এক জঙ্গীর ব্যথিত হৃদয়ের আর্তনাদ!
যখন আমার ভূমি কেড়ে নিলো,
হানলো আঘাত বুকে,
বিবৃতি দিয়ে ক্ষান্ত হলে,
পাশে ছিলে না শোকে।
যখন হাতে অস্ত্র নিলাম,
ফিরাতে আমার ভূমি,
আমায় কেন জঙ্গীবাদী
আখ্যা দিলে তুমি?
এই কি তোমার মানবতা!
এই কি তোমার নীতি!?
মুসলমানের রক্ত নিয়ে
কাফেরের সাথে প্রীতি!
মুসলমানের খুন সাগরে
ভাসছো তুমি ভেলায়!
বুক ফুলিয়ে বলছো আমায়
‘জঙ্গীবাদী, শালায়!’
খুব অচিরেই আসবে সেদিন
দেখবে তুমি চেয়ে,
জঙ্গী শালায় আসছে দেখে,
মরছো আঘাত পেয়ে!
তখনও কি তোমার চোখে
জঙ্গী আমি হবো?!
নাকি তোমার অন্তরে ভাই
একটু জায়গা পাবো?
জঙ্গী বলে আমায় তুমি
ঠেলে দিয়ো না দূরে,
তোমার বন্ধু-সন্তান আমি,
ব্যাথা লাগে অন্তরে।
তোমার সুখের জন্যই তো
ছাড়লাম বাড়িঘর,
তবুও বন্ধু তোমাদের চোখে,
আমি কেন আজও পর?
আমি কেন আজও পর?
___________________________
যখন আমার ভূমি কেড়ে নিলো,
হানলো আঘাত বুকে,
বিবৃতি দিয়ে ক্ষান্ত হলে,
পাশে ছিলে না শোকে।
যখন হাতে অস্ত্র নিলাম,
ফিরাতে আমার ভূমি,
আমায় কেন জঙ্গীবাদী
আখ্যা দিলে তুমি?
এই কি তোমার মানবতা!
এই কি তোমার নীতি!?
মুসলমানের রক্ত নিয়ে
কাফেরের সাথে প্রীতি!
মুসলমানের খুন সাগরে
ভাসছো তুমি ভেলায়!
বুক ফুলিয়ে বলছো আমায়
‘জঙ্গীবাদী, শালায়!’
খুব অচিরেই আসবে সেদিন
দেখবে তুমি চেয়ে,
জঙ্গী শালায় আসছে দেখে,
মরছো আঘাত পেয়ে!
তখনও কি তোমার চোখে
জঙ্গী আমি হবো?!
নাকি তোমার অন্তরে ভাই
একটু জায়গা পাবো?
জঙ্গী বলে আমায় তুমি
ঠেলে দিয়ো না দূরে,
তোমার বন্ধু-সন্তান আমি,
ব্যাথা লাগে অন্তরে।
তোমার সুখের জন্যই তো
ছাড়লাম বাড়িঘর,
তবুও বন্ধু তোমাদের চোখে,
আমি কেন আজও পর?
Comment