দয়ার ব্যাপ্তি
===========================
সব কিছু স্বাভাবিক; অস্বাভাবিক নয় কিছুই!
অবচেতনে কয়েকদল ঝিঁঝির গান শুনে আসে ঘুম!
খেয়াল করি নি ঝিঁঝির এমনই গুণ!
একদল ঝিঁঝির হঠাৎ স্তব্ধতায় সুরের পরিবেশ মৃদু!
একইসাথে মাথার বেদনাবোধও মৃদু থেকে মৃদুতর হয় কেন?
হইনা কারণ অনুসন্ধিৎসু!
আচ্ছা! কোন বিশাল বনের গভীরে,
যেখানে মানুষের পদচিহ্নের দেখা না মেলে,
সেখানের বাগানে কি ফুল ফোটে?
সেখানেও কি রাতের ঝিঁঝিরা গান করে?
হ্যাঁ! সেখানেও ফুল ফোটে গাছে!
ঝিঁঝিরাও গায় আপনমনে!
কিন্তু প্রশ্ন??
বিজন বনে ঝিঁঝির গানের শ্রোতাই বা কে?
কার জন্যই বা গাছে ফুল ফোটে?
কেউ কি আছ প্রস্তুত এর উত্তর দিতে?
গাছে ফুল ফোটে,
বাতাসে দুলে মহামহিম আল্লাহর স্মরণে!
মানুষের সৌন্দর্যপ্রীতির কথা তাঁর না জানলেও চলে!
ঝিঁঝি গান করে,
তাঁর রবের প্রশংসা জ্ঞাপনে!
মানুষের স্বস্তির উৎসের ব্যাপারে তাঁর না ভাবলেও চলে!
দয়ালু স্রষ্টার দয়ার বিস্তার ব্যাপ্ত একে অপরে!
===========================
সব কিছু স্বাভাবিক; অস্বাভাবিক নয় কিছুই!
অবচেতনে কয়েকদল ঝিঁঝির গান শুনে আসে ঘুম!
খেয়াল করি নি ঝিঁঝির এমনই গুণ!
একদল ঝিঁঝির হঠাৎ স্তব্ধতায় সুরের পরিবেশ মৃদু!
একইসাথে মাথার বেদনাবোধও মৃদু থেকে মৃদুতর হয় কেন?
হইনা কারণ অনুসন্ধিৎসু!
আচ্ছা! কোন বিশাল বনের গভীরে,
যেখানে মানুষের পদচিহ্নের দেখা না মেলে,
সেখানের বাগানে কি ফুল ফোটে?
সেখানেও কি রাতের ঝিঁঝিরা গান করে?
হ্যাঁ! সেখানেও ফুল ফোটে গাছে!
ঝিঁঝিরাও গায় আপনমনে!
কিন্তু প্রশ্ন??
বিজন বনে ঝিঁঝির গানের শ্রোতাই বা কে?
কার জন্যই বা গাছে ফুল ফোটে?
কেউ কি আছ প্রস্তুত এর উত্তর দিতে?
গাছে ফুল ফোটে,
বাতাসে দুলে মহামহিম আল্লাহর স্মরণে!
মানুষের সৌন্দর্যপ্রীতির কথা তাঁর না জানলেও চলে!
ঝিঁঝি গান করে,
তাঁর রবের প্রশংসা জ্ঞাপনে!
মানুষের স্বস্তির উৎসের ব্যাপারে তাঁর না ভাবলেও চলে!
দয়ালু স্রষ্টার দয়ার বিস্তার ব্যাপ্ত একে অপরে!
স্পষ্ট নিদর্শন থেকে শিক্ষা না নিলে :
কী করার আছে? বলো কী করার আছে??
Comment