*ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান*
জিহাদের দ্বারা প্রকাশিত হয় নিফাক আর ঈমান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
জিহাদের কথা শুনলে মুমিন পায়না কখনো ডর।
ঈমানের জোর বেড়ে যার তার খুশি হয় অন্তর।
জিহাদের কথা শুনে মুনাফিক ভয়ে কাঁপে থরথর।
জিহাদের ডাক আসলেই তার গায়ে উঠে যায় জ্বর।
অথচ জিহাদ আল্লাহর দেয়া শ্রেষ্ঠ এক বিধান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
মুমিন তো চায় আল্লাহর পথে যেন সে শহীদ হয়।
জিহাদের মাঠে মৃত্যুকে তাই খুঁজে সে সব সময়।
মুনাফিক সে তো মৃত্যুকে পায় সবচেয়ে বেশি ভয়।
সবকিছু তাই করতে পারে সে কিন্তু জিহাদ নয়।
অথচ জিহাদ মুমিনগণকে এনে দেয় সম্মান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
মুমিন কখনো চায় না দুনিয়া, চায় শুধু আখেরাত।
ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে তাই করে যায় সে জিহাদ।
মুনাফিক সে তো দুনিয়া নিয়েই পড়ে থাকে দিনরাত।
বিলাসিতা আর ভোগের মাঝেই হয়ে থাকে উন্মাদ।
অথচ জিহাদ উভয় জাহানে বয়ে আনে কল্যাণ।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
জিহাদের দ্বারা প্রকাশিত হয় নিফাক আর ঈমান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
জিহাদের কথা শুনলে মুমিন পায়না কখনো ডর।
ঈমানের জোর বেড়ে যার তার খুশি হয় অন্তর।
জিহাদের কথা শুনে মুনাফিক ভয়ে কাঁপে থরথর।
জিহাদের ডাক আসলেই তার গায়ে উঠে যায় জ্বর।
অথচ জিহাদ আল্লাহর দেয়া শ্রেষ্ঠ এক বিধান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
মুমিন তো চায় আল্লাহর পথে যেন সে শহীদ হয়।
জিহাদের মাঠে মৃত্যুকে তাই খুঁজে সে সব সময়।
মুনাফিক সে তো মৃত্যুকে পায় সবচেয়ে বেশি ভয়।
সবকিছু তাই করতে পারে সে কিন্তু জিহাদ নয়।
অথচ জিহাদ মুমিনগণকে এনে দেয় সম্মান।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
মুমিন কখনো চায় না দুনিয়া, চায় শুধু আখেরাত।
ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে তাই করে যায় সে জিহাদ।
মুনাফিক সে তো দুনিয়া নিয়েই পড়ে থাকে দিনরাত।
বিলাসিতা আর ভোগের মাঝেই হয়ে থাকে উন্মাদ।
অথচ জিহাদ উভয় জাহানে বয়ে আনে কল্যাণ।
ঈমান এবং নিফাকের মাঝে জিহাদই ব্যবধান।
Comment