নাশিদ
---------------------
---------------------
সবাই যখন ঘুমিয়ে পড়ে
আধার রাত্রি এলে
কিছু সিংহ তখন জেগে উঠে
লুটিয়ে পড়ে সিজদাহ তে!
সারারাত জেগে প্রার্থনায় থাকে
এই ঘুমন্ত উম্মাহকে নিয়ে।
আজ হায়েনার কবলে মুসলিম জাতি
মার খাচ্ছে চারিদিকে।।
চিন্তিত তারা উম্মাহকে নিয়ে,
দ্বীন প্রতিষ্ঠা করার
চলে এসেছে গাজওয়াতুল হিন্দ
তবুও মুসলিম উম্মাহ কেনো ঘুমায়??
সারাদিন থাকে বেহালিপনায়
রাত্রি কাটে তার ঘুমে!
তার সাথে যুক্ত হয়েছে
কিছু মুনাফেকি আলেম
এ জাতি কে পথভ্রষ্ট করাতে।
চেয়ে দেখো ভারতে,মুসলিম হত্যা
বাবরি হয়েছে শাহিদ,
ফিলিস্তান করে নিচ্ছে দখল
আল আকসা নাকি হবে থার্ড মন্দির!
সিরিয়া,ইয়েমেন,আরাকান-কাস্মীর
চারিদিকে তাকিয়ে দেখো
উইঘুরে মুসলিম কান্নায় ভাসছে
ফরজ ইবাদাত ভুলে গেছো।
তাদের কষ্টে ব্যথিত হও না তুমি
আবার নাকি মুসলিম পরিচয়ে চলো!?
কোথায় হারালো সেই তৃষনার্থ পথিকেরা
পান করতে শাহাদার পানি।
ভয়াল সেই হিসাবের দিনে
সুখে শান্তিতে উড়বে,
হয়ে যাবে জান্নাতেরই সবুজ পাখি!
---------------------
---------------------
সবাই যখন ঘুমিয়ে পড়ে
আধার রাত্রি এলে
কিছু সিংহ তখন জেগে উঠে
লুটিয়ে পড়ে সিজদাহ তে!
সারারাত জেগে প্রার্থনায় থাকে
এই ঘুমন্ত উম্মাহকে নিয়ে।
আজ হায়েনার কবলে মুসলিম জাতি
মার খাচ্ছে চারিদিকে।।
চিন্তিত তারা উম্মাহকে নিয়ে,
দ্বীন প্রতিষ্ঠা করার
চলে এসেছে গাজওয়াতুল হিন্দ
তবুও মুসলিম উম্মাহ কেনো ঘুমায়??
সারাদিন থাকে বেহালিপনায়
রাত্রি কাটে তার ঘুমে!
তার সাথে যুক্ত হয়েছে
কিছু মুনাফেকি আলেম
এ জাতি কে পথভ্রষ্ট করাতে।
চেয়ে দেখো ভারতে,মুসলিম হত্যা
বাবরি হয়েছে শাহিদ,
ফিলিস্তান করে নিচ্ছে দখল
আল আকসা নাকি হবে থার্ড মন্দির!
সিরিয়া,ইয়েমেন,আরাকান-কাস্মীর
চারিদিকে তাকিয়ে দেখো
উইঘুরে মুসলিম কান্নায় ভাসছে
ফরজ ইবাদাত ভুলে গেছো।
তাদের কষ্টে ব্যথিত হও না তুমি
আবার নাকি মুসলিম পরিচয়ে চলো!?
কোথায় হারালো সেই তৃষনার্থ পথিকেরা
পান করতে শাহাদার পানি।
ভয়াল সেই হিসাবের দিনে
সুখে শান্তিতে উড়বে,
হয়ে যাবে জান্নাতেরই সবুজ পাখি!
Comment