🔰"আমি খাঁটি মুসলমান"🔰
মুসলিম আমি, ধার্মিক আমি, খাঁটি মুসলমান;
মুসলিম আমি, ধার্মিক আমি, সাচ্চা মুসলমান।
কোরআনের অপমান, যদিও দেখি;
তাসবীহ হাতে নিয়ে, ঘরকোণে ঢুকি!!
তুলির আঘাতে করছে, রাসূলের অপমান;
তবুও কাঁধে নি চোখ, কাঁধে নি মোর প্রাণ!!
যদিও বা দেখি আমি, রাসূলকে দিচ্ছে গালি, তবুও হৃদয়ে মোর উঠেনা তুফান!!!------ঐ
ইসলামের অপমান, করছে ওরা;
তবুও হৃদয়ে মোর, দিচ্ছে না নাড়া!!
রাসূলের সম্মান, রক্ষিত নেই;
এসব নিয়ে আমার, ভাবার সময় নেই!!
তবুও শান্ত আমি, তবুও নির্জীব আমি, আমার রক্তে তবু উঠেনা তুফান!!!-----ঐ
আরাকান- কাশ্মিরে, দেখি শুধু রক্ত;
কেউবা ভূমিহীন, কেউবা বিবস্ত্র!!
সিরিয়া-ফিলিস্তিনে শুনি শুধু হাহাকার;
ধর্ষিতার চাপাকান্না, ক্ষুধার্তের চিৎকার!!
তবুও বসে আমি, তবুও স্থির আমি, আমিতো শান্তিপ্রিয় মুসলমান!!!-----ঐ
দিল্লি বা গুজরাটে, দেখি শুধু দাঙ্গা;
একে একে করা হচ্ছে, মসজিদ ভাঙা!!
মসজিদে রাখা হচ্ছে, শিরকের মুর্তি
মাদ্রাসা বন্ধ করে, করতেছে ফুর্তি!!
তবুও বন্ধু ওরা, তবুও দোস্ত ওরা, আমার বিবেকে তবু ধরেনাতো শান!!!-----ঐ
ঐ দেখ পড়ে আছে, নিষ্প্রাণ ধমনি;
ক্ষুধার্ত শিশুর, নিষ্পাপ চাহনি!!
জানে না সে বুঝে না সে, কেন ধোঁয়া উড়ছে
কেন কিবা কি কারণে, তার বাবা মরছে!!
তবুও জাগি নি আমি, ভাঙ্গেনি আমার ঘুম, জাগতে পারেনি আমার এ প্রাণ!!!-----ঐ
নিষেধ করেছে ওরা, রাষ্ট্রে ধর্ম;
বাঁধা তো পড়েনি, আমার কোন কর্ম!!
আল্লার আইন, ছুড়েছে ওরা
আমার ইমান তবু, দেয়নি নাড়া!!
তবুও শান্ত আমি, তবুও খুশি আমি, পেয়ে মানববচিত সংবিধান!!!----ঐ
দ্বীন কায়েমের আমি, ধারধারিনা;
চেষ্টা করছে যারা, সাপোর্ট করিনা!!
সন্ত্রাসী- উগ্রবাদী, বলছি তাদের;
দ্বীন কায়েমের পথে, চলা যাদের!!
তবুও মুসলমি আমি, তবুও ধার্মিক আমি, আমিতো পালন করি অনেক বিধান!!!----ঐ
আমাকে পাওয়া যায়, শাহাবাগ বাজারে;
নাস্তিক- মুতরাদ, বেইমানের কাতারে!!
মসজিদ- মাদ্রাসা, করি আমি নির্মাণ;
গির্জা ও মন্দিরে, দুহাতে করি দান!!
তবুও মুসলিম আমি, তবুও ধার্মিক আমি, আমিতো অসাম্প্রদায়িক মুসলমান!!!----ঐ
নামাজ পড়ি রোজা রাখি, এতেই আমি তৃপ্ত;
আর কিছু বলিসনা ভাই, কররিসনা ভাই ক্ষিপ্ত!!
ইসলাম শাম্তির ধর্ম, এটাকি তুমি জাননা?;
দাঁত ভাঙা সুন্নাতগুলো, তাইতো আমি মানিনা!!
তবুও মুসলিম আমি, তবুও ধার্মিক আমি, আমার আছে ভাই সাচ্চা ইমান!!!----ঐ
জন্মসূত্রে মুসলিম আমি, ইসলাম পৈতৃক সম্পত্তি ;
পুরো ইসলাম না মানিলে, তোর কেন ভাই আপত্তি!!
জন্ম আমার মুসলিম ঘরে, আমি মুসলিম সন্তান;
তাইতো ধার্মিক আমি, ইসলাম আমার বাবার দান!!
তাইতো মুসলিম আমি, তাইতো ধার্মিক আমি, আমিইতো সাচ্চা মুসলমান!!! -----ঐ
//-
নাশীদটি লেখক কতৃক উন্মুক্ত। কারো ভালো লাগলে যেকেউ ইহা গাইতে পারেন৷ বরং তা কাঙ্খিত ও বটে। প্রয়োজনে পরিমার্জন, পরিবর্তনও করিতে পারেন। আল্লাহ তালা কোন শিল্পীকে তৌফিক দান করুক।
//-
মুসলিম আমি, ধার্মিক আমি, খাঁটি মুসলমান;
মুসলিম আমি, ধার্মিক আমি, সাচ্চা মুসলমান।
কোরআনের অপমান, যদিও দেখি;
তাসবীহ হাতে নিয়ে, ঘরকোণে ঢুকি!!
