"ঈমানকেই রাখবো আগে"
আমি ভাই খুব পেরেশান
হচ্ছে হালাক আমল ঈমান
শিরক কুফরের ঝড়ে,
শিরক,কুফর,যান্দাকা আর
ইরতিদাদ-ঘুষ,সুদ-পাপাচার
চলছে ঘরে ঘরে।
সবকিছুর আজ চর্চা চলে
ঈমান-ইয়াকীন ছাড়া,
জানে না কেউ কোন কাজে কে
হচ্ছে ঈমান হারা।
আমরা ভাবি আমরাই তো
সবার সেরা মুমিন,
মোদের তরেই সৃজিত এই
খোদার আকাশ যমীন।
অথচ জানে না অনেকেই মোদের
ঈমান কাকে বলে,
মুখে শুধু কালিমা পড়ে
মনমতো সে চলে।
ঈমান মোদের শ্রেষ্ঠ সম্পদ
ঈমান মোদের সব,
ঈমান ছাড়া স্বর্গে যাওয়া
পুরাই অসম্ভব।
তাই এসো ভাই সজ্জিত হই
পূর্ণ ঈমান সাজে,
ঈমানকেই রাখবো আগে
মোদের সকল কাজে।
"আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমানের ব্যাপারে আরো সচেতন হওয়ার তাওফীক দান করুন"
--সংগৃহীত
আমি ভাই খুব পেরেশান
হচ্ছে হালাক আমল ঈমান
শিরক কুফরের ঝড়ে,
শিরক,কুফর,যান্দাকা আর
ইরতিদাদ-ঘুষ,সুদ-পাপাচার
চলছে ঘরে ঘরে।
সবকিছুর আজ চর্চা চলে
ঈমান-ইয়াকীন ছাড়া,
জানে না কেউ কোন কাজে কে
হচ্ছে ঈমান হারা।
আমরা ভাবি আমরাই তো
সবার সেরা মুমিন,
মোদের তরেই সৃজিত এই
খোদার আকাশ যমীন।
অথচ জানে না অনেকেই মোদের
ঈমান কাকে বলে,
মুখে শুধু কালিমা পড়ে
মনমতো সে চলে।
ঈমান মোদের শ্রেষ্ঠ সম্পদ
ঈমান মোদের সব,
ঈমান ছাড়া স্বর্গে যাওয়া
পুরাই অসম্ভব।
তাই এসো ভাই সজ্জিত হই
পূর্ণ ঈমান সাজে,
ঈমানকেই রাখবো আগে
মোদের সকল কাজে।
"আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমানের ব্যাপারে আরো সচেতন হওয়ার তাওফীক দান করুন"
--সংগৃহীত
Comment