Announcement

Collapse
No announcement yet.

এখনো সময় আছে || কবিতা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • এখনো সময় আছে || কবিতা

    *এখনো সময় আছে*

    তোমার ভূমিতে অনেক আগেই প্রবেশ করেছে তারা।
    একে একে সব শহর তোমার হয়ে গেছে হাতছাড়া।
    চারদিক জুড়ে চালিয়েছে তারা পাশবিক তাণ্ডব।
    তবুও তোমার ভাঙলো না ঘুম হলোনা তা অনুভব!
    এবার তোমার রাজধানীতেই করেছে আক্রমণ।
    এখনো কি তুমি জাগবেনা তবু! ঘুমিয়ে কাটাবে ক্ষণ!

    তোমার বাড়ির আঙিনা তো ওরা নিয়েছে দখল করে।
    লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালিয়েছে সব ঘরে।
    মহা উল্লাসে মেতেছে এখন হিংস্র পিশাচ হেন।
    তবুও রয়েছো উদাসীন তুমি, কিছুই হয়নি যেন।
    অবশেষে ওরা এবার তোমার ঘরেই পড়ছে ঢুকে।
    এখনো কি তুমি বসেই থাকবে! দাঁড়াবেনা তুমি রুখে!

    তোমার পুরোটা দেহই ওদের হিংস্র নখের ঘায়-
    রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত হয়ে গেছে আজ হায়!
    ধুলোতেই মিশে গিয়েছে তোমার সব মান-সম্মান।
    তবু তুমি যেন অনুভূতিহীন নিস্তেজ নিষ্প্রাণ।
    এবার তোমার হৃদপিণ্ডেই পড়েছে ওদের হাত।
    এখনো কি ঘুম ভাঙবেনা তবু! কাটবেনা কালো রাত!

    এখনো কি তুমি অন্যায় আর অবিচার যাবে সয়ে!
    এখনো কি তুমি উঠবেনা জ্বলে ঈমানী বারুদ লয়ে!
    এখনো কি তুমি সব বাতিলের ধরবেনা টুটি চেপে!
    এখনো কি তুমি প্রতিশোধ নিতে উঠবেনা রেগে ক্ষেপে!
    এখনো কি তুমি উঠবেনা জেগে মহা প্রলয়ের মত!
    এখনো কি তুমি দেখিয়ে দিবেনা তুমি চির উন্নত!

    উঠো জেগে উঠো দুর্বার বেগে, এখনো সময় আছে।
    লাঞ্ছিত হয়ে বাঁচার মূল্য নেই আল্লাহর কাছে!
    হয়তো শরীয়াহ্, নয়তো শাহাদাহ্!

  • #2
    মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তা‘আলা আপনার মেহনতকে কবুল করুন এবং তাতে বারাকাহ দান করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment


    • #3
      আমীন,
      শুকরিয়া ভাই,
      জাযাকাল্লাহু খাইরান,
      হয়তো শরীয়াহ্, নয়তো শাহাদাহ্!

      Comment


      • #4
        মাশাআল্লাহ, আল্লাহ্* আপনাকে কবুল করুক। আমীন।
        We'll win or die, we'll never surrender
        -Omar Mukhtar

        Comment


        • #5
          মাশা'আল্লাহ। খুব সুন্দর হয়েছে।
          আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
          জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
          বিইযনিল্লাহ!

          Comment

          Working...
          X