তুলির আঘাতে করছে, রাসূলের অপমান;
তবুও কাঁধে নি চোখ, কাঁধে নি মোর প্রাণ!!
যদিও বা দেখি আমি, রাসূলকে দিচ্ছে গালি, তবুও হৃদয়ে মোর উঠেনা তুফান!!!------ঐ
ইসলামের অপমান, করছে ওরা;
তবুও হৃদয়ে মোর, দিচ্ছে না নাড়া!!
রাসূলের সম্মান, রক্ষিত নেই;
এসব নিয়ে আমার, ভাবার সময় নেই!!
তবুও শান্ত আমি, তবুও নির্জীব আমি, আমার রক্তে তবু উঠেনা তুফান!!!-----ঐ
আরাকান- কাশ্মিরে, দেখি শুধু রক্ত;
কেউবা ভূমিহীন, কেউবা বিবস্ত্র!!
সিরিয়া-ফিলিস্তিনে শুনি শুধু হাহাকার;
ধর্ষিতার চাপাকান্না, ক্ষুধার্তের চিৎকার!!
তবুও বসে আমি, তবুও স্থির আমি, আমিতো শান্তিপ্রিয় মুসলমান!!!-----ঐ
দিল্লি বা গুজরাটে, দেখি শুধু দাঙ্গা;
একে একে করা হচ্ছে, মসজিদ ভাঙা!!
মসজিদে রাখা হচ্ছে, শিরকের মুর্তি
মাদ্রাসা বন্ধ করে, করতেছে ফুর্তি!!
তবুও বন্ধু ওরা, তবুও দোস্ত ওরা, আমার বিবেকে তবু ধরেনাতো শান!!!-----ঐ
ঐ দেখ পড়ে আছে, নিষ্প্রাণ ধমনি;
ক্ষুধার্ত শিশুর, নিষ্পাপ চাহনি!!
জানে না সে বুঝে না সে, কেন ধোঁয়া উড়ছে
কেন কিবা কি কারণে, তার বাবা মরছে!!
তবুও জাগি নি আমি, ভাঙ্গেনি আমার ঘুম, জাগতে পারেনি আমার এ প্রাণ!!!-----ঐ
নিষেধ করেছে ওরা, রাষ্ট্রে ধর্ম;
বাঁধা তো পড়েনি, আমার কোন কর্ম!!
আল্লার আইন, ছুড়েছে ওরা
আমার ইমান তবু, দেয়নি নাড়া!!
তবুও শান্ত আমি, তবুও খুশি আমি, পেয়ে মানববচিত সংবিধান!!!----ঐ
দ্বীন কায়েমের আমি, ধারধারিনা;
চেষ্টা করছে যারা, সাপোর্ট করিনা!!
সন্ত্রাসী- উগ্রবাদী, বলছি তাদের;
দ্বীন কায়েমের পথে, চলা যাদের!!
তবুও মুসলমি আমি, তবুও ধার্মিক আমি, আমিতো পালন করি অনেক বিধান!!!----ঐ
আমাকে পাওয়া যায়, শাহাবাগ বাজারে;
নাস্তিক- মুতরাদ, বেইমানের কাতারে!!
মসজিদ- মাদ্রাসা, করি আমি নির্মাণ;
গির্জা ও মন্দিরে, দুহাতে করি দান!!
তবুও মুসলিম আমি, তবুও ধার্মিক আমি, আমিতো অসাম্প্রদায়িক মুসলমান!!!----ঐ
নামাজ পড়ি রোজা রাখি, এতেই আমি তৃপ্ত;
আর কিছু বলিসনা ভাই, কররিসনা ভাই ক্ষিপ্ত!!
ইসলাম শাম্তির ধর্ম, এটাকি তুমি জাননা?;
দাঁত ভাঙা সুন্নাতগুলো, তাইতো আমি মানিনা!!
তবুও মুসলিম আমি, তবুও ধার্মিক আমি, আমার আছে ভাই সাচ্চা ইমান!!!----ঐ
জন্মসূত্রে মুসলিম আমি, ইসলাম পৈতৃক সম্পত্তি ;
পুরো ইসলাম না মানিলে, তোর কেন ভাই আপত্তি!!
জন্ম আমার মুসলিম ঘরে, আমি মুসলিম সন্তান;
তাইতো ধার্মিক আমি, ইসলাম আমার বাবার দান!!
তাইতো মুসলিম আমি, তাইতো ধার্মিক আমি, আমিইতো সাচ্চা মুসলমান!!! -----ঐ
//-
নাশীদটি লেখক কতৃক উন্মুক্ত। কারো ভালো লাগলে যেকেউ ইহা গাইতে পারেন৷ বরং তা কাঙ্খিত ও বটে। প্রয়োজনে পরিমার্জন, পরিবর্তনও করিতে পারেন। আল্লাহ তালা কোন শিল্পীকে তৌফিক দান করুক।
//-
Comment