আদনে আবয়ান থেকে বঙোপসাগরের তীরে,
আমাদের আঙিনায়..নিজস্ব সৈকতে...
তোমাকে জড়িয়ে গায়ে; আবারো উঠেছে জেগে
এ ভূমির দামাল সন্তান।
পরম প্রশান্তির মতো কালো পতাকা আমার!!
এই বার তুমি এ আকাশে দীপ্তিমান হও-
কেননা-তোমার কালেমার মহিমাখচিত কৃষ্ণবর্ণ দেহ
আমাদের বুকের রক্তে বহুবার হয়েছে রঙিন,
কেননা তোমাকে সমুন্নত রাখতে ইলিয়াস খোরাসানী
কব্জি উড়ে গেলে
দুইবাহু দিয়ে তোমাকে
বুকে চেপে ধরেছিল তার অন্তিম নি:শ্বাসে
পতাকা আমার!
আজ তুমি উড্ডীন হও এই আকাশে আমার!
কারণ, তোমার জন্য
শিবির কর্মী থেকে জঙিতে পরিণত হওয়া কামরুল সুমনেরা
শত নির্যাতনের পরেও মুখ বুজে আছে তাগুতের কারাগারে..
তুমি আসবে বলেই- এলিট ফ্যামিলির
প্রাইভেট ভার্সিটি পড়ুয়া শুভ্র তাহসান এখন গৃহহীন ফেরারি একজন।
তোমাকে অভ্যর্থনা জানাতে আমাদের মহাব্যস্ত আবরার ভাই
বহুদিন হলো- ল্যাপটপে বসে থাকে,রাত্রে ঘুমায় না..
যদি তুমি আসো তবে
একটি ধর্ষনমুক্ত ভোরের সবুজ প্রত্যাশায় এখানে
অভিনন্দিত হবে
তোমাকে স্বাগত করবে মুখোশে মুখ ঢাকা সারি বেঁধে দাঁড়ানো গেরিলারা,
যারা তোমার স্বপ্নমগ্ন গোরাবা পাখির দল-তোমার জন্য উড়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে..
তোমাকে স্বাগত জানাবে
আমাদের পুড়ে যাওয়া আহত হৃদয়।
আর মৃদু বাতাসে সবটুকু মহিমা নিয়ে তুমি উড়তে থাকবে..মৃদু শিহরিত..কম্পিত....
তুমি যদি আসো তবে
তোমাকে স্বাগত করবে বিস্ফোরণে অর্ধেক উড়ে যাওয়া হাত,
স্বাগত করবে তোমাকে পুত্রশোক ভুলে যাওয়া বৃদ্ধার আনমনা স্বগতোক্তি
মিছিলবালকের অবোধ নিষ্পাপ বিস্মিত দৃষ্টি-;
তোমাকে স্বাগত করবে আমাদের এই রক্তাক্ত জনপদ।
পতাকা আমার!
তুমি উদ্ভাসিত হও এই আকাশে এবার
তুমি আসবে বলেই এই সবুজে শ্যামলে আজ
শহীদ তিতুর দল জেগেছে আবার....
তমি উড্ডীন হও এই আকাশে আমার!!
চেয়ে দ্যাখো তোমাকে স্বাগত জানাতে
খোরাসান থেকে ইদলিব-
সর্বত্রই আজ উদ্বেলিত বিদ্রোহের বেসামাল ঢেউ।
এ জোয়ার আছড়ে পড়েছে এসে আদনে আবয়ান থেকে বঙোপসাগরের তীরে,
আমাদের আঙিনায়..নিজস্ব সৈকতে...
তোমাকে জড়িয়ে গায়ে; আবারো উঠেছে জেগে
এ ভূমির দামাল সন্তান।
পরম প্রশান্তির মতো কালো পতাকা আমার!!
এই বার তুমি এ আকাশে দীপ্তিমান হও-
কেননা-তোমার কালেমার মহিমাখচিত কৃষ্ণবর্ণ দেহ
আমাদের বুকের রক্তে বহুবার হয়েছে রঙিন,
কেননা তোমাকে সমুন্নত রাখতে ইলিয়াস খোরাসানী
কব্জি উড়ে গেলে
দুইবাহু দিয়ে তোমাকে
বুকে চেপে ধরেছিল তার অন্তিম নি:শ্বাসে
পতাকা আমার!
আজ তুমি উড্ডীন হও এই আকাশে আমার!
কারণ, তোমার জন্য
শিবির কর্মী থেকে জঙিতে পরিণত হওয়া কামরুল সুমনেরা
শত নির্যাতনের পরেও মুখ বুজে আছে তাগুতের কারাগারে..
তুমি আসবে বলেই- এলিট ফ্যামিলির
প্রাইভেট ভার্সিটি পড়ুয়া শুভ্র তাহসান এখন গৃহহীন ফেরারি একজন।
তোমাকে অভ্যর্থনা জানাতে আমাদের মহাব্যস্ত আবরার ভাই
বহুদিন হলো- ল্যাপটপে বসে থাকে,রাত্রে ঘুমায় না..
যদি তুমি আসো তবে
একটি ধর্ষনমুক্ত ভোরের সবুজ প্রত্যাশায় এখানে
অভিনন্দিত হবে
তোমাকে স্বাগত করবে মুখোশে মুখ ঢাকা সারি বেঁধে দাঁড়ানো গেরিলারা,
যারা তোমার স্বপ্নমগ্ন গোরাবা পাখির দল-তোমার জন্য উড়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে..
তোমাকে স্বাগত জানাবে
আমাদের পুড়ে যাওয়া আহত হৃদয়।
আর মৃদু বাতাসে সবটুকু মহিমা নিয়ে তুমি উড়তে থাকবে..মৃদু শিহরিত..কম্পিত....
তুমি যদি আসো তবে
তোমাকে স্বাগত করবে বিস্ফোরণে অর্ধেক উড়ে যাওয়া হাত,
স্বাগত করবে তোমাকে পুত্রশোক ভুলে যাওয়া বৃদ্ধার আনমনা স্বগতোক্তি
মিছিলবালকের অবোধ নিষ্পাপ বিস্মিত দৃষ্টি-;
তোমাকে স্বাগত করবে আমাদের এই রক্তাক্ত জনপদ।
পতাকা আমার!
তুমি উদ্ভাসিত হও এই আকাশে এবার
তুমি আসবে বলেই এই সবুজে শ্যামলে আজ
শহীদ তিতুর দল জেগেছে আবার....
Comment