Announcement

Collapse
No announcement yet.

মহীয়সী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মহীয়সী




    ঘর ছেড়ে দিয়ে ফেরারী হলাম যার হাতে রেখে হাত
    তার চলে যাওয়া যদি বা জীবনে নামায় গহীন রাত
    যদিও আমার সোনামণিদের দুচোখে জলের ধারা
    তোমার জন্য যদি হতে হয় আমাকে সর্বহারা
    ভুলে যেতে হয় যাপিত জীবন-বিদিত জন্মভূমি
    ভুলে যাবো সব;লাগবেনা কিছু যদি সাথে থাকো তুমি।

    ভুলে গেছি সব আরাম আয়েশ,স্নিগ্ধ ফাগুন হাওয়া
    ভুলে আছি সব মখমল দিন-এই ভালো;ভুলে যাওয়া।
    আমার জন্য যদি আকাশের দরোজাটা খোলা থাকে
    সব বিরহকে করছি কবুল জীবনের বাঁকে বাঁকে।

    এখানে এখন দারুণ আধার,জীর্ণ মাটির ঘর।
    এখানে আমরা দেখিনা আকাশ শেষ বিকেলের পর
    আমাকে ছেড়ে সে বহুদূরে ছিল-হয়নিকো খুনসুটি
    মুক্ত বাতাসে সোনামণিদের হয়নিকো ছুটোছুটি
    মোমের আলোয় এখানে যখন নামছে গভীর রাত
    কেউ জানবেনা এখানেই আমার সুশোভিত জান্নাত..

    বহুদিন হল বন্ধুর পথে অবিরাম পথচলা
    কত যে বিরহ,কত যে বেদনা- কখনো হয়নি বলা।
    বুকে চেপে রেখে পথ হেঁটে যাবো-থামবোনা কিছুতেই
    না বলা সেই কথাগুলো প্রভূ শোনাবো তো তোমাকেই....
    ******************************
    @কৃতজ্ঞতাঃ আল হিকমাহ মিডিয়া কতৃক সম্প্রতি প্রকাশিত "হিজরতের পথে অবিচল এক বাংলাদেশী নারীর ঈমানদ্বীত জীবন কাহীনী" থেকে অনুপ্রাণিত হয়ে।



  • #2
    মাশা'আল্লাহ। খুব ভাল লেগেছে ভাই। আল্লাহ সুব. আপনার ইল্মে আরো অনেক অনেক বারাকাহ দান করুন, আমীন।
    বিবেক দিয়ে কোরআনকে নয়,
    কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

    Comment


    • #3
      "হিজরতের পথে অবিচল এক বাংলাদেশী নারীর ঈমানদিপ্ত জীবন কাহিনী" পোস্টের নিচে কপি করে রিপ্লাই দিতে পারেন ভাই।
      আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
      জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
      বিইযনিল্লাহ!

      Comment


      • #4
        Originally posted by বদর মানসুর View Post
        "হিজরতের পথে অবিচল এক বাংলাদেশী নারীর ঈমানদিপ্ত জীবন কাহিনী" পোস্টের নিচে কপি করে রিপ্লাই দিতে পারেন ভাই।
        অনেক আগেই দেয়া হয়েছে ভাই। শুকরান
        ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

        Comment

        Working...
        X