বিদ্রোহ করো এই তাগুতি শাসনের বিরুদ্ধে !
--------------------------------------------------
আল্লামা ইকবাল ( রহ.)
জেগে উঠো হে দ্বীনের যত প্রহরী
বিদ্রোহ করো এই তাগুতি শাসনের বিরুদ্ধে
সময়ের অনিবার্য দাবি- হাতে তুলে নাও জিহাদের তরবারি!
আর ঝাঁপিয়ে পড়ো বাতিলপূজারীদের শিবের! এমন অভ্যস্থ হয়ে উঠো অব্যাহত সংগ্রামে!
রক্ত ও ধুলোর দুনিয়ার সঙ্গে ভালোবাসা গড়ো!
জালিমদের ধ্বংস ও বরবাদির পায়গাম দাও!
নিঃসহায়দের সঙ্গে মানবিক আচরণ করো।বাতিলের হাতের ফুলগুলোকে ছুঁড়ে ফেলো।
হকের পথের কাঁটাগুলোকে ভালোবাসে শেখো!
ন্যায় ও ইনসাফ এভাবেই মিটে গেছে যে!
হকের জমিন জুলুম ও বর্বরতায় কেঁপে উঠছে। ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি হয়েছে!
মানুষ মানুষের ভয়ে অস্থির হয়ে পড়ছে!
এখন আমরা শরিয়াহর ভালোবাসার জন্য সবকিছু পরিত্যাগ করব!
অর্থসম্পদ,শরীর,জীবন সবকিছুর ভালোবাসা!
যে জনপ্রিয়তা আমাদের ধ্বংস করছে!
সে জনপ্রিয়তাকে লাথি মারো! মৃত্যুকে ভালোবাসতে অগ্রসর হও!
এসো তোপ-কামান ও তলোয়ার নিয়ে খেলায় মেতে উঠো!
মানবতা যেখানে পুনরায় আজাদ হবে!
শয়তানের সব কুটিল জাল থেকে!
তাগুতের কদম ভয়ে কেঁপে কেঁপে উঠবে।
নওজোয়ানে ইসলামের তাকবির ধ্বনিতে!
এমনভাবে সামনে অগ্রসর হও যেন মৃত্যুও ভয় পেয়ে যায়।
দৃঢ়তা ও অবিচলতার পরাকাষ্টা প্রদর্শন করো!
কোমল বিছানা তোমাকে কাপুরুষ বানিয়ে দেবে!
এই বিছানায় মরা তোমার জন্য শোভা পায় না!
কেউ তোমার লাশ কাঁটার ওপর টেনে-হিঁচড়ে নিয়ে যাবে।
এই কল্পনা করে ভয় পাওয়া তোমার সাজে না।
কুফরের চেয়ে তুচ্ছ ও দুর্বল বস্তু আর কিছুই নেই!
কুফরকে ভয় পাওয়া তাই সমাজে না!
এসো গায়রতের জজবাকে পুনরায় জিন্দা করো!
এসো সবাই মিলে আত্নমর্যাবোধের লজ রক্ষা করি।
#collected
BY UMMAH Studio
--------------------------------------------------
আল্লামা ইকবাল ( রহ.)
জেগে উঠো হে দ্বীনের যত প্রহরী
বিদ্রোহ করো এই তাগুতি শাসনের বিরুদ্ধে
সময়ের অনিবার্য দাবি- হাতে তুলে নাও জিহাদের তরবারি!
আর ঝাঁপিয়ে পড়ো বাতিলপূজারীদের শিবের! এমন অভ্যস্থ হয়ে উঠো অব্যাহত সংগ্রামে!
রক্ত ও ধুলোর দুনিয়ার সঙ্গে ভালোবাসা গড়ো!
জালিমদের ধ্বংস ও বরবাদির পায়গাম দাও!
নিঃসহায়দের সঙ্গে মানবিক আচরণ করো।বাতিলের হাতের ফুলগুলোকে ছুঁড়ে ফেলো।
হকের পথের কাঁটাগুলোকে ভালোবাসে শেখো!
ন্যায় ও ইনসাফ এভাবেই মিটে গেছে যে!
হকের জমিন জুলুম ও বর্বরতায় কেঁপে উঠছে। ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি হয়েছে!
মানুষ মানুষের ভয়ে অস্থির হয়ে পড়ছে!
এখন আমরা শরিয়াহর ভালোবাসার জন্য সবকিছু পরিত্যাগ করব!
অর্থসম্পদ,শরীর,জীবন সবকিছুর ভালোবাসা!
যে জনপ্রিয়তা আমাদের ধ্বংস করছে!
সে জনপ্রিয়তাকে লাথি মারো! মৃত্যুকে ভালোবাসতে অগ্রসর হও!
এসো তোপ-কামান ও তলোয়ার নিয়ে খেলায় মেতে উঠো!
মানবতা যেখানে পুনরায় আজাদ হবে!
শয়তানের সব কুটিল জাল থেকে!
তাগুতের কদম ভয়ে কেঁপে কেঁপে উঠবে।
নওজোয়ানে ইসলামের তাকবির ধ্বনিতে!
এমনভাবে সামনে অগ্রসর হও যেন মৃত্যুও ভয় পেয়ে যায়।
দৃঢ়তা ও অবিচলতার পরাকাষ্টা প্রদর্শন করো!
কোমল বিছানা তোমাকে কাপুরুষ বানিয়ে দেবে!
এই বিছানায় মরা তোমার জন্য শোভা পায় না!
কেউ তোমার লাশ কাঁটার ওপর টেনে-হিঁচড়ে নিয়ে যাবে।
এই কল্পনা করে ভয় পাওয়া তোমার সাজে না।
কুফরের চেয়ে তুচ্ছ ও দুর্বল বস্তু আর কিছুই নেই!
কুফরকে ভয় পাওয়া তাই সমাজে না!
এসো গায়রতের জজবাকে পুনরায় জিন্দা করো!
এসো সবাই মিলে আত্নমর্যাবোধের লজ রক্ষা করি।
#collected
BY UMMAH Studio