"হাহাকার "
কতদিন এভাবে ভালো লাগে আর?
কাজ-কাম কিছু নেই শুধু হাহাকার।
দিন এনে দিন খেতো যেইসব লোক,
অশ্রুসজল দেখ আজ সেইসব চোখ।
রুজি করবার কোন নাইকো উপায়,
করবে কী যারা আজ খুব অসহায়।
আছে খুব কষ্টে ঐসব লোক,
বুক ফেটে যায় যার ফুটে নাকো মুখ।
পারলে তাদের পাশে একটু দাঁড়াও,
যা আছে তা নিয়ে হাতটা বাড়াও।
এ আযাব মোদেরই হাতের কামাই,
রহমত ছাড়া কোনো উপায় আর নাই।
পাপ কাজ করেছি বিশাল বিশাল,
সন্ত্রাস বলে মোরা ছেড়েছি কিতাল।
এসো প্রভূর কছে আজ করি ফরিয়াদ,
ছাড়বো কুফর মোরা করবো জিহাদ।
ক্ষমা করো আমাদের হে পরওয়ার!
দূর করে দাও তুমি সব হাহাকার।
উৎসর্গঃ আমাদের যে ভাইয়েরা অন্নকষ্টে ভুগছেন।
কতদিন এভাবে ভালো লাগে আর?
কাজ-কাম কিছু নেই শুধু হাহাকার।
দিন এনে দিন খেতো যেইসব লোক,
অশ্রুসজল দেখ আজ সেইসব চোখ।
রুজি করবার কোন নাইকো উপায়,
করবে কী যারা আজ খুব অসহায়।
আছে খুব কষ্টে ঐসব লোক,
বুক ফেটে যায় যার ফুটে নাকো মুখ।
পারলে তাদের পাশে একটু দাঁড়াও,
যা আছে তা নিয়ে হাতটা বাড়াও।
এ আযাব মোদেরই হাতের কামাই,
রহমত ছাড়া কোনো উপায় আর নাই।
পাপ কাজ করেছি বিশাল বিশাল,
সন্ত্রাস বলে মোরা ছেড়েছি কিতাল।
এসো প্রভূর কছে আজ করি ফরিয়াদ,
ছাড়বো কুফর মোরা করবো জিহাদ।
ক্ষমা করো আমাদের হে পরওয়ার!
দূর করে দাও তুমি সব হাহাকার।
উৎসর্গঃ আমাদের যে ভাইয়েরা অন্নকষ্টে ভুগছেন।
Comment