আমীর জাকির মুসার (রহঃ) শাহাদাত স্মরণে মর্সিয়া
0
শেকল ভাঙার ডাক দিয়ে এই জনপদে কারা এলো..
..."ভেঙে ফেলো ওই গোলামীর বেড়ি,জিন্জির ছিঁড়ে ফ্যালো..
কালেমা খচিত কালো সে পতাকা এখানে ওড়ায় কারা..
কার আশ্বাসে বুক বেঁধে আছে পিড়ীত সর্বহারা
********
1
যার হুংকারে গোটা ভারতের তাগুতের বুক কাঁপে
লাদাখের হিম গলে যায় যার ইমানের উত্তাপে!
ঝিলামের জল অশান্ত যার বিয়োগের বেদনায়..
-লাখো জনতার ঢল নামে সেই শায়েখের জানাযায়।।
2
জাকির মুসার জানাযায় দ্যাখো জনতার ঢল নামে
এই জনপদে বিপদে-আপদে আহবে ও সংগ্রামে
মিশে আছে যার রক্ত ও ঘাম;সে কি জাগবেনা আর!!
আকাশ কাঁদছে বাতাস কাঁদছে জাগো হে কমান্ডার।।
3
ওরা এসেছিল ওদের মহান নেতাকে বিদায় দিতে
ফেরেশ্তারাও এসেছিল বুঝি আসমানী ইঙ্গিতে
অঝোর ধারায় কেঁদেছে আকাশ গায়েবের ইশারায়
লাখো জনতার ঢল নামে দ্যাখো জাকিরের জানাযায়।
4
-"নেতা আমাদের-দোয়া করি- তুমি ভালো থেকো জান্নাতে
বেঁচে রবে তুমি বিশ্বাসীদের হাসি আর কান্নাতে
তোমার দেখানো স্বপ্নের পথে কাফেলা এগিয়ে যায়
-অযুত-নিযুত জনতার ঢল জাকিরের জানাযায়।।
0
শেকল ভাঙার ডাক দিয়ে এই জনপদে কারা এলো..
..."ভেঙে ফেলো ওই গোলামীর বেড়ি,জিন্জির ছিঁড়ে ফ্যালো..
কালেমা খচিত কালো সে পতাকা এখানে ওড়ায় কারা..
কার আশ্বাসে বুক বেঁধে আছে পিড়ীত সর্বহারা
********
1
যার হুংকারে গোটা ভারতের তাগুতের বুক কাঁপে
লাদাখের হিম গলে যায় যার ইমানের উত্তাপে!
ঝিলামের জল অশান্ত যার বিয়োগের বেদনায়..
-লাখো জনতার ঢল নামে সেই শায়েখের জানাযায়।।
2
জাকির মুসার জানাযায় দ্যাখো জনতার ঢল নামে
এই জনপদে বিপদে-আপদে আহবে ও সংগ্রামে
মিশে আছে যার রক্ত ও ঘাম;সে কি জাগবেনা আর!!
আকাশ কাঁদছে বাতাস কাঁদছে জাগো হে কমান্ডার।।
3
ওরা এসেছিল ওদের মহান নেতাকে বিদায় দিতে
ফেরেশ্তারাও এসেছিল বুঝি আসমানী ইঙ্গিতে
অঝোর ধারায় কেঁদেছে আকাশ গায়েবের ইশারায়
লাখো জনতার ঢল নামে দ্যাখো জাকিরের জানাযায়।
4
-"নেতা আমাদের-দোয়া করি- তুমি ভালো থেকো জান্নাতে
বেঁচে রবে তুমি বিশ্বাসীদের হাসি আর কান্নাতে
তোমার দেখানো স্বপ্নের পথে কাফেলা এগিয়ে যায়
-অযুত-নিযুত জনতার ঢল জাকিরের জানাযায়।।
Comment